সর্বশেষ

6/recent/ticker-posts

বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (The Special Powers Act, 1974)

 

special power act, 1974 bangla pdf; বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ pdf; বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ২৫ এ; বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ ডি; বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩); বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ bdlaws; বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫ ধারা; বিশেষ ক্ষমতা আইনে জামিন; bd police departmental exam;bangladesh police divisional promotion;police departmental exam;পুলিশ বিভাগীয় পরীক্ষা;special powers act;formalin control act;ফরমালিন;শাস্তি;ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫;বিশেষ ক্ষমতা আইন ১;police promotion exam;police promotion exam questions;formalin control act 2015;পুলিশ পদোন্নতি;পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রশ্ন;বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪;minor acts lectures;কনস্টেবল থেকে পদোন্নতি;


বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪

(The Special Powers Act, 1974)


কতিপয় ক্ষতিকর কার্য রোধের উদ্দেশ্য বিশেষ কর্মপন্থার ব্যবস্থা করিবার জন্য কতিপয় গুরুতর অপরাধ এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে দ্রুত বিচার এবং ফলপ্রসূ শাস্তি বিধানের জন্য প্রণীত আইন।


যেহেতু কতিপয় ক্ষতিকর কার্য রোধের উদ্দেশ্য বিশেষ কর্মপন্থা গ্রহণ এবং কতিপয় গুরুতর অপরাধ এবং তৎসংশ্লিষ্ট বিষয়ের দ্রুত বিচার এবং ফলপ্রসূ শাস্তিও ব্যবস্থা করা যুক্তিযুক্ত।


সেইহেতু এতদ্বারা নিম্নরূপ আইন বিধিবদ্ধ করা হইল।


ধারা-১: সংক্ষিপ্ত শিরোনাম(Short title)


 এই আইন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন নামে অভিহিত হইবে।


ধারা-২: সংজ্ঞাসমূহ(Definitions)

বিষয়বস্তুতে বা প্রসঙ্গে বিপরীত কিছু না থাকিলে এই আইনে—-


(ক) বিধি অর্থ ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি।


(খ) কালোবাজারে কেনা-বেচা অর্থ কোন আইন দ্বারা বা আইন অনুসারে যাহার মূল্য নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে তেমন কোন পণ্য নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বা সংশ্লিষ্ট আইন বিরোধী ভাবে ব্যবসায়িক কেনা-বেচা করা; যেমন—


(১) আইন অনুসারে রেশনভুক্ত কোন দ্রব্য নগদ মূল্যে বিক্রয়, পণ্য মূল্যে বিক্রয়, বিনিময়, সরবরাহ বা বিলিবন্টন করা।


(২) উক্তরূপ কোন আইন অনুসারে প্রদত্ত কোন লাইসেন্স, পারমিট বা রেশন সংক্রান্ত দলিল ব্যবহার বা তাহা দিয়াই কারবার করা;


(গ) আটক আদেশ অর্থ তিন ধারা অনুসারে দেওয়া আটকের আদেশ;


(ঘ) দলিল বলিতৈ যেকোন চিত্র, অঙ্কন, আলোকচিত্র বা অন্য দৃশ্য প্রদর্শন এবং গ্রামোফোন রেকর্ড, শব্দ উৎপাদন যন্ত্র এবং অন্য কোন জিনিষ যাহাতে পরবর্তীকালে পুনরায় শ্রুতিগোচর করিবার জন্য শব্দ রেকর্ড করা হয়;


(ঙ) মওজুদ করা অর্থ কোন আইন দ্বারা বা আইন অনুসারে কোন ব্যক্তিকে কোন সময়ে যে জিনিষ সর্বোচ্চ যত পরিমাণ গুদামে রাখিবার বা মওজুদ রাখিবার অনুমতি দান করা হইয়াছে, তাহার অতিরিক্ত পরিমাণ সেই দ্রব্য মওজুদ বা গুদামজাত রাখা;


(চ) ক্ষতিকর কার্য অর্থ এমন কোন কাজ যাহা-


(১) বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্থ করিতে পারে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(২) বিদেশী রাষ্ট্রের সহিত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করিবে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(৩) বাংলাদেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করিবে বা জননিরাপত্তা বিপন্ন বা জনশৃঙ্খলার রক্ষণাবেক্ষণ কাজ বিপন্ন বা ক্ষতিগ্রস্ত করিবে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(৪) বিভিন্ন সম্প্রদায় বা জনগণের বিভিন্ন শ্রেণী বা অংশের মধ্যে ঘৃণ্য বা শত্রুতার মনোভাব সৃষ্টি করে বা উহার উসকানি দেয় বা দেওয়ার উদ্দেশ্য প্রণোদিত;


(৫) আইন প্রশাসন বা আইন শৃঙ্খলার রক্ষণাবেক্ষণ কাজে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপে উত্তেজিত বা উৎসাহিত করে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(৬) জনসাধারণের সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদি সরবরাহের ক্ষতি করা;


(৭) জনগণের মধ্যে বা জনগণের কোন অংশের মধ্যে ভীতি বা সন্ত্রাসের সৃষ্টি করে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(৮) রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে বা করিবার উদ্দেশ্যে প্রণোদিত;


(ছ) ক্ষতিকর রিপোর্ট অর্থ এমন কোন রিপোর্ট, বিবৃতি বা বিবরণ, তাহা সত্য হউক বা মিথ্যা হউক, যাহা বা যাহা প্রকাশ একটি ক্ষতিকর কাজ বা ক্ষতিকর কাজ সংঘটনের উসকানি দান;


(জ) নির্দিষ্ট অর্থ এই আইন অনুসারে প্রণীত নিয়মাবলী দ্বারা নির্দিষ্ট।


ধারা-৩:  কতিপয় ব্যক্তিকে আটক বা বহিস্কারের আদেশ দানের ক্ষমতা(Power to make orders detaining or removing certain persons)


(১) সরকার যদি কোন ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন যে, কোন ক্ষতিকর কাজ হতে তাকে নিবৃত্ত করার জন্য তেমন আদেশ প্রদান আবশ্যক তাহলে সরকার একটি আদেশের বলে-


(ক) সে ব্যক্তি কে আটক করা নির্দেশ প্রদান করতে পারেন;


(খ) আদেশে উল্লেখিত নির্দিষ্ট সময়ের পূর্বে এবং পরে বাংলাদেশ হতে সে ব্যক্তিকে স্বয়ং অপসারিত হওয়ার নির্দেশ প্রদান করতে পারেন; তবে শর্ত এই যে, বাংলাদেশের কোন নাগরিকের ক্ষেত্রে কোন বহিষ্কারের আদেশ দান করা যাইবে না।


(২) যে কোন জিলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জিলা ম্যাজিষ্ট্রেট যদি কোন ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন যে, তাকে অত্র আইনের ২(চ) ধারায় (৩), (৪), (৫), (৬), (৭) এবং (৮) দফার অর্থানুসারে কোন ক্ষতিকর কাজ করা হইতে নিবৃত্ত রাখার জন্য আটক রাখা প্রয়োজন তবে তিনি তেমন ব্যক্তিকে আটক রাখার নির্দেশ দিতে পারেন।


(৩) যখন (২) উপধারা অনুসারে কোন আদেশ প্রদান করা হয়, তখন আদেশ প্রদানকারী জিলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জিলা ম্যাজিষ্ট্রেট অবিলম্বে বিষয়টি সরকারের নিকট অবহিত করিবেন এবং সেই সাথে যেইসব কারনে আদেশ প্রদান করা হইয়াছে তা উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট তথ্য সহকারে সরকারের নিকট পেশ করিবেন এবং তেমন কোন আদেশই আদেশ প্রদানের তারিখ হইতে ৩০ দিনের বেশি বলবৎ থাকিবে না, যদি না ইতিমধ্যেই সরকার কর্তৃক অনুমোদিত হয়।


