জালিয়াতি বলতে কি বুঝ? জালিয়াতির উপাদানসমূহ কি কি? (What do you understand by Forgery?)
জালিয়াতি-সংক্রান্ত গুরুতর অপরাধসমূহ কি কি এবং এদের শান্তি কি? (What are the aggravated forms of forgey and what punishment can be a awarded for each of them?)
জালিয়াতি(Forgery)
জালিয়াতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘Forgery’ শব্দটি ল্যাটিন ‘Fabricare’ বা ‘Fabricate’ শব্দ থেকে এসেছে। জালিয়াতি হলো এমন এক ধরনের হোয়াইট কলার ক্রাইম(white-collar crime) যা সাধারণত কারোর ক্ষতি, কোন দাবি বা অধিকার সমর্থন, কাউকে কোন সম্পত্তি পরিত্যাগ করতে বাধ্য করা কিংবা প্রতারণার উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকে।
দণ্ডবিধির ৪৬৩ ধারায় জালিয়াতির সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি জনসাধারণের বা কোন ব্যক্তিবিশেষের ক্ষতি সাধনের জন্য, কিংবা কোন দাবি বা স্বত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিংবা কোন ব্যক্তিকে তার সম্পত্তি ত্যাগে বাধ্য করার উদ্দেশ্যে কিংবা কোন ব্যক্তি বা অব্যক্ত চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে কিংবা কোন প্রতারণা করার উদ্দেশ্যে বা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে এ উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে, তাহলে সে ব্যক্তি জালিয়াতি করেছে বলে বিবেচিত হবে।
জালিয়াতির উপাদানসমূহ:
১) কোন মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করা;
২) এরূপ দলিল প্রণয়ন নিম্নোক্ত উদ্দেশ্যে হওয়া চাই;
a. জনসাধারণের বা কোন ব্যক্তিবিশেষের ক্ষতিসাধনের উদ্দেশ্যে; অথবা
b. কোন দাবি বা স্বত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে; অথবা
c. কোন ব্যক্তিকে তার সম্পত্তি ত্যাগে বাধ্য করার উদ্দেশ্যে; অথবা
d. কোন প্রকাশ্য বা অনুক্ত চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে; অথবা
e. কোন প্রতারণার উদ্দেশ্যে; অথবা
f. যাতে প্রতারণা হতে পারে সে উদ্দেশ্যে;
জালিয়াতি-সংক্রান্ত গুরুতর অপরাধসমূহ:
জালিয়াতি-সংক্রান্ত গুরুতর অপরাধসমূহ দণ্ডবিধির ৪৬৬, ৪৬৭ ও ৪৬৯ ধারায় বর্ণিত হয়েছে।
(ক) আদালতের নথি, সরকারী নথি ইত্যাদিতে জালিয়াতি
বিচারালয়ের কোন নথি বা প্রসিডিংস্ কিংবা কোন জন্ম, নামকরণ, বিয়ে বা অন্তেষ্টিক্রিয়ার রেজিষ্টার কিংবা কোন সরকারী কর্মচারী কর্তৃক রক্ষিত রেজিস্টার কিংবা কোন সাটিফিকেট কিংবা সরকারী কর্মচারী কর্তৃক প্রণীত দলিল কিংবা কোন মোকদ্দমা দায়ের বা তাতে পক্ষ সমর্থনের বা তাতে কোন কার্যক্রম গ্রহণের ক্ষমতা কিংবা কোন রায় স্বীকার কিংবা কোন পাওয়ার অব এটর্নি জাল করা।
শান্তি: যে কোন মেয়াদের সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা (ধারা ৪৬৬)।
(খ) মূল্যবান জামানত, উইল ইত্যাদিতে জালিয়াতি: মূল্যবান জামানত, উইল,
পোষ্যপুত্র গ্রহণের ক্ষমতাপত্র অথবা এমন একটি দলির জাল করা, যাতে কোন ব্যক্তিকে কোন মূল্যবান জামানত সম্পাদনের বা হস্তান্তরের অথবা এর উপরে আসল, সুদ বা লভ্যাংশ নেওয়ার অথবা কোন অর্থ, অস্থাবর সম্পত্তি বা একটি দলিল যা কোন অর্থ প্রদানে প্রাপ্তিস্বীকারপত্র অথবা কোন অস্থাবর সম্পত্তি বা মূল্যবান জামানতের জন্য একুইটেন্স বা অর্পণ বা স্বীকৃতিপত্র।
শান্তি: যাবজ্জীবন দ্বীপান্তর (১৯৮৫ সনের সংশোধনী অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড) বা যে কোন মেয়াদের দশ বছর পর্যন্ত বা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা (ধারা ৪৬৭)।
(গ) প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি: প্রতারণার উদ্দেশ্যে কোন দলিল জাল ব্যবহারের জন্য জালিয়াতি।
শান্তি: যে কোন মেয়াদের সাত বছর পর্যন্ত বা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা (ধারা ৪৬৮)।
(ঘ) সুনামহানির উদ্দেশ্যে উদ্দেশ্যে জালিয়াতি করা। জালিয়াতি: জাল দলিল দ্বারা কারো সুনামহানি করার
শান্তি: যে কোন মেয়াদের সাত বছর পর্যন্ত বা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা (ধারা ৪৬৯)।
0 Comments