সর্বশেষ

6/recent/ticker-posts

পারিবারিক সহিংসতা(Domestic Violence) বলতে কি বুঝেন? সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি সম্পর্কে আলোচনা করুন।

 

What is Bangladesh domestic violence Prevention and Protection Act 2010?; What is the domestic violence act 2010?; What is the legal framework against domestic violence in Bangladesh?; গার্হস্থ্য সহিংসতা আইন ২০১০ কি?; What is the domestic violence situation in Bangladesh?; What are the legal safeguards against domestic violence in India?; বাংলাদেশে পারিবারিক সহিংসতার অবস্থা কেমন?; ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ এর ধারা ১৪ এর উপধারা ১; শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১; নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২০; নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০।; ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর স্থাপনা সংক্রান্ত গেজেট; শিশু একাডেমি আইন ২০১৮; বাল্য বিবাহ নিরোধ বিধিমালা-২০১৮; ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিধিমালা ২০১৮; যৌতুক নিরোধ আইন, ২০১৮; বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭; ডিএনএ আইন,২০১৪; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩); পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিধিমালা,২০১৩; পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন,২০১০; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০;


পারিবারিক সহিংসতা(Domestic Violence) বলতে কি বুঝেন? সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি সম্পর্কে আলোচনা করুন।(Domestic Violence (Prevention and Protection) Act, 2010 in bangladesh)

পারিবারিক সহিংসতা(Domestic Violence)

পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর  উদ্দেশ্য পূরণকল্পে ধারা-৩ তে বলা হয়েছে যে—

পারিবারিক সম্পর্ক রহিয়াছে এমন কোন ব্যক্তি কতৃর্ক পরিবারের অপর কোন নারী বা শিশু সদস্যের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতিকে বুঝাইবে।

ব্যাখ্যা : এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে—

(ক) "শারীরিক নির্যাতন(Physical abuse)" অর্থে এমন কোন কাজ বা আচরণ করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তিকে অপরাধমূলক কাজ করিতে বাধ্য করা বা প্ররোচনা প্রদান করা বা বলপ্রয়োগও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(খ) "মানসিক নির্যাতন(Psychological abuse)" অর্থে নিম্নবর্ণিত বিষয়সমূহও অন্তর্ভুক্ত হইবে, যথা—

(অ) মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন বা এমন কোন উক্তি করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়;


 (আ) হয়রানি; অথবা


(ই) ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ;


 (গ) "যৌন নির্যাতন(Sexual abuse)" অর্থে যৌন প্রকৃতির এমন আচরণও অন্তর্ভুক্ত হইবে, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির সম্ভ্রম, সম্মান বা সুনামের ক্ষতি হয়;

 (ঘ) "আর্থিক ক্ষতি(Economic abuse)" অর্থে নিম্নবর্ণিত বিষয়সমূহও অন্তর্ভুক্ত হইবে, যথা—

(অ) আইন বা প্রথা অনুসারে বা কোন আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কতৃর্ক প্রদত্ত আদেশ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল আর্থিক সুযোগ-সুবিধা, সম্পদ বা সম্পত্তি লাভের অধিকারী উহা হইতে তাহাকে বঞ্চিত করা অথবা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান;


 (আ) সংক্ষুব্ধ ব্যক্তিকে নিত্যব্যবহার্য জিনিসপত্র প্রদান না করা;


 (ই) বিবাহের সময় প্রাপ্ত উপহার বা স্ত্রীধন বা অন্য কোন দান বা উপহার হিসাবে প্রাপ্ত কোন সম্পদ হইতে সংক্ষুব্ধ ব্যক্তিকে বঞ্চিত করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান;


 (ঈ) সংক্ষুব্ধ ব্যক্তির মালিকানাধীন যে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি তাহার অনুমতি ব্যতিরেকে হস্তান্তর করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান; অথবা


 (এ) পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ-সুবিধাদিতে সংক্ষুব্ধ ব্যক্তির ব্যবহার বা ভোগদখলের অধিকার রহিয়াছে উহা হইতে তাহাকে বঞ্চিত করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান।


জাতিসংঘ কর্তৃ ক ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, ১৯৭৯ ও শিশু অধিকার সনদ, ১৯৮৯ এর স্বাক্ষরকারী রাষ্ট্র হিসাবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত নারী ও শিশুর সমঅধিকার প্রতিষ্ঠার নিমিত্ত পারিবারিক সহিংসতা প্রতিরোধ,পারিবারিক সহিংসতা হইতে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ প্রণীত হয়েছে।



সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি(Penalty for breach of protection order)


প্রতিপক্ষ কতৃর্ক সুরক্ষা আদেশ বা উহার কোন শর্ত লঙ্ঘন করিলে উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬(ছয়) মাস কারাদন্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদন্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।[পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর  ধারা-৩০]



Post a Comment

0 Comments