আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫ এর ৬ নম্বর বিধানে ‘আইনজীবীগণের প্রাপ্য ফি এর হার নির্ধারণ, ইত্যাদি’ শিরোনামে বর্ণিত হয়েছে যে–
(১) সুপ্রীম কোর্টে মামলা পরিচালনার জন্য আইনজীবীগণ নিম্নবর্ণিত হারে ফি প্রাপ্য হইবেন, যথা—
(ক) আপীল বিভাগ
ক্রমিক নম্বর | বিবরণ
| প্রাপ্য ফি এর পরিমাণ |
১. | আপীলের অনুমতি বা লিভ-টু-আপীল প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৩,০০০ টাকা;
|
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ২,০০০ টাকা। |
২. | দেওয়ানী ও ফৌজদারী আপীলের মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী | সর্বোচ্চ ৭,০০০ টাকা। |
বাবদ পেপারবুক ইত্যাদি প্রস্তুত বাবদ আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ৩,০০০ টাকা।
|
৩. | মামলার গুণাগুণ বা অন্যান্য বিষয় সম্পর্কে আইনগত মতামত (Legal Opinion) প্রদান বাবদ | সর্বোচ্চ ৩,০০০ টাকা। |
(খ) হাইকোর্ট বিভাগ
ক্রমিক নম্বর | বিবরণ
| প্রাপ্য ফি এর পরিমাণ |
১. | দেওয়ানী রিভিশন এর দরখাস্তের মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ । | সর্বোচ্চ ৬,০০০ টাকা |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ২,০০০ টাকা। |
২. | ফৌজদারী রিভিশন এর দরখাস্তের মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৬,০০০ টাকা। |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ২,০০০ টাকা। |
৩. | ফৌজদারী আপীল এর দরখাস্তের মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৬,০০০ টাকা; |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ২,০০০ টাকা |
৪. | দেওয়ানী আপীল এর দরখাস্তের মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৭,০০০ টাকা। |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ৩,০০০ টাকা |
৫. | জেল আপীল এর দরখাস্তের মুসাবিদা প্রস্তুত ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৩,০০০ টাকা |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ১,০০০ টাকা |
৬. | রীট পিটিশন এর মুসাবিদা প্রস্তুত, দায়ের ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৬,০০০ টাকা |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ৩,০০০ টাকা |
৭. | মামলার গুণাগুণ বা অন্যান্য বিষয় সম্পর্কে আইনগত মতামত (Legal Opinion) প্রদান বাবদ | সর্বোচ্চ ২,০০০ টাকা
|
(২) সুপ্রীম কোর্ট ব্যতীত অন্যান্য আদালতে দেওয়ানী, পারিবারিক ও ফৌজদারী মামলা পরিচালনার জন্য আইনজীবীগণ নিম্নবর্ণিত হারে ফি প্রাপ্য হইবেন, যথা—
(ক) দেওয়ানী ও পারিবারিক মামলায়
ক্রমিক নম্বর | বিবরণ
| প্রাপ্য ফি এর পরিমাণ |
১. | আরজি ও আপীল স্মারক প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ১,৫০০ টাকা; |
প্রকৃত কোর্ট ফি (এ্যাডভোলোরেম কোর্ট ফি ব্যতীত) বাবদ | সংশ্লিষ্ট আইনে নির্ধারিত ফি |
আনুষঙ্গিক খরচ | সর্বোচ্চ ৩০০ টাকা |
২. | লিখিত জবাব প্রস্তুত বাবদ সর্বোচ্চ | ১,৫০০ টাকা |
|
৩. | ছানী মামলার দরখাস্ত বা আপত্তি প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ৮০০ টাকা |
৪. | স্ট্যাম্পসহ পাওয়ার অব অ্যাটর্নি প্রস্তুত ও দাখিল | সর্বোচ্চ ৫০০ টাকা
|
