মাত্র ২৭ হাজার টাকায় ১ বছর মেয়াদি এলএল.এম. (মাস্টার অব লজ)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১ বছর মেয়াদি এলএল.এম. (মাস্টার অব ল,জ) কোর্স চালু হয়েছে। বিজ্ঞপ্তিটি ০৯.১০.২০২৩ তারিখে প্রকাশ হয়েছে । মাত্র ২৭ হাজার টাকা টিউশন ফি খরচ করে যে কেউ যোগ্যতা সাপেক্ষে ভর্তি হয়ে ১ বছর মেয়াদি আইন বিষয়ক এই মাস্টার কোর্স সম্পন্ন করতে পারবেন। এই টিউশন ফি বাংলাদেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় হতে অনেক কম বা সর্বনিম্ন।
বিস্তারিত আলোচনা -
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত মাস্টার অব ল’জ (এলএল.এম.) শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩-এর ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে (৪/ক, গভ. ল্যাবরেটরী স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫) অনুষ্ঠিত হবে।
প্রতি কোর্সের ১৬টি ক্লাস প্রতি শনিবার অনুষ্ঠিত হবে। আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য এবং নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
বৈশিষ্ট্যসমূহ:
১. ০১ (এক) বছরে মোট ১০টি কোর্স (৪০ ক্রেডিট) সম্পন্ন করতে হবে। এ রেজিস্ট্রেশনের মেয়াদ ০২ (দুই) বছর পর্যন্ত বহাল থাকবে।
২. প্রতি শিক্ষাবর্ষ ০২টি সিমেস্টারে বিভক্ত এবং প্রতি সিমেস্টার ০৬ মাস মেয়াদি। প্রথম সিমেস্টারে ০৫(পাঁচ)টি এবং দ্বিতীয় সিমেস্টারে ০৫(পাঁচ)টি করে কোর্স থাকবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থীকে প্রতি সিমেস্টারের ০৫টি কোর্সে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
৩.ডিগ্রি অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে দুই সিমেস্টারে ১০টি কোর্স (প্রতি কোর্স ০৪ ক্রেডিট) সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা:
১. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থী মাস্টার অব ল’জ (এলএল.এম.) প্রোগ্রামে অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি ভর্তির জন্য বিবেচিত হবে।
২.অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে ৪(চার) বছর মেয়াদি এলএল.বি. (অনার্স) সম্পন্ন (সিজিপিএ ২.৫০ বা ২য় বিভাগ) হতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য::
১.শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
২.অনলাইনে আবেদনের সময় :সম্ভাব্য অক্টোবর ২০২৩ থেকে নভেম্বর, ২০২৩ পর্যন্ত।(ওয়েবসাইটে চোখ রাখুন)
৩.সাক্ষাৎকারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ ও প্রবেশপত্র ইস্যুর তারিখ : (ওয়েবসাইটে চোখ রাখুন)
আবেদন প্রক্রিয়া:
যে কোনো ব্রাউজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশন এর অধীনে School of Social Sciences, Humanities & Language (SSHL)-এ ক্লিক করে Master of Laws (LL.M.)--এর পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। Master of Laws (LL.M.)-এ ভর্তি নির্দেশাবলী সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন। অনলাইন-এ আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300×100 JPG Format) আপলোড করে Next বাটন ক্লিক করুন।
Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Information ধাপে সঠিকভাবে পূরণ করে Finish বাটনে ক্লিক করুন। সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ইমেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে।
Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে ÒPayment has been completed successfully!” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। Master of Laws (LL.M.)-এ ভর্তির আবেদন ফি ৫০০/- (পাঁচশত টাকা)। তবে, প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য প্রয়োজনে কোনো সমস্যা হলে আইসিটি হেড, আইসিটি এন্ড ই-লার্নিং সেন্টার, বাউবি’তে যোগাযোগ করতে হবে।
Temporary User ID I Password ব্যবহার করে প্রদর্শিত আবেদন পত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্রসমূহ ঢাকা আঞ্চলিক কেন্দ্রে (৪/ক, গভঃ ল্যাবরেটরি রোড, ধানমন্ডি ঢাকা-১২০৫) ১০৩ নম্বর কক্ষ/তথ্য কেন্দ্রে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র নির্বাচিতরাই পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েব সাইটে দেয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
খরচপাতি (ফি) সংক্রান্ত তথ্য:
১.Master of Laws (LL.M.)-এ ভর্তির আবেদন ফি ৫০০/- (পাঁচশত টাকা)
২..কোর্স ফি : প্রতি কোর্স ২১০০/- (দুই হাজার একশত) টাকা মাত্র।
৩..রেজিস্ট্রেশন ফি : প্রতি সিমেস্টার ১০০০/- (এক হাজার) টাকা।
৪..পরীক্ষার ফি : প্রতি কোর্স ৪০০ (চারশত) টাকা।
৫..একাডেমিক ক্যালেন্ডার ফি : প্রতি সিমেস্টার ৫০/- (পঞ্চাশ) টাকা।
৬..ডিজিটাল আইডি কার্ড ফি : ২০০/- (দুইশত) টাকা।
৭. ক্লাস শুরু :: পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
বিঃদ্রঃ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো তথ্য একাডেমিক কাউন্সিল সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশিস্নষ্ট বিধি-বিধান সকল আবেদনকারী শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। খরচপাতি (ফি) কিছু পরিবর্তন হতে পারে)
ক্রেডিটঃ BOU Law Society
0 Comments