সর্বশেষ

6/recent/ticker-posts

আইন (Law)

 

ল-ডিকশনারি;legal dictionary pdf; black's law dictionary; law dictionary online; best law dictionary; best online legal dictionary; legal dictionary book; oxford dictionary of law; law dictionary app;

আইন (Law)

'আইন (Law)' অর্থ কোন আইন (Act), অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ- আইন, বিজ্ঞপ্তি অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ-১৫২()]

 সংবিধানে 'আইন' শব্দের ইংরেজি প্রতিশব্দ হিসাবে 'Law' এবং 'সংসদের আইন' শব্দের ইংরেজি প্রতিশব্দ হিসাবে 'Act of Parliament' শব্দ ব্যবহৃত হয়েছে। আইন (Law) শব্দটি সর্বদাই ব্যাপক অর্থে ব্যবহৃত। ২৬ মার্চ, ১৯৭১ তারিখের অব্যবহিত পূর্বে বলবৎ এবং Bangladesh (Adaptation of Existing Laws) Order, 1972 (P.O. No. 48 of 1972) দ্বারা গ্রহণকৃত সকল আইন এবং ২৬ মার্চ, ১৯৭২ তারিখ হতে সংবিধান প্রবর্তনের তারিখ অর্থাৎ ০৪ নভেম্বর, ১৯৭২ তারিখের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত রাষ্ট্রপতির আদেশসহ সকল আইন এবং ০৪ নভেম্বর, ১৯৭ তারিখের পরবর্তী পর্যায়ে সংসদ কর্তৃক প্রণীত সকল আইন, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশসহ সরকার কর্তৃক জারিকৃত সকল বিধিবিধান অর্থাৎ সকল বিধি, প্রবিধি, আদেশ, প্রজ্ঞাপন, নীতিমালা ইত্যাদি এবং আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা বা রীতি আইন হিসাবে অভিহিত। সুতরাং বলা যায় বাংলাদেশের আইন, সংসদের আইন এবং বিজ্ঞপ্তি, আইনগত দলিল, আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা রীতি 'আইন (Law)' হিসাবে অভিহিত হবে।(অনুলিখন)

Source: বাংলাদেশের চাকুরী আইন -মোহাম্মদ ফিরোজ মিয়া

Post a Comment

0 Comments