(৪) যদি কোন ব্যক্তি উপধারা (১) (খ) অনুসারে প্রদত্ত আদেশ মোতাবেক নিজেকে বাংলাদেশ হতে অপসারিত করিতে ব্যর্থ হয়, তবে (৫) উপধারার বিধান সমূহ লংঘন না করেই যে কোন পুলিশ অফিসার বা এ ব্যাপারে সরকারের নিকট হইতে প্রাধিকার প্রাপ্ত অপর যে কোন ব্যক্তি কর্তৃক সে তেমন ভাবে অপসারিত হইতে পারিবেন।


(৫) যদি কোন ব্যক্তি উপধারা (১) (খ) অনুসারে প্রদত্ত আদেশ লংঘন করে, তবে ৩ (তিন) বৎসর পর্যন্ত কারাদন্ড বা জরিমানা দন্ড বা উভয় প্রকার দন্ডেই দন্ডিত হইতে পারে।


ধারা- ৪:  আটক আদেশ কার্যকরীকরণ(Execution of detention orders)


ফৌজদারী কার্যবিধিতে গ্রেফতারী পরোয়ানা কার্যকরী করিবার জন্য নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের যেকোন স্থানে আটক আদেশ কার্যকরী করা যাইতে পারে।


ধারা-৫:  আটকের স্থান ও শর্তাবলী নিয়ন্ত্রণের ক্ষমতা(Power to regulate place and conditions of detention)


যাহাকে আটকের আদেশ প্রদান করা হইয়াছে এইরূপ প্রত্যেক ব্যক্তি-


(ক) সরকার কর্তৃক প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশানুসারে নির্ধারিত স্থানে নির্ধারিত শর্তাধীনে আটক থাকিতে বাধ্য থাকিবে; নির্ধারিত শর্তাবলীর মধ্যে শৃঙ্খলা সম্পর্কিত এবং শৃঙ্খলা ভঙ্গের শাস্তি সম্পর্কিত শর্তও অন্তর্ভুক্ত থাকিবে; এবং


(খ) সরকারের আদেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে অপসারিত হইতে বাধ্য থাকিবে।



ধারা-৬: কতিপয় হেতুবাদে আটকাদেশ অসিদ্ধ বা অকার্যকর হইবে না(Detention orders not to be invalid or inoperative on certain grounds)


কোন আটকের আদেশ শুধু এইহেতু অসিদ্ধ বা অকার্যকর হইবে না যে, যে ব্যক্তিকে আটক করা হইবে, সেই ব্যক্তি আদেশ দানকারী সরকার বা জেলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের এখতিয়ারাধীন এলাকার বাহিরে অবস্থান করিতেছে বা তেমন ব্যক্তিকে আটক রাখিবার স্থান উল্লিখিত এখতিয়ারাধীন এলাকার বাহিরে অবস্থিত।


ধারা-৭: আত্মগোপনকারী ব্যক্তিদের ব্যাপারে ক্ষমতা(Powers in relation to absconding persons) 


যদি সরকার বা কোন জেল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের, ৩(২) ধারায় যাহাদের উল্লেখ রহিয়াছে, এই কথা বিশ্বাস করিবার কারণ থাকে যে, যে ব্যক্তিও ব্যাপারে আটক আদেশ দান করা হইয়াছে, সেই ব্যক্তি আত্মগোপন করিয়াছে বা নিজেকে লুকাইয়া রাখিয়াছে, যাহাতে আটক আদেশ কার্যকরী করা না যায় তাহা হইলে তিনি


(এ) উল্লেখিত ব্যক্তি যে এলাকায় সাধারণভাবে বসবাস করে সেই এলাকার উপর এখতিয়ারসম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট এই বিষয়ে লিখিত রিপোর্ট পেশ করিবেন, তারপর উল্লিখিত ব্যক্তি এবং তাহার সম্পত্তির উপর ফৌজদারি কার্যবিধির কার্যবিধির ৮৭, ৮৮ এবং ৮৯ ধারা বিধানাবলি এমনভাবে প্রয়োগযোগ্য হইবে, যেন তাহাকে আটক করিবার আদেশ ম্যাজিস্ট্রেট কর্তৃক দেওয়া পরওয়ানা সামিল;


(বি) সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশ দ্বারা উল্লিখিত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট অফিসারের নিকট হাজির হইবার নির্দেশ দিবেন যাহার উল্লেখ আদেশে থাকিবে। এবং যদি উল্লিখিত ব্যক্তি তেমন নির্দেশ পালনে ব্যর্থ হয়, তাহার এব বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ড হইতে পারে, যদি সে প্রমাণ করিতে সক্ষম হয় যে, এই আদেশ পালন তাহার পক্ষে সম্ভব ছিল না এবং এই আদেশ উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে তেমন কর্মকর্তার নিকট কোন তাহার পক্ষে আদেশ পালন অসম্ভব তাহা এবং তাহার ঠিকানা সম্পর্কে অবহিত করিয়ছে।



ধারা-৮:  আদেশের হেতুবাদ জ্ঞাত করা(Communication of grounds of order)


(১) ৩ ধারা অনুসারে যেক্ষেত্রে আদেশ দান করা হইয়াছে, তেমন প্রতিটি ক্ষেত্রে আদেশদানকারী কর্তৃপক্ষ উপধারা (২)এর বিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব আদেশের সংশ্লিষ্ট ব্যক্তিকে যে হেতুতে তাহার বিরুদ্ধে সেই ব্যক্তি লিখিতভাবে আপত্তি উত্থাপন করিতে সক্ষম হয় এবং তেমন কর্তৃপক্ষের কর্তব্য হইবে তেমন ব্যক্তিকে তেমন আপত্তি উত্থাপন করিবার ব্যাপারে তাহার অধিকার সম্পর্কে অবহিত করা এবং তাহা করিবার ব্যাপারে যত শীঘ্র সম্ভব তাহাকে সুযোগ দান করা:


তবে শর্ত এই যে, এই ধারায় এমন কিছু নাই, যাহা কর্তৃপক্ষকে এমন তথ্য প্রকাশে বাধ্য করিতে পারে, যাহা প্রকাশ করা কর্তৃপক্ষ জনস্বার্থ বিরোধী বলিয়া গণ্য করেন।


(২) আটক আদেশের ক্ষেত্রে আদেশদানকারী কর্তৃপক্ষ সেই আদেশ অনুসারে আটককৃত ব্যক্তিকে তাহার আটকের হেতুসমূহ যখন তাহাকে আটক কর, হইবে অথবা তারপর যত তাড়াতাড়ি সম্ভব তাহাকে অবহিত করিবেন, কিন্তু তাহা আটকের তারিখ হইতে ১৫ দিনের বেশি বিলম্বে হইবে না।



ধারা-৯: উপদেষ্টা বোর্ড গঠন(Constitution of Advisory Board)


(১) সরকার যখনই আবশ্যক বোধ করেন, এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করিবেন।


(২) তিন ব্যক্তির সমন্বয়ে এই উপদেষ্টা বোর্ড গঠিত হইবে, তন্মধ্যে দুইজন এমন ব্যক্তি হইবেন, যাহারা সুপ্রীম কোর্টের বিচারপতি ছিলেন বা আছেন বা তেমন বিচারপতি নিযুক্ত হইবার উপযুক্ত এবং অপর ব্যক্তি হইবেন বাংলাদেশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। এই বাক্তিগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।


(৩) সরকার উপদেষ্টা বোর্ডের একজন সদস্য, যিনি সুপ্রীম কোর্টের বিচারপতি ছিলেন বা আছেন বা বেতন বিচারপতি হিসাবে নিযুক্ত হইবার উপযুক্ত, বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করিবেন।



ধারা-১০: উপদেষ্টা বোর্ডে প্রেরণ(Reference to Advisory Board)


এই আইন অনুসারে আটকের আদেশ দান করা হইয়াছে, এমন প্রত্যেক ক্ষেত্রে আদেশ অনুসারে— 


আটকের তারিখ হইতে ১২০ দিনের মধ্যে সরকার ৯ ধারা অনুসারে গঠিত উপদেষ্টা বোর্ডের নিকট যে হেতুতে আদেশ দান করা হইয়াছে তাহা পেশ করিবেন এবং আদেশের বলে আটক ব্যক্তির আপত্তিমূলক কোন বক্তব্য থাকিলে তাহাও পেশ করিবেন।


