শিক্ষানবিস সহকারী জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮ অনুযায়ী বিভাগীয় পরীক্ষার নম্বর বন্টন ও সিলেবাস
বিভাগীয় পরীক্ষার নম্বর বন্টন
(ক) প্রথম পত্র: সংবিধান, অধঃস্তন আদালতের গঠন, এখতিয়ার ও কার্যপদ্ধতি —১০০ নম্বর
(খ) দ্বিতীয় পত্র: পারিবারিক আইন—১০০ নম্বর
(গ) তৃতীয় পত্র: গুরুত্বপূর্ণ দেওয়ানী ও ফৌজদারী আইন —১০০ নম্বর
(ঘ) চতুর্থ পত্র: দাপ্তরিক কার্য পদ্ধতি এবং চাকুরী সংক্রান্ত আইন —১০০ নম্বর
(২) কোন পত্রে একাধিক বিভাগ থাকলে প্রার্থীকে সকল বিভাগের উপর পরীক্ষা দিতে হবে।
(৩) ১০০ নম্বরযুক্ত প্রতিটি পত্রে পরীক্ষা দেওয়ার জন্য তিন ঘন্টা সময় দেওয়া হবে।
(৪) তৃতীয় ও চতুর্থ পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী কেবলমাত্র মূল আইন (Bare Acts) এবং সরকার কর্তৃক অনুমোদিত পুস্তকসমূহ ব্যবহার করতে পারবেন।
শিক্ষানবিস সহকারী জজগণের বিভাগীয় পরীক্ষার সিলেবাস
১ম পত্র
সংবিধান, অধস্তন আদালতের গঠন, এখতিয়ার ও কার্যপদ্ধতি (পুস্তক ব্যতীত)
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
পাস নম্বর-৬০
১.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান;
২. Judicial Officers Protection Act, 1850 (Act XVII of 1850);
৩. Civil Courts Act, 1887 (Act XII of 1887);
8. Small Cause Courts Act, 1887 (Act IX of 1887);
৫. Code of Criminal Procedure, 1898 (Act V of 1898);
৬. Code of Civil Procedure, 1908 (Act V of 1908);
৭. Contempt of Courts Act, 1926 (Act XII of 1926);
৮. Administrative Tribunals Act, 1980 (Act VII of 1981);
৯. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সনের ১১ নং আইন)।
২য় পত্র
পারিবারিক আইন (পুস্তক ব্যতীত)
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০ পা
স নম্বর-৬০
১. মুসলিম আইন
Inheritance, Wills, Gifts, Wakfs, Pre-emption, Marriage, Dower, Divorce, Parentage, Legitimacy, Acknowledgement, Guardianship of Person and Property and Maintenance.
২. হিন্দু আইন
Inheritance, Marriage, Adoption, Maintenance, Gift, Wills, Stridhan, Religious and Charitable Endowments, Minority and Guardianship.
৩. Hindu Inheritance (Removal of Disabilities) Act, 1928 (Act XII of 1928);
8. বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ (২০১৭ সনের ৬ নং আইন);
৫. Muslim Personal Laws (Shariat) Application Act, 1937 (Act XXVI of 1937);
৬. Dissolution of Muslim Marriages Act, 1939 (Act VIII of 1939);
৭. Muslim Family Laws Ordinance, 1961 (Ord. VIII of 1961);
৮. যৌতুক নিরোধ আইন, ২০১৮ (২০১৮ সনের ৩৯ নং আইন);
৯. পারিবারিক আদালত আইন, ২০২৩ (২০২৩ সনের ২৬ নং আইন)[এস, আর, ও নং ২৫৫-আইন/২০২৪, তারিখঃ ৩০ জুন, ২০২৪ দ্বারা প্রতিস্থাপিত]
৩য় পত্র
গুরুত্বপূর্ণ দেওয়ানী ও ফৌজদারী আইন (পুস্তকসহ)