৫. | অন্তর্বর্তী (Interlocutory) দরখাস্ত বা এতদসংক্রান্ত আপত্তি প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ৮০০ টাকা |
৬. | সাধারণ দরখাস্ত (সময়ের দরখাস্ত ব্যতীত) প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ২০০ টাকা
|
৭. | সাক্ষ্য গ্রহণের (চূড়ান্ত শুনানী ক্ষেত্রে) | সর্বোচ্চ ৭০০ টাকা (পারিবারিক মামলার জন্য সাকুল্যে) |
সাক্ষ্য গ্রহণের (চূড়ান্ত শুনানী ক্ষেত্রে) | সর্বোচ্চ ১.৫০০ টাকা(দেওয়ানী মামলার জন্য সাকুল্যে) |
৮. | যুক্তিতর্ক বা আপীল মামলার শুনানী বাবদ | সর্বোচ্চ ৮০০ টাকা |
৯. | বিভিন্ন জরুরী দরখাস্ত শুনানী (সময়ের দরখাস্ত ব্যতিরেকে) বাবদ | সর্বোচ্চ ৩০০ টাকা |
১০. | সোলেনামা দরখাস্ত প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ৫০০ টাকা |
১১. | ডিক্রি জারি মামলা প্রস্তুত ও নিষ্পত্তি বাবদ | সর্বোচ্চ ১,০০০ টাকা |
১২. | হাজিরা দাখিল বাবদ | সর্বোচ্চ ১০০ টাকা
|
১৩. | শ্রম বিরোধ নিষ্পত্তির নিমিত্তে অনুযোগপত্র (Grievance Letter) প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ৫০০ টাকা |
১৪. | অনুযোগপত্র (Grievance Letter) জারী বাবদ | প্রকৃত খরচ |
১৫. | পারিবারিক মামলায় অনুষ্ঠিত আপোষ নিষ্পত্তি (reconciliation) বাবদ | সর্বোচ্চ ২,৫০০ |
১৬. | আইনজীবী সহকারীর ফি বাবদ (একটি মামলা নিষ্পত্তির জন্য) | সর্বোচ্চ ৫০০ টাকা |
(খ) ফৌজদারী মামলায়—
ক্রমিক নম্বর | বিবরণ
| প্রাপ্য ফি এর পরিমাণ |
১. | এফ.আই, আর বা জিডি প্রস্তুত বাবদ | সর্বোচ্চ ২০০ টাকা |
২. | আরজির মুসাবিদা ও আপীল স্মারক প্রস্তুত এবং শুনানী বাবদ | সর্বোচ্চ ৭০০ টাকা
|
|
আনুষঙ্গিক খরচ বাবদ | সর্বোচ্চ ১০০ টাকা |
৩. | রিভিশন দরখাস্ত প্রস্তুত ও এ্যাডমিশন শুনানী বাবদ | সর্বোচ্চ ৪০০ টাকা
|
৪. | রিভিশন দরখাস্ত চূড়ান্ত শুনানী বাবদ | সর্বোচ্চ ৩০০ টাকা |
৫. | নারাজি দরখাস্ত প্রস্তুত ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৩০০ টাকা |
৬. | অভিযোগ গঠন বিষয়ে শুনানী বাবদ | সর্বোচ্চ ৩০০ টাকা |
৭. | জামিনের দরখাস্ত প্রস্তুত ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৫০০ টাকা |
৮. | জামিননামা প্রস্তুত ও দাখিল বাবদ | সর্বোচ্চ ৪০০ টাকা |
৯. | বিভিন্ন জরুরী দরখাস্ত শুনানী (সময়ের দরখাস্ত ব্যতিরেকে) বাবদ | সর্বোচ্চ ২০০ টাকা |
১০. | এফিডেভিট (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার ক্ষেত্রে) প্রস্তুত ও দাখিলের জন্য | সর্বোচ্চ ৪০০ টাকা |
১১. | সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে সাকুল্যে | সর্বোচ্চ ৮০০ টাকা |
১২. | যুক্তিতর্ক বা আপীল মামলা শুনানী বাবদ | সর্বোচ্চ ৫০০ টাকা |
১৩. | ফৌজদারী মিস মামলার দরখাস্ত প্রস্তুত ও শুনানী বাবদ | সর্বোচ্চ ৩০০ টাকা |
১৪. | হাজিরা দাখিল বাবদ | সর্বোচ্চ ১০০ টাকা |
১৫. | আইনজীবী সহকারীর ফি বাবদ (একটি মামলা নিষ্পত্তির জন্য) | সর্বোচ্চ ৫০০ টাকা |
[ব্যাখ্যা: উপরিল্লিখিত ছকসমূহে বর্ণিত "আনুষঙ্গিক খরচ" বলিতে মূল কাজ বা বিষয়ের সাথে সম্পর্কিত ব্যয়, যেমন কাগজ-কলম ক্রয়, কম্পোজ বা টাইপিং, প্রিন্টিং, সমন বা নোটিশ ক্রয়, প্রসেস ফি, আরজি বা জবাবের ফটোকপি, ইত্যাদি ব্যয়কে বুঝাবে]
0 Comments