ধারা-১১: উপদেষ্টা বোর্ডের  কার্যপদ্ধতি(Procedure of Advisory Board)  


(১) উপদেষ্টা বোর্ডের নিকট যে উত্থাপিত সকল বিষয় বিবেচনা করিয়া এবং সরকারের নিকট হইতে বা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হইতে তেমন আরও তথা অবহিত হইবার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বক্তব্য পেশের সুযোগদানের পর আটকের তারিখ হইতে ১৭০ দিনের মধ্যে সরকারের নিকট রিপোর্ট পেশ করিবেন।


 (২) উপদেষ্টা বোর্ডের রিপোর্টের একটি পৃথক অংশে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখিবার পিছনে পর্যাপ্ত কারণ রহিয়াছে কি না সেই সম্পর্কে বোর্ড তাঁহার মতামত ব্যক্ত করিবেন।


(৩) উপদেষ্টা বোর্ডের সদস্যদের মধ্যে যখন কোন মতভেদ দেখা দিবে তখন সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতই বোর্ডের মত বলিয়া গণ্য করা হইবে।


(৪) এই ধারার কোন বিধান, যাহার আটকের আদেশ দান করা হইয়াছে তেমন ব্যক্তিকে উপদেষ্টা বোর্ডের সহিত সংশ্লিষ্ট কোন বিষয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য পেশ করিবার অধিকার দান করিবে না এবং উপদেষ্টা বোর্ডের কার্যপদ্ধতি এবং রিপোর্ট, শুধু রিপোর্টের সেই অংশ ব্যতীত যাহাতে বোর্ডের মতামত ব্যক্ত করা হইয়াছে, গোপনীয় বলিয়া গণ্য হইবে।


ধারা-১২: উপদেষ্টা বোর্ডের রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ(Action upon the report of Advisory Board)


(১) যে কোন ক্ষেত্রে উপদেষ্টা বোর্ড উহার রিপোর্ট মত প্রকাশ করেন, যেকোন ব্যক্তির আটকের পর্যাপ্ত কারণ রহিয়াছে, সেইক্ষেত্রে সরকার আটকাদেশ অনুমোদন করিতে পারেন এবং মেয়াদে সংশ্লিষ্ট ব্যক্তিতে আটক রাখিতে পারেন, 'যাহা সরকার উপযুক্ত মনে করিবেন।


তবে শর্তে এই যে, উপদেষ্টা বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে বাক্তিগতভাবে বক্তব্য পেশের সুযোগ দিয়া আটক আদেশের তারিখ হইতে প্রতি ৬ মাস একবার আটক আদেশের পর্যালোচনা করিবেন, যদি না আদেশটি পূর্বেই রহিত হইয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যালোচনার ফলাফল


জ্ঞাত করিবেন। (২) যেকোন ক্ষেত্রে, যেখানে উপদেষ্টা বোর্ড উহার রিপোর্ট মত প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখিবার পর্যাপ্ত কারণ নেই, সেই ক্ষেত্রে সরকার আটকাদেশ রহিত করিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দান করিবেন।


ধারা-১৩: আটক আদেশ প্রত্যাহার(Revocation of detention orders)


 সরকার যেকোন সময় একটি আদেশ প্রত্যাহার বা সংশোধন করিতে পারিবেন।


ধারা-১৪:আটক ব্যক্তিদের সাময়িক মুক্তি(Temporary release of persons detained)


(১) সরকার যেকোন সময় আটক আদেশ অনুসারে আটককৃত কোন ব্যক্তিকে যেকোন নির্দিষ্ট মেয়াদে শর্ত ব্যতীত বা নির্দিষ্ট শর্তাধীনে মুক্তিদানের নির্দেশ দিতে এবং যেকোন সময় তেমন মুক্তির নির্দেশ দিতে এবং যেকোন সময় তেমন মুক্তিও নির্দেশ বাতিল করিতে পারিবেন। 


(২) উপধারা (১) অনুসারে কোন ব্যক্তিকে মুক্তিদানের নির্দেশ দেওয়ার সময় সরকার নির্দেশ বর্ণিত শর্তাবলি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিও নিকট হইতে জামিনদারসমূহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা দাবি করিতে পারিবেন। 


(৩) উপধারা (১) অনুসারে মুক্তিদান করা হইয়াছে এমন যেকোন ব্যক্তি অবশ্যই তাহাব মুক্তির নির্দেশজ্ঞাপক আদেশ বা তাহার মুক্তির আদেশ বাতিলকারী আদেশে নির্দিষ্ট স্থানে এবং সময়ে যথাযথ কর্তৃকপক্ষের নিকট অবশ্যই আত্মসমর্পণ করিবেন। 


(৪) যদি কোন ব্যক্তি পর্যন্ত কারণ ব্যতীত উপধারা (৩)- এ বর্ণিত পন্থায় আত্মসমর্পণ করিতে ব্যর্থ হয় তবে তাহার দুই বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডই হইতে পারে।


(৫) উপধারা (১) অনুসারে মুক্তিপ্রাপ্ত কোন ব্যক্তি যদি উল্লেখিত উপধারা অনুসারে তাহার উপর আরোপিত কোন শর্ত বা তৎকর্তৃক প্রদত্ত মুচলেকার কোন শর্ত পালন করিতে ব্যর্থ হয় তবে মুচলেকা বাজেয়াপ্ত বলিয়া ঘোষণা করা হইবে এবং তদ্বারা আবদ্ধ যেকোন ব্যক্তি তাহার জরিমানা পরিশোধ করিতে বাধ্য হইবে।


ধারা-১৫: অন্তঘাতী কার্য (Sabotage)


(১) নিম্নলিখিত সম্পদের কার্যক্ষমতা ব্যাহত করিবার, কার্যকারিতা ব্যাহত করিবার বা সম্পদগুলির ক্ষতি করিবার উদ্দেশ্য কোন ব্যক্তি কোন কাজ করিতে পারিবেন না—


(এ) কোন ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা বা অন্য কোন সম্পত্তি বা সরকারের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বা কোন জাতীয়করণকৃত বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হইতে পারে।


(বি) কোন রেলপথ, শূন্যে ঝুলান্ত রজ্জুপথ, রাস্তা, খাল, সেতু কালভার্ট, বাঁধ, বন্দর, ডকইয়ার্ড, বাতিঘর, বিমান বন্দর, টেলিগ্রাম লাইন বা পোস্ট বা টেলিভিশন বা বেতর প্রতিষ্ঠান;


(সি) কোন রেলওয়ে বা নৌযান বা বিমানপোতের কোন বোলিং ট্রিক'


(ডি) কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের বা ময়লা নিষ্কাশন কাজে বা খনি বা কারখানার সরবরাহ কটন, উৎপাদনের সহিত জড়িত কোন ভবন


(ই) এই আইন বা বর্তমানে বলবৎ অপর কোন আইন অনুসারে কোন নিষিদ্ধ বা সংরক্ষিত স্থান বা এলাকা। অথবা


(এফ) পাট, পাটজাত দ্রব্য, পাটের গুদাম, পাটকল অথবা পাটের গাইট বাঁধার কল।


(২) উপধারা (১)-এর বিধান কোন ব্যক্তি কর্তৃক এমন কাজ না করিবার ক্ষেত্রেও-প্রযোজ্য হইবে, যে সকল কাজ করা সরকারের বা কোন সরকারি কর্তৃপক্ষের বা কোন ব্যক্তিও প্রতি উপরোক্ত ব্যক্তির কর্তব্যের অন্তর্ভুক্ত।


(৩) কোন ব্যক্তি এই ধারার কোন বিধান লঙ্ঘন করিলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা চৌদ্দ বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে দণ্ডনীয় হইবে এবং তদুপরি তাহার জরিমানাও করা যাইবে। 