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
পাস নম্বর-৬০
১. Penal Code, 1860 (Act XLV of 1860);
২. Court Fees Act, 1870 (Act VII of 1870);
৩. Evidence Act, 1872 (Act I of 1872);
8. Specific Relief Act, 1877 (Act I of 1877); .
৫ Negotiable Instruments Act, 1881 (Act XXVI of 1881);
৬. Transfer of Property Act, 1882 (Act IV of 1882);
৭. Suits Valuation Act, 1887 (Act VII of 1887);
৮. Registration Act, 1908 (Act XVI of 1908);
৯. Limitation Act, 1908 (Act IX of 1908);
১০. Public Demands Recovery Act, 1913 (Act III of 1913);
১১. Non-Agricultural Tenancy Act, 1949 (Act XIII of 1949);
১২. State Acquisition and Tenancy Act, 1950 (Act XXVIII of 1951);
১৩. শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন);
১৪. স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন);
১৫. বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৩ নং আইন);
১৬. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮ নং আইন);
১৭. এসিড অপরাধ দমন আইন, ২০০২ (২০০২ সনের ১ নং আইন);
১৮. এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ (২০০২ সনের ২ নং আইন);
১৯. অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন);
২০. গ্রাম আদালত আইন, ২০০৬ (২০০৬ সনের ১৯ নং আইন);
২১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন);
২২. সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৯ নং আইন)";
২৩. সড়ক পরিবহণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৭ নং আইন);
২৪. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন)।
৪র্থ পত্র
দাপ্তরিক কার্যপদ্ধতি এবং চাকুরি সংক্রান্ত আইন (পুস্তকসহ)
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
পাস নম্বর-৬০
১. Civil Rules and Orders (Volume-I);
২. Criminal Rules and Orders (Practice and Procedure of Subordinate Courts), 2009 (Volume- I); ৩. বিলুপ্ত';
8. Public Servants (Retirement) Rules, 1975;
৫. Government Servants (Conduct) Rules, 1979;
৬. Bangladesh Services (Recreation Allowance) Rules, 1979 এবং চিত্ত বিনোদন ছুটি সংক্রান্ত নির্দেশাবলি;
৭. বিলুপ্ত;
৮ . সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮;
৯. সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ (২০১৫ সনের ৬ নং আইন) ও সংশ্লিষ্ট বিধিমালা;
১০. Warrant of Precedence, 1986;
১১. Rules of Business, 1996;
১২. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ)বিধিমালা, ২০১৭
১৩. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরী, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা-বিধান এবং চাকরির অন্যান্য শর্তাবলী) বিধিমালা, ২০০৭;
১৪. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) ;
১৫. শিক্ষানবিস সহকারী জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮;
১৬. এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল ভলিয়ম-১ এর বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—
(ক) বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পূরণের অনুশাসন;
(খ) চাকরির রেকর্ডপত্র (ডোসিয়ার) রক্ষণাবেক্ষণ অনুশাসন।
১৭. এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল-১ এর বদলি এবং প্রেষণে নিয়োগ সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—
(ক) বদলিযোগ্য পদে কর্মরত সরকারি কর্মচারীদের বদলির নির্দেশাবলি
খ) সরকারি কর্মচারীদের প্রেষণে নিয়োগের বিধান ও সুবিধাদির নির্দেশাবলি।
১৮. এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল-১ এর বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত নিম্নোক্ত বিষয়সমূহ—
(ক) বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুরির নির্দেশাবলি;
(খ) মাতৃত্বজনিত ছুটি প্রাপ্যতার নির্দেশাবলি;
(গ) সংগনিরোধ ছুটি প্রাপ্যতার নির্দেশাবলি;
(ঘ) নৈমিত্তিক ছুটি মঞ্জুরির নির্দেশাবলি।
১৯. সাময়িক বরখাস্ত, ছুটি এবং অবসর ছুটিকালীন সময়ে প্রাপ্য সুবিধা সংক্রান্ত সরকারি নির্দেশাবলি;
২০. আর্থিক ক্ষমতা অর্পণ (Delegation of Financial Powers) ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ(Sub-Delegation of Financial Powers) সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্মারক;
২১. Bangladesh Service Rules Part-I;
২২. The Provident Funds Act, 1925 (Act No. XIX of 1925);
২৩. দাপ্তরিক/আবাসিক টেলিফোন/ইন্টারনেট/সেলুলার ফোন সংশ্লিষ্ট নীতিমালাসমূহ;
২৪ সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) ।
[বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ এর বিধি ৬ এর উপ-বিধি (৪) এর সহিত পঠিতব্য 'শিক্ষনবিস সহকারী জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮' এর অনুচ্ছেদ ১৮ এর প্রদত্ত ক্ষমতাবলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রনীত]
0 Comments