ভিকটিম ছাড়া অপরাধ (Victimless crime)
কতিপয় অপরাধ আছে যেখানে কোন এক বা একাধিক ব্যক্তি বা উপদ্রুপের প্রয়োজন হয় না। এসব অপরাধকে Victimless offence হিসেবে গণ্য করা হয়ে থাকে। যেমন- মদ পান করা, নিষিদ্ধ পণ্য বিক্রয়, ও বন্টন করা, সমকামীতা প্রভৃতি মানুষের ক্ষতি করে না। এ সবকে Victimless অপরাধ হিসেবে মনে করা যেতে পারে। তবে কোন সমাজের অর্থনৈতিক ও নৈতিক স্থানের ওপর ভিত্তি করে এসব কাজের বৈধতা বা অর্থনীতিকে নির্ণয় করা হয়ে থাকে। তবে অধিকার যা কারণের মধ্যে হলো এদের অনেক কাজকে অপরাধ মূলক কাজে পরিণত করা হয়েছে। যেমন U.K.-তে যদি জনস্থানে মদ্যপতা বা সমকামীতা করা না হয় তা হলে এগুলোকে অপরাধ হিসেবে মনে করা হবে না। তবে এর মূল কারণ হলো অপরাধজনক পদ্ধতি। তবে এ ধরনের অপরাধ White collar crime হিসেবে বিবেচিত হয় না।
0 Comments