সর্বশেষ

6/recent/ticker-posts

ডিক্রি জারি বলতে কি বুঝেন? ডিক্রি জারির বিধানাবলী গুলো লিখুন। ডিক্রি জারিতে কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় এবং কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় না?

cpc; cpc 1908,cpc section; দেওয়ানী কার্যবিধি ১৯০৮; দেওয়ানী মামলা; দেওয়ানী মামলা করার নিয়ম; দেওয়ানী মামলার ধাপসমূহ; দেওয়ানী কার্যবিধি; দেওয়ানী কার্যবিধি ১৯০৮ আদেশ; দেওয়ানী মামলা কত প্রকার; দেওয়ানী কার্যবিধির ধারা সমূহ; দেওয়ানী আইন; দেওয়ানী কার্যবিধি 1908; দেওয়ানী আদালত; দেওয়ানী অধিকার; cpc 1908 lecture in bangla; civil procedure code-cpc 1908; দেওয়ানী কার্যবিধি ১৯০৮; the code of civil procedure 1908; ডিক্রি জারি; আদেশ জারি,কাকে বলে; ডিক্রি জারি কি; আদেশ জারি কি,কিভাবে; জারি মামলা,জারি মামলা কাকে বলে; জারি মামলা কিভাবে করতে হয়; জারি মামলার তামাদি মেয়াদ;জারি মামলা কি; কোন আদালতে জারি মামলা; জারি মামলা কোন আদালতে; কোন আদালতে জারি; জারি মামলার পদ্ধতি; জারি মামলার বিধান; জারি মামলার আইন; জারি মামলার ধারা; দেওয়ানী কার্যবিধি আইন; জারি মামলা নোটিশ; জারি মামলা নোটিশ মেয়াদ; প্রথম আবেদন; জারি মামলার প্রথম আবেদন; জারি মামলার নতুন আবেদন; জারি মামলার আবেদনের মেয়াদ;


 ডিক্রি জারি বলতে কি বুঝেন? ডিক্রি জারির বিধানাবলী গুলো লিখুন। ডিক্রি জারিতে কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় এবং কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় না- আলোচনা করুন।



ডিক্রি জারি(Execution of Decree)

ডিক্রিজারিকরণ বলতে আদালতের কার্যপ্রণালীর মাধ্যমে ডিক্রি বলবৎকরণ(Enforcement of decree) কে বুঝায় যার ফলে ডিক্রিপ্রাপক মোকদ্দমার রায়ের ফলাফল গ্রহণ করতে পারে। অন্য কথায়, আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রীর বাস্তবায়নকে ডিক্রী জারি বুঝায়। আদালত কর্তৃক প্রচারিত ডিক্রীকে বাস্তবায়নের ব্যবস্থা বা কার্যক্রমকে ডিক্রী বা আদেশ জারি (Execution of decree) বলে। ডিক্রীর ফল ভোগ করতে হলে ডিক্রী জারি করতে হবে। অন্যথায়, ডিক্রী মূল্যহীন(worthless decree) হবে। 


ডিক্রি জারির বিধানাবলী

ডিক্রী জারি সংক্রান্ত বিধান দেওয়ানী আইনের সবচেয়ে জটিল ও কঠিন বিষয়। দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ৩৬—৭৪ ও ১৩৫ ধারা এবং ২১ আদেশের ১—১০৩ বিধিতে ডিক্রী জারি সংক্রান্ত বিধি-বিধান বর্ণিত হয়েছে।


ক. দেওয়ানি কার্যবিধির ৩৮ ধারা মোতাবেক, যে আদালত ডিক্রি প্রদান করেছেন, সে আদালত বা যে আদালতে তা জারির জন্য প্রেরিত হয়েছে, সে আদালত ডিক্রি জারি করতে পারেন(A decree may be executed either by the Court which passed it, or by the Court to which it is sent for execution.)। 


খ. দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারার বিধান মোতাবেক, নিষেধাজ্ঞা (injunction) ছাড়া অন্য কোন ডিক্রি জারির আবেদন (any fresh application) ১২ বছরের ভিতর করতে হবে। তবে Limitation Act, 1908 এর ১৮২ অনুচ্ছেদ অনুসারে প্রথম জারি মামলা ৩ বছরের মধ্যে দায়ের করতে হবে; অথবা যদি ডিক্রী বা আদেশের জাবেদা নকল নিবন্ধিত হয় তাহলে ৬ বছরের মধ্যে দায়ের করতে হবে। প্রথম, দ্বিতীয় বা পরবর্তী ডিক্রী জারির মামলা খারিজ বা নিষ্পত্তি হওয়ার ৩ বছরের মধ্যে দ্বিতীয় বা পরবর্তী ডিক্রী জারির মামলা করতে হবে এবং ১২ বছরের মধ্যে সকল ডিক্রী জারির মামলার তামাদি মেয়াদ শেষ হবে।



