সর্বশেষ

6/recent/ticker-posts

পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝেন? বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইন অনুযায়ী কি কি কার্য অপরাধ হিসেবে গণ্য-আলোচনা করুন।

 

পরিবেশ এর সমার্থক শব্দ কি?; পরিবেশ এর আক্ষরিক অর্থ কী?; পরিবেশ কাকে বলে ও কি কি?; পরিবেশবাদী মানে কি?; পরিবেশ সংরক্ষণ অর্থ কি?; পরিবেশ সংরক্ষণ কিভাবে করা যায়?; পরিবেশ সংরক্ষণের সংজ্ঞা দাও?; পরিবেশ সংরক্ষণের গুরুত্ব রচনা?; পরিবেশ সংরক্ষণ আইন ২০২৩; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ pdf; পরিবেশ সংরক্ষণ আইন ২০১০; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭; পরিবেশ আইন ও বিধিমালা; পরিবেশ সংরক্ষণ নীতিমালা; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন; What are the main features of Bangladesh Environment Conservation Act 1995?; What is the law on environmental protection in Bangladesh?; What is Section 97 of the environment Act 1995?; What is Section 74 of the Environmental Protection Act 1990?; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ pdf; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন; পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা; পরিবেশ আইন ও বিধিমালা; Environmental law; পরিবেশ সংরক্ষণ আইন ২০১০; ENVIRONMENTAL LAWS AND ENVIRONMENTAL ETHICS; What is the law on environmental protection in Bangladesh?; What are the main features of Bangladesh Environment Conservation Act 1995?; What is the environment Court Act in Bangladesh?; When was the environment pollution Act declared?;

পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝেন? বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইন অনুযায়ী কি কি কার্য অপরাধ হিসেবে গণ্য-আলোচনা করুন।


পরিবেশ(Environment)

পরিবেশ(Environment) শব্দটির উৎপত্তি জার্মান শব্দ environ থেকে, যার অর্থ en অর্থে in অর্থাৎ মধ্যে এবং viron অর্থে circuit অর্থাৎ পরিবেষ্টন। অর্থাৎ পরিবেশ বলতে পরিবেষ্টনকারী পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। আর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫আইনের ধারা ২ (ঘ) এর বিধান অনুযায়ী “পরিবেশ” বলতে পানি, বায়ু, মাটি, ও ভৌত সম্পদ ও ইহাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কসহ ইহাদের সহিত মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের বিদ্যমান পারস্পরিক সম্পর্ক কে বুঝায়।

 

  

পরিবেশ সংরক্ষণ(Environment Conservation)

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫আইনের ধারা ২(চ)  এর বিধান অনুযায়ী  পরিবেশ সংরক্ষণ(Environment Conservation) বলতে পরিবেশের বিভিন্ন উপাদানের গুণগত ও পরিমাণগত মান উন্নয়ন এবং গুণগত ও পরিমাণগত মানের অবনতি রোধ করাকে বুঝায়।


বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনে অপরাধসমূহ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনের ধারা-১৫ (১) অনুযায়ী  নিচে উল্লিখিত বিধানাবলী লংঘন বা তাতে উল্লিখিত নির্দেশ অমান্যকরণ বা অন্যান্য কার্যাবলীর জন্য এর বিপরীতে উল্লিখিত দণ্ড আরোপণীয় হবে–

 


অপরাধের বর্ণনা

আরোপণীয় দণ্ড

১.

ধারা ৪ এর উপ-ধারা (২) বা (৩) এর অধীন প্রদত্ত নির্দেশ অমান্যকরণ

প্রথম অপরাধের ক্ষেত্রে অন্যূন ১ (এক) বৎসর, অনধিক ২ (দুই)বৎসর কারাদণ্ড বা অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ।

২.

ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীনে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষিত এলাকায় নিষিদ্ধ কর্ম বা প্রক্রিয়া চালু রাখা বা শুরুর মাধ্যমে উপ-ধারা (৪) লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ।

৩.

ধারা ৬ এর উপ-ধারা (১) এর লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ড; দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে অনধিক ১০ (দশ) হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ।

৪.

ধারা ৬ক এর অধীনে প্রদত্ত নির্দেশ লংঘনক্রমে উহাতে বর্ণিত সামগ্রী-

 

 

(ক) উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ

(ক) প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ।

 

(খ) বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মওজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার

(খ) অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ।

৫.

ধারা ৬খ এর বিধান লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

৬.

ধারা ৬গ এর অধীন প্রণীত বিধির বা বিধিমালার বিধান লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

৭.

ধারা ৬ঘ এর বিধান লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

৮.

ধারা ৬ঙ এর বিধান লংঘন

প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

৯.

ধারা ৭ এর উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নির্দেশ অমান্যকরণ

প্রথম অপরাধের ক্ষেত্রে অন্যূন ১ (এক) বৎসর, অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

১০.

ধারা ৯ এর উপ-ধারা (১) বা (২) এর লংঘন বা উপ-ধারা (৩) অনুসারে মহা-পরিচালক নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা

প্রথম অপরাধের ক্ষেত্রে অন্যূন ১ (এক) বৎসর, অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ২ (দুই) লক্ষ টাকা, অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

১১.

ধারা ১০ এর উপ-ধারা (২) অনুসারে মহা-পরিচালককে বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে, সাহায্য সহযোগিতা না করা

অন্যূন ১ (এক) বৎসর, অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ড বা অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড;

১২.

ধারা ১২ এর বিধান লংঘন

অন্যূন ২ (দুই) বৎসর, অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অন্যূন ১ (এক) লক্ষ টাকা, অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

১৩.

এই আইনের অন্য কোন বিধান বা বিধিমালার অধীন প্রদত্ত কোন নির্দেশ লংঘন বা এই আইনের অধীন দায়িত্ব পালনে মহা-পরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বাধা প্রদান বা ইচ্ছাকৃতভাবে বিলম্ব সৃষ্টি করা

অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

 

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনের ধারা-১৫ (২) অনুযায়ী এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, বিধি দ্বারা কতিপয় অপরাধ চিহ্নিত এবং উক্ত অপরাধ সংঘটনের জন্য দণ্ড নির্ধারণ করা যাবে, তবে এইরূপ দণ্ড ২(দুই) বৎসর কারাদণ্ড বা ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের অতিরিক্ত হবে না।


Post a Comment

0 Comments