ধারা-১৬,১৭ ও ১৮: বাতিল(Omitted)


ধারা-১৯: ধ্বংসাত্মক সমিতিসমূহ নিয়ন্ত্রণ(Control of subversive associations)


(১) বর্তমানে বলবৎ অপর কোন আইনে থাকুক, যেক্ষেত্রে সরকার কোন প্রতিষ্ঠানের ব্যাপারে নিশ্চিত হন যে, সেই প্রতিষ্ঠান কর্তৃক এমন পন্থায় কাজ করিবার আশঙ্কা রহিয়াছে বা সেই প্রতিষ্ঠান এমনভাবে ব্যবহৃত হইবার আশঙ্কা রহিয়াছে যাহা জনশৃংখলার জন্য ক্ষতিকর হইবে, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বক্তব্য শোনার পর সরকারি গেজেট বিজ্ঞাপিত আদেশের মাধ্যমে নির্ধারিত মেয়াদের জন্য প্রতিষ্ঠানের তৎপরতা স্থগিত রাখিবার নির্দেশ দিতে পারিবেন। অবশ্য সেই মেয়াদ হয় মাসের বেশি হইবে না।


(২) যেক্ষেত্রে উপধারা (১) অনুসারে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি আদেশ বলবৎ হইয়াছে, সেইক্ষেত্রে সরকার কর্তৃক এই ব্যাপারে প্রাধিকার প্রাপ্ত যেকোন কর্মকর্তা তেমন প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত অঙ্গনে প্রবেশ এবং তল্লাশি চালাইতে এবং তেমন প্রতিষ্ঠানের মালিকানাধীন বা হেফাজতে রক্ষিত এমন যেকোন দলিল হস্তগত করিতে পারিবেন, যাহা জনশৃংখলার রক্ষার পক্ষে ক্ষতিকর কাজে ব্যবহার করা যাইতে পারে বলিয়া তিনি মনে করিবেন।


(৩) যেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের ব্যাপারে উপধারা (১) অনুসারে এশাট আদেশ দান কার হইয়াছে, সেইক্ষেত্রে সরকার গেজেট বিজ্ঞপিত আদেশের মাধ্যমে নির্দেশ দান করিতে পারিবেন যে, উপধারা (১) অনুসারে দেওয়া আদেশ যতদিন বলবৎ থাকিবে ততদিন পর্যন্ত তেমন প্রতিষ্ঠানের কোন তহবিল বা অন্যান্য সম্পত্তি ব্যবহার বা হস্তান্তর বা অন্যভাবে অপসারণ বা তাহার কোন লেনদেন করা যাইবে না।


(৪) যেক্ষেত্রে উপধারা (৩) অনুসারে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে কোন আদেশ দান করা হইয়াছে, সেইক্ষেত্রে প্রতিষ্ঠানের সকল কর্মচারী বা পাওনাদারদের বা অপর কোন ব্যক্তিও উক্ত প্রতিষ্ঠানের বা তাহার তহবিল বা তাহার সম্পত্তির উপর যেকোন দাবি স্থগিত থাকিবে এবং যতদিন পর্যন্ত তেমন আদেশ বলবৎ থাকিবে ততদিন পর্যন্ত তেমন দাবি সংক্রান্ত সকল কার্যক্রম বা মোকদ্দমা দায়ের বা তাহার শুনানি মূলতবি থাকিবে। 


(৫) যে প্রতিষ্ঠানের ব্যাপারে উপধারা (৩) অনুসারে একটি আদেশ দান করা হইয়াছে তেমন প্রতিষ্ঠানের পক্ষে বা বিরুদ্ধে কোন মামলা, আপিল বা আবেদনের ব্যাপারে তামাদির মেয়াদ গুনার সময় ১৯০৮ সালের তামাদি আইনে অন্যরূপ বিধান সত্ত্বেও যে পর্যন্ত আদেশ বলবৎথাকিবে সেই মেয়াদ বাদ যাইবে।


(৬) যতদিন পর্যন্ত কোন প্রতিষ্ঠানের ব্যাপারে উপধারা (১) অনুসারে দেওয়া কোন আদেশ বলবৎ থাকিবে ততদিন পর্যন্ত কোন ব্যক্তি—


(এ) প্রতিষ্ঠান পরিচালনায় সাহায্য করিবে না।


(বি) প্রতিষ্ঠানের কোন সভা অনুষ্ঠান বা অনুষ্ঠানে সাহায্য বা তেমন সভায় কোন ক্ষমতাবলেই যোগদান করিবে না:


(সি) তেমন কোন সভায় ব্যাপারে কোন নোটিস বা বিজ্ঞাপন প্রকাশ করিবে না।


(ডি) প্রতিষ্ঠানের সহিত সহায়তা করিবার জন্য কোন ব্যক্তিকে নিমন্ত্রণ জানাইবে না। বা


(ই) অন্য কোনভাবে প্রতিষ্ঠানের কাজ চালাইবার ব্যাপারে সহযোগিতা করিবে না।


(৭) এই ধারা অনুসারে দেওয়া আদেশের একটি কপি তেমন প্রতিষ্ঠানের সভাপতি, চেয়ারম্যান, সেক্রেটারী বা অপর কোন কর্মকর্তা বা প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোন নামে অভিহিত কোন ব্যক্তির নিকট অর্পণ করা হইবে বা ডাকযোগ প্রেরণ করা হইবে। 


(৮) যদি কোন ব্যক্তি এই ধারা অনুসারে দেওয়া আদেশ লঙ্ঘন করে, তবে তাহার তিন বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দন্ডই হইতে পারে। 


(৯) এই ধারায় 'সমিতি' শব্দটি দ্বারা একটি ট্রেড ইউনিয়ন বা রাজনৈতিক দলকেও বুঝাইবে।


ধারা-২০: কতিপয় সমিতি বা ট্রেড ইউনিয়ন গঠন নিষিদ্ধকরণ (Prohibition of formation of certain associations or unions)  


(১) কোন ব্যক্তিই রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্য হাসিলের জন্য ধর্মভিত্তিক বা ধর্মের নামে গঠিত কোন সাম্প্রদায়িক বা অন্য সমিতি বা ট্রেড ইউনিয়ন গঠন করিতে বা তাহার সদস্য হইতে বা অন্যভাবে তাহার তৎপরতার অংশগ্রহণ করিতে পারিবে না।


(২) যেক্ষেত্রে সরকার নিশ্চিত হন যে, উপধারা (১)-এর বিধান লঙ্ঘন করিয়া কোন সমিতি বা ট্রেড ইউনিয়ন গঠন কার হইয়াছে, সেইক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করিবার পর সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করিতে পারিবেন যে, তেমন সমিতি বা ট্রেড ইউনিয়ন উপধারা (১) এর বিধনাবলি লজান করিয়া গঠন করা হইয়াছে বা তাহা তেমন বিধান লঙ্ঘন করিয়া যাইতেছে এবং এই ঘোষণার পর তেমন সমিতি বা ট্রেড ইউনিয়ন ভাঙ্গিয়া গিয়াছে বলিয়া গণ্য করা হইবে এবং তাহার সকল সম্পত্তি এবং তহবিল সরকারের বাজেয়াপ্ত হইবে।



(৩) উপধারা (২) অনুসারে একটি সমিতি বা ট্রেড ইউনিয় ভাঙ্গিয়া দেওয়ার পর যদি কোন ব্যক্তি সেই সমিতি বা ট্রড ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হিসাবে নিজেকে পরিচিত করে বা তেমন সমিতি বা ট্রেড ইউনিয়নের পক্ষে কাজ করে বা অন্য কোনভাবে তাহার কাজে অংশগ্রহণ করে তবে তাহার তিন বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডই হইতে পারে।


ধারা-২১:সংরক্ষিত স্থানসমূহ(Protected places) 


