দণ্ডবিধি-তে নারী ঘটিত ধারাসমূহ
৮ ধারা: লিঙ্গ: সে বা তিনি (he) সর্বনামটি ও উহার সকল রূপ (derivatives) পুরুষ-নারী নির্বিশেষে যে কোন সম্পর্কে ব্যবহৃত হইবে।
১০ ধারা: পুরুষ বলিতে যে কোন বয়সের পুরুষ মানুষ বুঝাইবে এবং নারী বলিতে যে কোন বয়সের স্ত্রীলোক বুঝাইবে।
২৭ ধারা: স্ত্রী, কেরানী কিংবা চাকরের দখলাধীন কোন ব্যক্তির সম্পত্তি উক্ত ব্যক্তিদের দরুন তাহার স্ত্রী, কেরানী বা চাকরের দখলাধীন থাকিলে এই বিধির অর্থ অনুসারে উক্ত সম্পত্তি উক্ত ব্যক্তিরই দখলাধীন রহিয়াছে বলিয়া বিবেচিত হইবে।
ব্যাখ্যা" সাময়িক বা অস্থায়ীভাবে বা যে কোন বিশেষ-উপলক্ষে কেরানী বা চাকরের পদে নিযুক্ত কোন ব্যক্তি এই ধারার অর্থ অনুসারে অনুরূপ কেরানী বা চাকর বলিয়া বিবেচিত হইবে।
৫৩ ধারা: শাস্তি বা দণ্ড।
৫৭ ধারা: দণ্ডের মেয়াদের ভগ্নাংশ দণ্ডের মেয়াদের ভগ্নাংশের হিসাবের ক্ষেত্রে, যাবজ্জীবন কারাদণ্ড ত্রিশ বৎসর মেয়াদের কারাদণ্ডের সমান বলিয়া গণ্য হইবে (১৯৮৫ সালের ৪১ নং অধ্যাদেশ দ্বারা ত্রিশ বৎসর করা হয়।)
৮২ ধারা: সাত বৎসরের চাইতে কম বয়সের শিশু কর্তৃক কার্য্য অপরাধ নয়।
১০০ ধারা: এই ধারার তৃতীয়তঃ বর্ণনায় বলা হইয়াছে যে, ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ প্রতিহত করিবার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া একজন নারী মৃত্যু ঘটাইতে পারে।
৩০২ ধারা: খুনের শাস্তি (৩০০ ধারায় খুনের সংজ্ঞা দেওয়া আছে)।
৩১২ ধারা: গর্ভপাত ঘটানো।
৩১৩ ধারা: স্ত্রীলোকে সম্মতি ব্যতিরেকে গর্ভপাত ঘটানো।
৩১৪ ধারা: গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে কৃত কার্যের ফলে মৃত্যু।
৩১৫ ধারা: শিশু যাহাতে জীবন্ত অবস্থায় ভূমিষ্ঠ হইতে না পারে কিংবা জন্মের পরেই যাহাতে মৃত্যু হয়, তদুদ্দেশ্যে কৃতকার্য।
৩১৬ ধারা: অপরাধজনক প্রাণহানিতুল্য কার্য্যদ্বারা অজাত শিশুর মৃত্যু ঘটানো।
৩১৭ ধারা: পিতা বা মাতা কিংবা শিশুর দায়িত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক বার বৎসরের নিম্ন বয়স্ক শিশুকে অনাবৃত রাখা এবং ফেলিয়া যাওয়া।
৩১৮ ধারা: গোপনে মৃতদেহ অপহৃত করিয়া জন্ম গোপন করা।
৩২৬ ক ধারা: ইচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়াইয়া বা এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুইটির দৃষ্টি নষ্টকরণ বা মুখমণ্ডল বা মস্তক এসিড দ্বারা বিকৃতিকরণ।
৩৫৪ ধারা: শ্লীলতাহানির উদ্দেশ্যে কোন নারীর উপর আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগ।
৩৬১ ধারা: চৌদ্দ বৎসরের কম বয়সী নাবালিকা অপহরণ।
৩৬৬ ধারা: কোন নারীকে বিবাহ সম্মতিদানে বাধ্য করিবার উদ্দেশ্যে অপহরণ বা প্ররোচিতকরণ।
৩৬৬ক ধারা: অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহ করা।
৩৬৬খ ধারা: বিদেশ হইতে বালিকা আমদানি।
৩৭২ ধারা: বেশ্যাবৃত্তি প্রবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্ক শিশু অপহরণ।
৩৭৩ ধারা: বৃশ্যাবৃত্তি প্রবৃত্তির উদ্দেশ্যে নাবালিকা ক্রয়।
৩৭৫ ধারা: ধর্ষণ।
৩৭৬ ধারা: ধর্ষণের শাস্তি।
৩৭৭ ধারা: অস্বাভাবিক অপরাধসমূহ।
৪৯৩ ধারা: কোন পুরুষ কর্তৃক প্রতারণামূলকভাবে আইনসম্মত বিবাহের বিশ্বাস সৃষ্টি করিয়া সহবাস করা।
৪৯৪ ধারা: স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করা।
৪৯৫ ধারা: পরবর্তী বিবাহ যে ব্যক্তির সহিত সম্পন্ন করা হইল তাহার নিকট হইতে পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন রাখিয়া উক্ত অপরাধ সংঘটন।
৪৯৬ ধারা: আইনসম্মত বিবাহ ব্যতীত প্রতারণামূলকভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা।
৪৯৭ ধারা: ব্যভিচার।
৪৯৮ ধারা: কোন বিবাহিতা নারীকে ফুসলাইয়া লইয়া যাওয়া বা অপরাধমূলক উদ্দেশ্য সিদ্ধিকল্পে আটকাইয়া রাখা।
৫০৯ ধারা: কোন নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা, অঙ্গীভঙ্গী বা কোন কাজ করা।
0 Comments