গ. দেওয়ানি কার্যবিধি আইনের ৫১ ধারা অনুযায়ী আদালত ডিক্রিদারের আবেদনক্রমে নিম্নবর্ণিত ৫টি উপায়ে ডিক্রি জারি কার্যকর(Mode of execution of decree) করতে পারেন–


১. ডিক্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে(by delivery of any property specifically decreed);

২. কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় এর মাধ্যমে(by attachment and sale or by sale without attachment of any property);

৩. দেনাদারকে গ্রেফতার ও কারাগারে আটকের মাধ্যমে(by arrest and detention in prison);

৪. রিসিভার নিয়োগের মাধ্যমে(by appointing a receive);

৫. প্রয়োজন মোতাবেক অন্য কোন উপায়ে(in such other manner as the nature of the relief granted may require)।


ডিক্রিটি অর্থ পরিশোধের জন্য হলে দেনাদারকে কারাগারে সোপর্দ বা আটক করা হবে না। তবে আদালত নিম্নে বর্ণিত কারণে দেনাদারকে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারেন-


১. দেনাদার ডিক্রি জারিতে বিলম্ব বা বাধা দেয়।

২. আত্মগোপন বা আদালতের এখতিয়ারের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকলে।

৩. সম্পত্তি অসাদুপায়ে স্থানান্তর বা অপসারণের চেষ্টা করলে।

৪. ডিক্রির টাকা পরিশোধের অর্থ থাকার পরও পরিশোধ করতে অবহেলা বা অস্বীকার করলে।





ডিক্রি জারিতে কোন কোন সম্পত্তি ক্রোক করা যায়

[Property liable to attachment and sale in execution of decree.]


দেওয়ানি কার্যবিধির ৬০ ধারায় কোন সম্পত্তি ক্রোক করা যায় এবং এবং ৬১ ধারায় কোন সম্পত্তিটি ক্রোক করা যায় না সে বিধান বর্ণিত আছে। দেওয়ানি কার্যবিধির ধারা-৬০ এ বলা হয়েছে যে, নিম্নলিখিত সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারি করা যায়–

১. ভূমি(lands);

২. বাড়ি ও দালান-কোঠা(houses or other buildings); 

৩.ব্যাঙ্ক চিঠি(bank-notes); 

৪.চেকসমূহ(cheques);  

৫. বাণিজ্যিক বিল ;

৭. প্রতিশ্রুতিপত্র(promissory notes); 

৮. সরকারি ঋণপত্র; 

৯. তমসুক বা ঋণের দলিল(bonds or other securities for money); 

১০. অন্যান্য ঋণপত্র: 

১১. কোন সংস্থার শেয়ার(shares in a corporation); এবং


দেওয়ানি কার্যবিধি আইনের ৬০নং ধারায় বর্ণিত পরিধেয়-বস্তু, রন্ধন সামগ্রী, হালের লাঙ্গল প্রভৃতি কতকগুলি সম্পত্তি ব্যতীত রায় দায়িকের অন্যান্য বিক্রয়যোগ্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি বা অন্যান্য এমন সম্পত্তি, যা রায় দায়িকের বিক্রয় করার অধিকার রয়েছে। অথবা এমন লাভের বিষয় যার উপর রায় দায়িকের অধিকার আছে। এই সমুদয় সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে।


ডিক্রি জারিকরণে কী কী সম্পত্তি ক্রোক ও বিক্রয় করা যেতে পারে না


দেওয়ানি কার্যবিধির ৬০ ধারার বিধান মতে, নিম্নোক্ত বিষয়াবলি ক্রোক বা বিক্রয় করা যাবে না-

ক.   সাব্যস্ত দেনাদার, তাঁর  স্ত্রী এবং সন্তানগণের প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, রান্নার বাসনপত্র, বিছানা পত্র এবং এমন গহনা যা ধর্মীয় বিধানানুসারে কোন মহিলার পক্ষে হাতছাড়া করা সম্ভব নয়,