(১) যদি সরকার কোন স্থান বা কোন এক শ্রেণীর স্থানসমূহের ক্ষেত্রে বিবেচনা করেন যে, জনস্বার্থেই সেখানে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করিবার জন্য বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে সরকার একটি আদেশ জারির মাধ্যমে সেই স্থানকে বা তেমন ধরনের সকল সংরক্ষিত স্থানকে সংরক্ষিত স্থান বলিয়া ঘোষণা করিতে পারেন। এবং তারপর যতদিন পর্যন্ত তেমন আদেশ বলবৎ থাকিবে ততদিন পর্যন্ত তেমন স্থান বা তেমন ধননের প্রতিটি স্থান এই আইনের উদ্দেশ্য সংরক্ষিত স্থান বলিয়া গণ্য হইবে।


(২) কোন ব্যক্তিই কোন সংরক্ষিত স্থানে সরকারের অনুমতি ব্যতীত প্রবেশ বা সেই স্থান অতিক্রম করিতে পারিবে না।


(৩) যেক্ষেত্রে উপধারা (২) অনুসারে কোন ব্যক্তিকে তেমন সংরক্ষিত স্থানে প্রবেশের বা তাহা অতিক্রম করিবার অনমিতি মঞ্জুর কর হয়, সেইক্ষেত্রে তেমন ব্যক্তি যখন তেমন অনুমতি অনুসাবে কাজ করিবেন, তখন সরকার কর্তৃক দেওয়া তাহার আচরণ নিয়ন্ত্রণের আদেশ অবশ্যই পালন করিবে।



ধারা-২২:সংরক্ষিত এলাকা(Protected areas) 


(১) যদি সরকার বিবেচনা করেন যে, জনস্বার্থেই কোন এলাকায় লোকের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন,তবে সরকার এই আইনের অপর কোন বিধান ব্যাহত না করিয়াই একটি আদেশ জারির মাধ্যমে তেমন এলাকাকে সংরক্ষিত এলাকা বলিয়া ঘোষণা করিতে পারিবেন; এবং তারপর যতদিন পর্যন্ত তেমন আদেশ বলবৎ থাকিবে, ততদিন পর্যন্ত এই আইনের উদ্দেশ্যে তাহা সংরক্ষিত এলাকার বলিয়া গণ্য হইবে। 


(২) উপধারা (১) অনুসারে আদেশ দান করিবার পর আদেশ নির্দিষ্ট দিন হইতে এবং তাহাতে উল্লিখিত ব্যতিক্রম ও রেহাই বাদে কোন বাক্তিই, যে উল্লিখিত আদেশ ব্যতীত সংরক্ষিত এলাকা বলিয়া ঘোষণা করিবার দিন হইতেই উক্ত এলাকার অধিবাসী নহে, সেই উল্লিখিত আদেশ নির্দিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক তাহাকে দেওয়া অনুমতি পত্রের শর্তাবলির অধীন ব্যতীত তেমন এলাকায় প্রবেশ করিতে পারিবে না।



ধারা-২৩: উপরোক্ত ২১ ও ২২ ধারা বিধানসমূহ বলবৎকরণ (Enforcement of the provisions of sections 21 and 22) 


(১) যেকোন পুলিশ কর্মকর্তা বা এই ব্যাপারে সরকাররের নিকট হইতে হাধিতাতপ্রাপ্ত অপর কোন ব্যক্তি একটি সংরক্ষিত স্থানে বা এলাকার প্রবেশকারী বা প্রবেশের অনুমতি প্রার্থী বা তাহার ভিতরে অবস্থানকারী বা সেই স্থান পরিত্যাগকারী যেকোন ব্যক্তিকে এবং তেমন ব্যক্তি কর্তৃক আনীত যানবাহন, নৌযান, পশু বা দ্রব্যাদি তল্লাশি করিতে পারেন এবং তল্লাশি কবিবার উদ্দেশ্য তেমন ব্যক্তি যানবাহন, নৌযান, পশু বা দ্রব্য আটক করিতে পারিবেন। 


তবে শর্ত এই যে, এই উপধারা অনুসারে কোন মহিলার তল্লাশি একজন মহিলা ব্যতীত অপর কাহারও দ্বারা করা হইবে না।


(২) যদি ২১ যা ২২ ধারার বিধান লঙ্ঘন করিয়া কোন ব্যক্তি কোন সংরক্ষিত স্থানে বা এলাকায় প্রবেশ করে তবে তাহার বিরুদ্ধে গ্রহণযোগ্য অন্য কার্যক্রম ব্যাহত করিয়াই তাহাকে কোন পুলিশ কর্মকর্তা বা এই ব্যাপারে সরকারের তরফ হইতে প্রাধিকারপ্রাপ্ত অপর যেকোন ব্যক্তিও নির্দেশক্রমে সেখানে হইতে বাহির করিয়া দেওয়া যাইতে পারিবে। 


(৩) যদি কোন ব্যক্তি ২১ বা ২২ ধারার কোন বিধান লঙ্ঘন করিয়া কোন সংরক্ষিত স্থান বা এলাকায় অবস্থান করে তবে তাহার তিন বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই দণ্ডই হইতে পারে।


ধারা-২৪: সান্ধ্য আইন(Curfew) 


(১) জেলা ম্যাজিস্ট্রেট, সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ দিতে পারেন যে, আদেশ নির্দিষ্ট ব্যতিক্রম বাদে, আদেশ নির্দিষ্ট এলাকা বা এলাকাসমূহে উপস্থিত কোন ব্যক্তিই আদেশে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তির মঞ্জুরীকৃত লিখিত অনুমতিপত্রের প্রাধিকার ব্যতীত ঘরের বাহিরে আসিতে পারিবে না।


(২) এই ধারা অনুসারে দেওয়া আদেশ যদি কোন ব্যক্তি লঙ্ঘন করে তবে তাহার এক বৎসর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডই হইতে পারে।


ধারা-২৫: কেহ মজুদদারী বা কালবাজারীর অপরাধে দোষী সাব্যস্ত (Penalty for hoarding or dealing in black-market)


কেহ মজুদদারী বা কালবাজারীর অপরাধে দোষী সাব্যস্ত হইলে। সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা চৌদ্দ বৎসর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে ও তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডনীয় হইবে:


তবে শর্ত এই যে, মজুদদারীর অপরাধ অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করে যে, আর্থিক বা অন্যধিক লাভ করিবার উদ্দেশ্য নহে, বরং সে অন্য কোন উদ্দেশ্যে মজুদ করিয়াছিল, তবে সে তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে ও তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডনীয় হইবে। (২) মজুদদারী বা কালবাজারী কারবারের অপরাধের দণ্ডদানের সময় আদালত যে পণ্যের ব্যাপারে অপরাধ সংঘটিত হইয়াছে তাহা সম্পূর্ণই সরকারের বাজেয়াপ্তির নির্দেশ দিবেন।


(৩) বাতিল(১৯৮৭)


ধারা-২৫(ক): কারেন্সী নোট ও সরকারী স্ট্যাম্প জাল করিবার শাস্তি (Penalty for counterfeiting currency-notes and Government stamps) 

যদি কেহ—-

 (এ) কারেন্সী নোট বা সরকারি স্ট্যাম্প জাল করে, অথবা জ্ঞাতসারে উক্তরূপ জাল করিবার প্রক্রিয়ার কোন অংশ সম্পন্ন করে। অথবা


(বি) কোন কারেন্সী নোট বা সরকারি স্ট্যাম্প জাল বলিয়া জানা সত্ত্বেও বা বিশ্বাস করিবার কারণ থাকা সত্ত্বেও উহা খাঁটি রলিয়া বিক্রয় বা ক্রয় করে বা কাহারও নিকট হইতে গ্রহণ করে যা উহা লইয়া অন্য কোনরূপ কারবার করে;


(সি) কারেন্সী নোট বা সরকারি স্ট্যাম্প জাল করিবার জন্য ব্যবহারযোগ্য কোন যন্ত্রপাতি বা ব্যবহৃত হইতে পারে বলিয়া জানা আছে বা বিশ্বাস করিবার কারণ আছে, এইরূপ কোন যন্ত্রপাতি প্রস্তুত করে বা নিজ দখলে রাখে, তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা চৌদ্দ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডনীয় হইবে।


