হিন্দু আইনে পৃথক অবস্থায় স্ত্রীর ভরণ-পোষণের অধিকার
(The Hindu Married Women's Right to Separate Residence and Maintenance)
১৯৪৬ সালের বিবাহিতা নারীর পৃথক বাসস্থান এবং ভরণপোষণ আইন(The Hindu Married Women's Right to Separate Residence and Maintenance Act, 1946)অনুযায়ী নিম্নলিখিত কারণে বিবাহিতা হিন্দু নারী স্বামী হতে পৃথক থেকেও স্বামীর নিকট হতে ভরণ-পোষণের অধিকার পেতে পারে:-
১। স্বামী যদি দুরারোগ্য কুষ্ঠ, সিফলিস ইত্যাদি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয় এবং এই সমস্ত
ব্যাধি যদি স্ত্রীর নিকট হতে সংক্রামিত না হয়(if he(husband) is suffering from any
loathsome disease not contracted from her);
২। স্বামী যদি স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করে এবং নিষ্ঠুরতা যদি এই প্রকারের হয় যে স্বামীগৃহে
তার জীবনাশংকা থাকে(if he is guilty of such cruelty towards her as renders it
unsafe or undesirable for her to live with him);
৩। স্বামী যদি গৃহে কোন উপ-পত্নী রেখে তার সাথে বসবাস করতে থাকে(if he keeps
a concubine in the house or habitually resides with a concubine);
৪। স্বামী যদি ধর্মান্তর গ্রহণ করে(if he ceases to be a Hindu by conversion to another
religion);
৫। স্বামী যদি স্ত্রীর অনুমতি ব্যতিরেকে তাকে পরিত্যাগ করে(if he is guilty of desertion, that is
to say, of abandoning her without her consent or against her wish);
৬। স্বামী যদি পুনরায় বিবাহ করে(if he marries again);এবং
৭। অন্য কোন যুক্তিসঙ্গত কারণে(for any other justifiable cause) ৷
0 Comments