খ.    কারিগরের যন্ত্রপাতি এবং যদি সাব্যস্ত দেনাদার একজন কৃষিজীবী হন তবে তাঁর চাষের হাতিয়ার, গো-মহিষাদি ও বীজ যা আদালতের মতে তার জীবিকা অর্জনের জন্য প্রয়োজন এবং কৃষিজাত দ্রব্যের অংশ বিশেষ যা পরবর্তী ধারাগুলোতে বর্ণিত বিধানে দায় মুক্তি বলে ঘোষিত;


গ.    কোন কৃষকের মালিকানায় এবং তার দখলকৃত কোন বাসভূমি ও অন্যান্য ইমারত (এর মাল মসলা এবং অবস্থান ও এতে প্রত্যক্ষভাবে সংযুক্ত ভূমিসহ যা তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয়)।


ঘ. হিসাবের খাতাপত্র,

ঙ. ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা দায়ের করিবার একমাত্র অধিকার;

চ. ব্যক্তিগত সেবার অধিকার;

ছ.  সরকারি পেনশন ভোগীদের বৃত্তি এবং এককালিন সাহায্য অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রদেয় চাকরিজিবি পরিবারের পেনশন তহবিল হতে প্রাপ্য সাহায্য এবং রাজনৈতিক পেনশন;


জ. টাকায় অথবা দ্রব্যে পরিশোধযোগ্য শ্রমিক ও গৃহভৃত্যের মজুরী;

ঝ. বেতনের প্রথম একশত টাকা এবং অবশিষ্ট টাকার অর্ধেক;


তবে শর্ত এই যে, প্রজাতন্ত্রের কোন কর্মচারী অথবা রেলের কর্মচারী অথবা স্থানীয় কোন কর্তৃপক্ষের কর্মচারীগণের বেতন এইরূপভাবে ক্রোক করা হলে, বেতনের যে অংশ ক্রোকযোগ্য যা মাঝে মাঝে বা একযোগে চব্বিশ মাস যাবৎ ক্রোকাবদ্ধ আছে, তা পরবর্তী বার মাস ক্রোক হতে অব্যাহতি পাবে এবং সেই ক্রোক একই ডিক্রির জন্য হলে সেই ডিক্রির জন্য ক্রোক হতে তা চূড়ান্তভাবে অব্যাহতি পাবে;


ঞ.  যাদের বেতন ও ভাতার ওপর Army Act, 1952, Navy Ordinance, 1961,অথবা the Air Force Act, 1953, প্রযোজ্য তাঁদের বেতন ও ভাতা;

ট.    সকল ধরনের বাধ্যতামূলক সঞ্চয় এবং the Provident Funds Act, 1925, এর আওতাধীন জমা দেওয়া অথবা তা হতে প্রাপ্ত সমূদয় অথবা যা আইনানুসারে ক্রোকের যোগ্য নয় বলে ঘোষণা করা হয়েছে;


ঠ. প্রজাতন্ত্রের কর্মচারী, রেলের কর্মচারী ও স্থানীয় কোন কর্তৃপক্ষের কর্মচারীগণের প্রাপ্য যে ভাতা তার বেতনাদির অংশ হিসাবে গণ্য নয় যা সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে ক্রোক হতে অব্যাহতি লাভ করেছে তা এবং সাময়িকভাবে বরখাস্তকৃত হয়েছে। এইরূপ কোন কর্মচারীর জীবন ধারণের জন্য যে ভাতা মঞ্জুর করা;


ড.     কারও মৃত্যুর পরে উত্তরাধিকারী হওয়ার প্রত্যাশা বা শুধু অন্য কোন সম্ভাব্য বা সম্ভবপর অধিকার বা স্বার্থ;


ঢ. ভবিষ্যত খোরপোষ পাওয়ার অধিকার;


ণ. বাংলাদেশের কোন আইনানুসারে ডিক্রি জারির জন্য ক্রোক ও নিলাম

বিক্রয় হতে অব্যাহতি প্রাপ্ত কোন ভাতা;


ত. যেক্ষেত্রে সাব্যস্ত দেনাদার ভূমি রাজস্ব প্রদানের জন্য দায়ী থাকে সে ক্ষেত্রে

বর্তমানে বলবৎ কোন আইনানুসারে বকেয়া ভূমি রাজস্ব। পরিশোধের জন্য

নিলাম বিক্রয় অব্যাহতি প্রাপ্ত অস্থাবর সম্পত্তি।




দেওয়ানি কার্যবিধির বিধান মতে উপরে উল্লিখিত সম্পদের বেলায় ক্রোক করা যাবে না।


Post a Comment

0 Comments