ব্যাখ্যা: এই ধারায়


(এ) "জাল" কথাটির দ্বারা দণ্ডবিধিতে (১৮৬০ সালের ৪৫ নং আইন) ব্যক্ত অর্থ বুঝাইবে; এবং


(বি) "সরকারি স্ট্যাম্প" কথাটির দ্বারা রাজস্বের প্রয়োজনে সরকার কর্তৃক ব্যবহৃত যেকোন স্ট্যাম্প বুঝাইবে।


ধারা-২৫(খ): চোরাচালানের শাস্তি(Penalty for smuggling)


(১) যদি কেহ বর্তমানে বলবৎ কোন আইনের নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ ভঙ্গ করিয়া, অথব্য বর্তমানে বলবৎ কোন আইন অনুসারে আদায়যোগ্য কোন শুল্ক বা করে ফাঁকি দিয়ে—


(এ) পাট, সোনা-রূপা, সোনা-রূপার প্রস্তুত দ্রব্যাদি, মুদ্রা, খাদ্যদ্রব্য, ঔষধ, আমদানিকৃত দ্রব্য বা অন্য কোন দ্রব্য বাংলাদেশের বাহিরে লইয়া যায়, অথবা


(বি) কোন পণ্য বাংলাদেশে লইয়া আসে, তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১৪ বৎসর মেয়াদ পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবে। তবে উহা কোনক্রমেই দুই বৎসরের কম হইবে না।


(২) যে কোন দ্রব্য, যাহা বাংলাদেশের আনয়ন করা কোন আইনের দ্বারা নিষদ্ধ ঘোষিত অথবা প্রচলিত কোন আইনের অধীনে নিষিদ্ধ, উহা বিক্রয় অথবা বিক্রয়ের প্রস্তাব অথবা প্রদর্শনী করিলে অথবা বিক্রয়ের উদ্দেশ্য নিজ অধিকারে অথবা নিয়ন্ত্রণে রাখিলে, সাত বৎসর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হইবে। তবে উহার মেয়াদ কোনক্রমেই এক বৎসরের কম হইবে না এবং উহার সহিত জরিমানা দণ্ডে দণ্ডনীয় হইবে।


 ব্যাখ্যা এই উপধারার ক্ষেত্রে অনুরূপ কোন দ্রব্য যদি বাসগৃহ বা বাসস্থান বা বাসভবন ব্যতীত অন্য কোন কাজে ব্যবহৃত কোন বাড়ি ও উহার সংলগ্ন অঙ্গনে পাওয়া যায়, তাহা হইলে উহা উক্ত বাড়ির মালিক অথবা উহার দখলদার অথবা যেক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হইয়াছে সেক্ষেত্রে উক্ত বাড়ির ভাড়াটিয়া অথবা দখলদার বিক্রয়ের উদ্দেশ্যই অনুরূপ দ্রব্য তিনি তাঁহার বাড়িতে মজুদ রাখিয়াছে বলিয়া বিবেচিত হইবে।


এইক্ষেত্রে অনুরূপ কোন দ্রব্য তিনি তাঁহার বাড়িতে মজুদ রাখেন নাই অথবা অনুরূপ কোন দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয় নাই অথবা অনুজশ কোন দ্রব্য যখন বাংলাদেশের আনয়ন করা হয় তখন উহা নিবিদ্ধ যোগিত অথবা প্রচলিত কোন আইনের আওতায় নিবিদ্ধ যোগিত অথবা প্রচলিত কোন আইনের আওতায় নিষিদ্ধ ছিল না, ইহা প্রমাণের দায়িত্ব উক্ত বাড়ির মালিক অথবা অনুরূপ বাড়ির দখলদারের উপর বর্তাবে।


ধারা-২৫(গ): ভেজাল দেওয়া বা ভেজাল খাদ্য, পানীয়, ঔষধ ও প্রসাধনী বিক্রয় করিবার শাস্তি(Penalty for adulteration of, or sale of adulterated food, drink, drugs or cosmetics)

 যদি কেউ—


(এ) কোন খাদ্য বা পানীয় দ্রব্য ভেজাল দিয়া উহা ভক্ষণ বা পান করিবার অযোগ্য করে ও তাহা খাদ্য পানীয় হিসাবে বিক্রয় করিতে চায়, অথবা উহা খাদ্য বা পানীয় হিসাবে বিক্রয় হইবে বলিয়া জানা সত্ত্বেও অনুরূপ ভেজাল দেয়। অথবা


(বি) কোন দ্রব্য নষ্ট হইয়াছে বা নষ্ট করা হইয়াছে বা খাদ্য পানীয় হিসাবে অযোগ্য হইয়াছে বলিয়া জানা সত্ত্বেও বা অদ্রপ বিশ্বাস। করিবার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ কোন দ্রব্য বিক্রয় করে বা বিক্রয়ের জন্য উপস্থিত করে; অথবা


(সি) কোন ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য কোন ভেজাল দিয়া উহার ক্রিয়া হ্রাস করে, গুণ পরিবর্তন করে অথবা উহার এই উদ্দেশ্য নষ্ট করে যে, উহা খাঁটি হিসাবে বিক্রয় হইবে বলিয়া জানে অথবা তাহা বিশ্বাস করিবার কারণ আছে। অথবা


(ডি) কোন ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য দ্রব্যের ক্রিয়া লাঘব বা গুণ পরিবর্তনের জন্য বা উহা নষ্ট করিবার জন্য ভেজাল দেওয়া হইয়াছে বলিয়া জানা সত্ত্বেও বিশ্বাস করিবার কারণ থাকা সত্ত্বেও উহা বিক্রয় করে, বিক্রয়ের জন্য উপস্থিত করে, বা উহ্য খাঁটি হিসাবে কোন ঔষধালয় হইতে বিতরণ করে, অথবা যে ব্যক্তি উহা ব্যবহার করিতে দেয়। অথবা (ই) কোন উত্তর বা চিকিৎসা সামগ্রী জ্ঞাতসারে অন্য কোন ঔষধ বা চিকিৎসা সামগ্রী হিসাবে বিক্রয় করে, বা কোন ঔষধালয় হইতে বিতরণ করে।


তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা চৌদ্দ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানাদণ্ডে দণ্ডনীয় হইবে। 


(২) যদি কেউ–


(ক) মাথায় তৈল, গোসলের সাবান বা কোন প্রসাধন দ্রব্যে এমনভাবে ভেজাল দেয় যাহাতে উহা চুল, ত্বক, গায়ের রং বা দেহের কোন অংশের পক্ষে ক্ষতিকর হয়, এবং তাহা প্রসাধনী হিসাবে বিক্রয় করিতে চায়, অথবা প্রসাধনী হিসাবে উহা বিক্রয় হইবে বলিয়া জানা থাকে। অথবা 


(বি) কোন মাথায় তৈল, গোসলের সাবান বা অন্য কোন প্রাসাধন দ্রব্য এমনভাবে ভেজাল করা হইয়াছে যাহাতে উহা চুল, ত্বক, গায়ের রং বা দেহের কোন অংশের পক্ষে ক্ষতিকর হইয়া পড়িয়াছে তাহা সত্ত্বেও উক্ত দ্রব্য বিক্রয় করে বা বিক্রয়ের জন্য উপস্থিত করে,


 তবে সেই ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানাদণ্ডে দণ্ডনীয় হইবে।


ধারা-২৫(ঘ:) চেষ্টা ইত্যাদির শাস্তি(Penalty for attempt, etc.)


