প্রশ্ন: আঘাত ও গুরুতর আঘাত (Hurt and grievous hurt) কাকে বলে? গুরুতর আঘাতের শাস্তি আলোচনা করুন। আঘাত ও গুরুতর আঘাতের পার্থক্য আলোচনা করুন।
আঘাত (Hurt)
দন্ডবিধির ৩১৯ ধারায় বলা হয়েছে, কেউ যদি অন্য কোন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, রোগ বা অপারগতা ঘটায় তবে সে আঘাত (Hurt) করেছে বলা হবে (Whoever causes bodily pain, disease, or infirmity to any person is said to cause hurt)।
দন্ডবিধি দন্ডবিধি ১৮৬০ এর ৩১৯ হইতে ৩৩৮ ধারা পর্যন্ত বিভিন্ন রকমের আঘাতের কথা বলা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ এর ৩৫১ ধারায় আক্রমনের ফলে সৃষ্ট শারীরিক ব্যথা, ব্যধি ও অক্ষমতার কথা বলা হয়েছে। স্বামী যদি তাঁর স্ত্রীকে লাঠি দ্বারা প্রহার করে তবে দন্ডবিধি ১৮৬০ এর ৩১৯ ধারানুযায়ী তা আঘাত বলে গণ্য হবে।
আঘাত প্রত্যক্ষ/পরোক্ষভাবে হতে পারে। আবার কোন কাজের মাধ্যমে দূরবর্তী/সুদুরপ্রসারী ফল হিসেবে প্রকাশ পেতে পারে। দৈনিক যন্ত্রণা বলতে দেহ বা শরীরে প্রভাব সৃষ্টিকারী কার্যকে বুঝায়। বেদনা/যন্ত্রণা অনুভব করলেই যে আঘাত হবে এমন কোন কথা নাই। যন্ত্রণা ছাড়াও যদি কোন রোগজীবানু অন্যের শরীরে প্রবেশ করে দেওয়া হয়, তবে তা অপরাধ বলে গণ্য হবে। যেমন- এইডস রোগাক্রান্ত ব্যক্তি কোন নারীর সাথে যৌন সংগম করায় এইডস জীবানু সেই নারীর দেহে প্রবেশ করলে এই ধারানুযায়ী ঐ ব্যক্তি আঘাত দিয়েছে বলে গণ্য হবে।
স্নায়ুবিক দুর্বলতায় ভুগছে এমন কোন শিশুর সামনে অন্ধকার রাত্রে কিম্ভূতকিমাকার পোশাকে ভুতের ভয় দেখালে তাকে দৈনিক যন্ত্রণা বলে গণ্য করা হয়।
গুরুতর আঘাত (Grievous hurt)
দণ্ডবিধি আইনের ৩২০ ধারা অনুযায়ী নিম্নোক্ত শ্রেণিসমূহে আঘাত কে গুরুতর আঘাত বা মারাত্মক জখম(Grievous hurt) বলে বিবেচনা করা হবে—
১. পুরুষত্বহীনকরণ(Emasculation): . পুরুষত্বহীনকরণ নানাভাবে হতে পারে। পুরুষের যৌনাঙ্গে আক্রান্ত করে তাকে স্থায়ীভাবে পুরুষত্বহীন করা যায়। এই স্থানে আঘাতের ফলে ব্যক্তির অস্থায়ী পুরুষত্বহীন ঘটাতে পারে।
২. স্থায়ীভাবে দুই চোখের যে কোনটির দৃষ্টিশক্তি রহিতকরণ(Permanent privation of the sight of either eye): বিভিন্ন ভাবে এই ধরনের আঘাত হানা যায়। লাঠি দিয়া চক্ষু গালিয়া দেওয়া যায়/আগুন/চাকু দ্বারা চক্ষু তুলে নেওয়া যায়। আহত ব্যক্তি শুধু তার দৃষ্টিশক্তি হারান না, চক্ষু নাশের মাধ্যমে তিনি তার অংগ হারিয়ে ফেলেন।
৩. স্থায়ীভাবে দুই কানের যে কোনটির শ্রবণশক্তি রহিতকরণ(Permanent privation of the hearing of either ear): মাথার/কানে ঘুষি দিয়া বা কানের মধ্যে লাঠি ঢুকাইয়া বা কানের মধ্যে কিছু চালাইয়া মানুষকে বধির করা যায়।
৪. যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন(Privation of any member or joint): স্কন্ধের(কাঁধ) কোন গুরুত্বপূর্ন অংশে বড় রাম দা / তলোয়ার দিয়া আঘাত করে কেটে ফেলাকে অংগের অনিষ্ট সাধন বলা যায়।
৫. যে কোন অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতিসাধন(Destruction or permanent impairing of the powers of any member or joint): দেহের অংগ ও গ্রন্থি দেহকে সবল রাখে। কোন অংগের বা গ্রন্থির অনিষ্ট সাধন করিলে মানুষ পঙ্গু হইয়া যায়।
৬. মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ(Permanent disfiguration of the head or face): কান কেটে নিয়ে, কপালে দাগ দিয়া, গাল পোড়িয়ে বা এই প্রকারের কোন কাজ করে বিকৃতি ঘটানো যায়। নাসিকার সেতুর উপর আঘাত করলে বিকৃতি(disfiguration) ঘটে।
৭. হাড়, দাঁতভাঙ্গা বা গ্রন্থিচ্যুতকরণ(Fracture or dislocation of a bone or tooth): হাড়ের উপর দাগ পড়লে তাকে ভাঙ্গা বলে না। ভাঙ্গা বলতে এক অংশ হতে অন্য অংশ বিচ্যুতকে বুঝায়। স্থানচ্যুত বলতে যে স্থানে সে অংগের থাকার কথা সে স্থানে হতে তা অন্য স্থানে সরে যাওয়াকে বুঝায়।
৮. যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে বিশ দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রনা দান করে বা তাকে তার সাধারণ পেশা অনুসরণ করতে অসামর্থ করে তাই গুরুতর আঘাত বলে বিবেচিত হবে(Any hurt which endangers life or which causes the sufferer to be during the space of twenty days in severe bodily pain, or unable to follow his ordinary pursuits): যে আঘাতের বেদনা ২০ দিনের অধিক স্থায়ী থাকে, সেই আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে। যে আঘাতের ফলে আহত ব্যক্তি তার নিজের কাজ করতে অক্ষম হয়ে পড়ে সেই আঘাতও গুরুতর আঘাত বলে গণ্য।[State of Gujarat v. Samaj, MANU/GJ/0064/1969 : AIR 1969 Guj 337]
আঘাত ও গুরুতর আঘাতের পার্থক্য
(Difference between hurt and grievous hurt):
আঘাত ও গুরুতর আঘাতের শাস্তিসমূহ
(Punishment for hurt and grievous hurt)
0 Comments