যদি কেহ আইনে বর্ণিত কোন অপরাধ করিবার চেষ্টা বা ষড়যন্ত্র করে বা প্রস্তুতি গ্রহণ করে অথবা অপরাধের সহায়তা করে, তবে সেই ব্যক্তি সেই অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডনীয় হইবে।



ধারা-২৫(ঙ):কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন(Offences by companies)

ধরা-২৫৫ঃ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটনঃ কোন ফার্ম, কোম্পানী অথবা আইনের দ্বারা গঠিত অন্য কোন সমিতি বা সংস্থা ধারা ২৫,২৫-ক, ২৫-খ, ২৫-গ অথবা ২৫-ধারার অধীনে কোন অপরাধ সংঘটিত হইলে, উক্তরূপ ফার্ম কোম্পানী অথবা আইনের দ্বারা গঠিত অন্যান্য সমিতি অথবা সংস্থার ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রত্যেক অংশীদার, ডিরেক্টর ম্যানেজার সেক্রেটারী অথবা অন্যান্য কর্মকর্তা অথবা এজেন্টগণ উক্তরূপ অপরাধ সংঘটিত করিয়াছেন বলিয়া বিবেচিত হইবে যদি কেহ প্রমাণ করিতে না পারে যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্তরূপ অপরাধ প্রতিরোধ জন্য সে তাহার উপযুক্ত শ্রম বা অধ্যবসায় প্রয়োগ করিয়াছে।


ধারা-২৬:এই আইন অনুসারে অপরাধসমূহ এবং অন্যান্য কতিপয় অপরাধের বিচার বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে(Offences under this Act and certain other offences to be tried by Special Tribunals)


(১) ফৌজদারি কার্যবিধি বা বর্তমানে বলবৎ অপর কোন আইনে অন্যরূপ বিধান থাকিলেও এই আইনের তফসিলে নির্দিষ্ট অপরাধসমূহ উপধারা (২) অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিশেষভাবে বিচারযোগ্য হইবে।


(২) প্রত্যেক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ তাঁহার নিজস্ব দায়রা বিভাগের মধ্যে এই আইন অনুসারে। বিচারযোগ্য অপরাধসমূহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বলিয়া গণ্য হইবেনঃ


তবে শর্ত থাকে যে, এই আইনের তফসিলের তয় এবং ৪র্থ প্যারায় অপরাধসমূহের বিচারে সরকার কর্তৃক নির্ধারিত এলাকার জন্য এক বা একাধিক অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে, যাহা এক সদস্য বিশিষ্ট হইবে, এবং কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।


(৩) দায়রা জজ সমন্বয়ে গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল বিচারের যেকোন স্তরে তাঁহার নিজের দায়রা বিভাগের মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল হইতে অপর বিশেষ ট্রাইব্যুনাল যেকোন মামলা হস্তান্তর করিতে পারিবেন।


ধারা-২৭: বিশেষ ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি (Procedure of Special Tribunals)


(১) ফৌজদারি কার্যবিধি বা বর্তমানে বলবৎ অপর কোন আইনে অন্যরূপ বিধান থাকিলেও একটি বিশেষ ট্রাইব্যুনাল বিচারের জন্য অপরাধী প্রেরিত না হইলেও এই আইন অনুসারে বিচারযোগ্য যেকোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিতে পারেন, কিন্তু সাব-ইন্সপেক্টরের নিম্নপদস্থ নহে এমন পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত তেমন কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিতেন না।


(২) এই আইন অনুসারে বিচারযোগ্য কোন অপরাধের যাহা কোন ব্যক্তি কর্তৃক সংঘটনের অভিযোগ করা হইয়াছে, মামলা গ্রহণ করিবার সময় অপরাধীকে তেমন বিশেষ ট্রাইব্যুনালের সামনে হাজির করা যায়, যে ট্রাইব্যুনালের তেমন ব্যক্তি বর্তমানে সেখানে বসবাস করে যা যেখানে অপরাধ বা অপরাধের অংশ বিশেষ সংঘটিত করা হইয়াছে সেই স্থানে এখতিয়ার আছে। 


(৩) একটি বিশেষ ট্রাইব্যুনাল তেমন স্থান বা সময়ে বসিতে পারেন যাহা তিনি উপযুক্ত মনে করিবেন বা সরকার যেরূপ নির্দেশ দিবেন।


(৪) এই আইন অনুসারে বিচারকারী বিশেষ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অপরাধেসমূহের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুষ্ঠান করিবেন এবং তেমন অপরাধের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধিতে সমন মামলার সংক্ষিপ্ত বিচারের জন্য যে পদ্ধতি উল্লেখ করা হইয়াছে তাহ্য অনুসরণ করিবেন।


(৫) একটি বিশেষ ট্রাইব্যুনালের মতানুসারে ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন হয়।


(৬) যে ক্ষেত্রে কোন বিশেষ ট্রাইব্যুনালের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, একজন আসামি পলাতক হইয়াছে অথবা নিজেকে লুক্কায়িত রাখিতেছে এই উদ্দেশ্য যে, তাহাকে যেন গ্রেফতার করিতে পারা না যায় এবং বিচারের জন্য ট্রাইব্যুনালে হাজির করিতে পারা যায় এবং তাহাকে গ্রেফতার করিবার আশু সম্ভাবনা নাই, তাহা হইলে ট্রাইব্যুনাল ব্যাপক প্রচার সংখ্যা সম্বলিত অন্ততপক্ষে দুইটি বাংলা সংবাদপত্রে প্রকাশিত আদেশ দ্বারা উক্ত আসামিকে নির্দেশ দান করিবেন যেন আদেশ উল্লিখিত সময়ের মধ্যে সে ট্রাইব্যুনালের সম্মুখে হাজির হয়, এবং সেই ব্যক্তি যদি উক্তরূপ নির্দেশ পালন করিতে ব্যর্থ হয়, তাহা হইলে তাহার অনুপস্থিতিতেই তাহার বিচার কর হইবে।


৬(ক) যে ক্ষেত্রে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করিবার পর অথবা আসামি স্বয়ং হাজির হইয়া জামিনে মুক্তিলাভের পর পলাতক হয় অথবা ট্রাইব্যুনালে হাজির না হয়, তাহা হইলে উপধারা (৬)-এর বিধান প্রযোজ্য হইবে না এবং তখন ট্রাইবুন্যাল আসামির অনুপস্থিতিতেই তাহার বিচার সম্পন্ন করিবার সিদ্ধান্ত লিপিবদ্ধ করিবার পর অনুরূপভাবে তাহার বিচার সম্পন্ন করিবেন।


(৭) কোন বিশেষ ট্রাইব্যুনাল কোন আবেদনের প্রেক্ষিতে অথবা স্বীয় উদ্যোগে এই আইনের অধীনে বিচারযোগ্য কোন অপরাধ সম্পর্কিত যেকোন ব্যাপারে আরও তদন্ত করিবার জন্য কোন পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দান করিতে পারিবে।


ধারা-২৮: বিশেষ ট্রাইব্যুনালের ক্ষমতা(Powers of Special Tribunals)

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন—


(ক) কোন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ লইয়া গঠিত কোন বিশেষ ট্রাইব্যুনাল তৎকর্তৃক দোষী সাব্যস্ত কোন ব্যক্তিকে এইরূপ যেকোন দণ্ডদান করিতে পারিবে যাহা উক্ত ব্যাক্তির অপরাধের ক্ষেত্রে প্রদেয় দণ্ড হিসাবে আইনে অনুমোদিত।


(খ) কোন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৎকর্তৃর্ক দোষী সাব্যস্ত কোন বাক্তিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যূন সাত বৎসরের কারাদণ্ড এবং অন্যূন দশ হাজার টাকার জরিমানা দণ্ড ব্যতীত এইরূপ যেকোন দণ্ডদান করিতে পারিবেন যাহা উক্ত ব্যক্তির অপরাধের ক্ষেত্রে প্রদেয় দণ্ড হিসাবে আইনে অনুমোদিত।


ধারা-২৯: বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ(Application of the Code to proceedings of Special Tribunals)


ফৌজদারি কার্যবিধির বিধানসমূহে যতদূর এই আইনের বিধানসমূহের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় ততদূর পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রয়োগ করা হইবে এবং বিশেষ ট্রাইব্যুনালসমূহ তেমন সকল ক্ষমতার অধিকারী হইবে, যাহা মূল এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতের উপর উক্ত বিধি দ্বারা ন্যস্ত করা হইয়াছে এবং বিশেষ ট্রাইব্যুনালে সরকার পক্ষে মামলা পরিচালনারত ব্যক্তিকে একজন পাবলিক প্রসিকিউটর বলিয়া গণ্য করা হইবে।


ধারা-৩০: আপিল এবং মৃত্যুদণ্ডের অনুমোদন(Appeals and confirmation of death sentences)


(১) বিশেষ ট্রাইবুন্যালের যেকোন আদেশ, রায় অথবা দাদেশের বিরুদ্ধে কোন আপিল উক্তরূপ আদেশ রায় বা দন্ডাদেশ দান অথবা ঘোষণা প্রকাশের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগের দায়ের করিতে হইবে। 


(২) বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক কোন মৃত্যুদন্ডাদেশ দান করা হইলে তৎক্ষণাৎ উহার কার্যধারা (Proceeding) হাইকোর্ট বিভাগের নিকট দাখিল করিতে হইবে এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্তরূপ দণ্ডাদেশ কার্যকরী হইবে না।


ধারা-৩০ক: সরকারের কোন দণ্ড মওফুক, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা(Power of Government to remit, suspend or commute any sentence) 

ফৌজদারি কার্যবিধির ১৯শ তম অধ্যায়ের বিধানসমূহে ব্যবহৃত না করিয়া সরকার যেকোন সময় বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক এই আইন অনুসারে দেওয়া কোন দণ্ড মওফুক, স্থগিত বা হ্রাস করিতে পারিবেন।


ধারা-৩১:পুনর্বিচারের ব্যাপারে নিষেধাজ্ঞা(Bar on trial de-novo)


বিশেষ ট্রাইব্যুনাল যদি না অন্যরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে এমন কোন সাক্ষীকে পুনরায় ডাকিতে বা তাহার বক্তব্য শ্রবণ করিতে বাধ্য নহেন যাহার সাক্ষ্য একবার লিপিবদ্ধ করা হইয়াছে অথবা এমন কোন কার্যক্রম পুনরায় আরম্ভ করিতে বাধ্য নহেন যাহা এশাবার অনুষ্ঠিত হইয়াছে। ট্রাইব্যুনাল ইতোমধ্যে দাখিলকৃত বা লিপিবদ্ধ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কাজ করিতে এবং মামলা যে পর্যায়ে পৌঁছায়াছে সেই পর্যায় হইতে বিচার অব্যাহত রাখিতে পারিবেন।


ধারা-৩২: অপরাধসমূহ আমলযোগ্য এবং জামিনের অযোগ্য(Offences to be cognizable and non-bailable) 


ফৌজদারি কার্যবিধিতে বা বর্তমানে বলবৎ কোন আইনে অন্যরূপ বিধান থাকিলেও-


(ক) এই আইন অনুসারে বিচারযোগ্য সকল অপরাধ আমলযোগ্য হইবে।

(খ) বাতিল।

(গ) এই আইন অনুসারে বিচারযোগ্য অপর কোন অপরাধ দোষী বা অভিযুক্ত ব্যক্তিকে, যদি সে হাজতে আটক থাকে, তবে তাহাকে জামিনে বা তাহার নিজের মুচলেকায় মুক্তি দেওয়া যাইবে না।


যদি না-

(i) দরখাস্ত সম্পর্কে সরকার পক্ষের বক্তব্য পেশ করিবার সুযোগ দেওয়া হয়, এবং

(ii) যেখানে সরকারপক্ষ তেমন দরখাস্তের বিরোধিতা করেন সেখানে ম্যাজিস্ট্রেট, বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত নিশ্চিত হন যে, একথা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ আছে যে, অভিযুক্ত ব্যক্তি অপরাধের দায়ে দোষী নয়।



ধারা-৩৩:সরকার নিকট পুলিশ কর্মকর্তা কর্তৃক রিপোর্ট(Report by police officer to Government)

এই আইন অনুসারে বিচারযোগ্য অপরাধের সহিত জড়িত থাকিবার জন্য গ্রেফতারের ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা গ্রেফতারকৃত ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিবার পর অবিলম্বে তেমন গ্রেফতারীর ব্যাপারে ম্যাজিস্ট্রেটের নিকট তৎকর্তৃক দেওয়া রিপোর্টের একটি কপি সরকার কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট প্রেরণ করিবেন।


ধারা-৩৪: আদালতের এখতিয়ারের ব্যাপারে নিষেধাজ্ঞা(Bar on jurisdiction of Courts)


এই আইনে অনুমোদিত পন্থা ব্যতীত অপর কোনভাবে এই আইন অনুসাওে দেওয়া আদেশ, জারিকৃত নির্দেশ বা গৃহীত কার্যক্রম বা তেমনভাবে দেওয়া বলিয়া কথিত আদেশ, নির্দেশ বা গৃহীত কার্যক্রমের বিরুদ্ধে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এবং এই আইন অনুসারে সরল বিশ্বাসে কৃত বা সরল বিশ্বাস করিবার উদ্দেশ্য প্রণোদিত কোন কিছুর জন্য সরকার বা কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা, অভিযোগ বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না।


ধারা-৩৪(ক): মৃত্যুদণ্ড কার্যকরীকরণ(Execution of death sentences) 

কোন ব্যক্তি এই আইন অনুসারে মৃতুদণ্ডে হইলে বিশেষ ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক তাহাকে ফাঁসি দিয়া অথবা নির্ধারিত পদ্ধতি অনুসারে গুলি করিয়া দণ্ড কার্যকরী করা হইবে।


ধারা-৩৪(খ):অন্যান্য আইন বলবৎ থাকিলেও এই আইনের প্রয়োগ (Act to override all other laws)  


ফৌজদারী কার্যবিধিতে বা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ কোন বিধান থাকিলেও এই আইনের বিধানই কার্যকরী হইবে।



ধারা-৩৫: বিধিমালা প্রণয়নের ক্ষমতা


এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিধিমালা প্রণয়ন করিতে পারিবেন।


ধারা-৩৬: বাতিল এবং সংরক্ষণ

(১) এতদ্বারা ১৯৫২ সালের নিরাপত্তা আইন, ১৯৫৮ সালের জননিরাপত্তা অর্ডিন্যান্স এবং ১৯৭২ সালের বাংলাদেশের তফসিলভুক্ত অপরাধসমূহ (বিশেষ ট্রাইব্যুনাল আদেশ, রাষ্ট্রপতির ৫০নং আদেশ) বাতিল করা হইল (২) বাতিল করা সত্ত্বেও—-


(ক) ১৯৫২ সালের নিরাপত্তা আইন বা ১৯৫৮ সালের জননিরাপত্তা অর্ডিন্যান্সের কোন বিধান অনুসারে দেওয়া কোন আদেশ বা প্রস্তুত কোন বিধি বা কৃতকার্য যা গৃহীত কোন পদক্ষেপ বা আরম্ভ কোন কার্যক্রম যতদূর পর্যন্ত তাহা এই আইনের বিধানের পরিপন্থি না হয়, ততদূর পর্যন্ত তাহা এই আইনেরই অনুরূপ বিধান অনুসারে কৃত বা গৃহীত বা আরম্ভ বলিয়া গণ্য করা হইবে।


(খ) ১৯৭২ সালের বাংলাদেশ তফসিলভুক্ত অপরাধসমূহ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ অনুসারে নিযুক্ত বা গঠিত বলিয়া গণ্য বিশেষ ম্যাজিস্ট্রেট বা বিশেষ ট্রাইব্যুনালের নিকট এই আইন বলবৎ হইবার পূর্ব পর্যন্ত বিচারাধীন সকল মামলা সেই বিশেষ ম্যাজিস্ট্রেট বা বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃকই বিচার ও নিষ্পত্তি করা হইবে এবং তেমন মামলার সহিত জড়িত সকল বিষয় নিয়ন্ত্রিত হইবে উল্লিখিত আদেশের বিধান অনুসারে যেন উল্লিখিত আদেশ এই আইন দ্বারা বাতিল হইয়া যায় নাই।


Post a Comment

0 Comments