সর্বশেষ

6/recent/ticker-posts

সাধারণ ব্যতিক্রম বলতে কি বুঝেন? দণ্ডবিধি আইনে সাধারণ ব্যতিক্রমের উল্লেখযোগ্য ধারাসমূহ বিস্তারিত আলোচনা করুন।








সাধারণ ব্যতিক্রম বলতে কি বুঝেন? দণ্ডবিধি আইনে সাধারণ ব্যতিক্রমের উল্লেখযোগ্য ধারাসমূহ বিস্তারিত আলোচনা করুন।

অথবা, ফৌজদারী দায় বহির্ভূত কার্যাবলী বর্ণনা করুন। (Enumerate the acts exempted from criminal liability.)




সাধারণ ব্যতিক্রম(General Exceptions)


দণ্ডবিধি আইন অনুযায়ী কোন কাজ করা বা কোন কাজ করা হতে বিরত থাকাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এ কাজেরও কিছু ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ সাধারণভাবে অপরাধ মনে হলেও কাজটি অপরাধ নয়।



বাংলাদেশ দন্ডবিধি আইনে কিছু কাজ (Acts)-কে এবং কাজ হতে বিরত থাকা (Omissions)-কে ফৌজদারী দায় (Criminal liabilities) হতে অব্যাহতি দিয়েছে। এই কাজ এবং কার্য বিরতিগুলো দণ্ডবিধি আইনের চতুর্থ পরিচ্ছেদে ৭৬ ধারা হতে ১০৬ ধারায় বর্ণিত হয়েছে। এই কাজ এবং কার্য বিরতিগুলোকেই ফৌজদারী দায়ের সাধারণ ব্যতিক্রম বলা হয়। উল্লেখ্য, যদি কোন ব্যক্তি তার কোন কাজ বা কার্য বিরতিকে দন্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে বলে দাবী করে তবে সাক্ষ্য আইনের ১০৫ ধারা অনুসারে তা প্রমাণের ভার তার উপর বর্তায়। যাহোক নিচে সাধারণ ব্যতিক্রমসমূহ(General Exceptions) আলোচনা করা হয়েছে।


ক। তথ্য সম্পর্কে ভ্রম(Mistake of Fact) — [৭৬ এবং ৭৯ ধারা]


দণ্ডবিধি-৭৬ ধারায় বলা হয়েছে যে, আইন সমর্থিত বা সরল বিশ্বাসে(Good Faith) বাধ্য মনে করে সম্পাদিত কার্য (Act done by a person bound, or by mistake of fact believing himself bound, by law.) অর্থাৎ যদি কোন ব্যক্তি আইন বলে বাধ্য মনে করে বা তথ্যের ভুলের কারণে কোন কর্ম সম্পাদন করে তবে সে কোন অপরাধ করেনি। অন্যদিকে দণ্ডবিধি-৭৯ ধারায় বর্ণিত হয়েছে যে , আইন সমর্থিত বলে বিশ্বাস করে সদৃবিশ্বাসে কোন কাজ সম্পাদন(Act done by a person justified, or by mistake of fact believing himself justified, by law) করলে তিনি সাধারণ ব্যতিক্রমের আওতায় আসবেন।


Arrest under warrant of court a police officer, arresting a wrong person under a warrant under the bonafide mistake of fact he is not liable and is protected under section 76 of the Penal Code. [নজির:AIR, 1924, Bombay,333]


খ. বিচার-সংক্রান্ত কাজ(Judicial acts) — [ধারা ৭৭ ও ৭৮]


দণ্ডবিধি-৭৭ ধারায় বর্ণিত হয়েছে যে, বিচারকের কার্য বিচারক বিচার সম্পর্কিত কোন কাজবিচারকরূপে(Act of judge when acting judicially) করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। আবার দন্ডবিধির ৭৮ ধারায় বলা হয়েছে যে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কাজ (Act done pursuant to the judgment or order of Court) করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।



গ.দৈব দুর্বিপাক(Accident) — [৮০ ধারা]


আইন অনুযায়ী কোন কার্য সম্পাদনকালে(Accident in doing a lawful act) দুর্ঘটনা ঘটলে তা আইনানুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে না—মর্মে দণ্ডবিধি-৮০ ধারায় বলা হয়েছে। তবে উল্লেখ্য যে, যে কার্য সম্পাদনের জন্য দুর্ঘটনা ঘটেছে সে ক্ষেত্রে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল কিনা তা বিবেচনায় নিতে হবে।


ঘ। অপরাধীর অভিপ্রায়ের অনুপস্থিতি(Absence of criminal intent) [৮১ —৮৬ ধারা এবং ৯২ হইতে ৯৪ ধারা]


দণ্ডবিধির আলোচ্য ধারাগুলোতে অপরাধী অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত সম্পাদিত নিম্নোক্ত কাজের ক্ষেত্রে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না—

  • অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে এবং অন্য কোন ক্ষতি নিবারণকল্পে কৃত কোন কাজ যা কারোর ক্ষতি করতে(Act likely to cause harm, but done without criminal intent and to prevent other harm) পারে [দণ্ডবিধি-৮১ ধারা]।
  • নয় বছরের কম বয়স্ক শিশুর কার্য(Act of a child under nine years of age) [দণ্ডবিধি-৮২ ধারা]।
  • নয় বছরের অধিক বয়স্ক এবং বার বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য(Act of a child above nine and under twelve of immature understanding) [দণ্ডবিধি-৮৩ ধারা]
  • অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য(Act of a person of unsound mind) [দণ্ডবিধি-৮৪ ধারা]
৪(চার) প্রকারের ব্যক্তি রয়েছে যাদেরকে অপ্রকৃতস্থ বলা যেতে পারে। যেমন-
  • নির্বোধ
  • অসুস্থতার কারণে যে ঘটনা অবস্থা বুঝতে অক্ষম
  • বোকা
  • মদ্যপ
তবে এই ধারায় বর্ণিত দায়মুক্তি লাভ করতে হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হয়—-

১। অপরাধমূলক কাজ করার সময় তার মন সুস্থ ছিল না, এবং
২। তার মন এতই অসুস্থ ছিল যে—
  • তিনি কাজের প্রকৃতি বুঝতে পারতেন না, বা
  • তিনি বুঝতে পারতেন না যে উক্ত কাজ আইনের পরিপন্থী, বা
  • তিনি বুঝিতে পারতেন না যে উক্ত কাজটি অন্যায়।
                                                   [এআইআর ১৯৪৯ ক্যাল, ১৮২]


  • অনিচ্ছাকৃত মদপানের কারণে বিচারশক্তি রহিত ব্যক্তির কার্য(Act of a person incapable of judgment by reason of intoxication caused against his will)[দণ্ডবিধি-৮৫ ধারা]।
  • সম্মতি নিয়ে কোন কাজ করা যা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় বা অনুরূপ সম্ভাবনা পূর্ণ বলে জ্ঞাত নয় (Offence requiring a particular intent or knowledge committed by one who is intoxicated) [দণ্ডবিধি-৮৬ ধারা]
  • সম্মতি ব্যতিরেকে কোন ব্যক্তির মঙ্গলার্থে সদবিশ্বাসে কৃত কার্য(Act done in good faith for benefit of a person without consent) [দণ্ডবিধি-৯২ ধারা]
  • সদবিশ্বাসে কৃত যোগাযোগ(Communication made in good faith) [দণ্ডবিধি-৯৩ ধারা]
  • হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কার্য (Act to which a person is compelled by threats)[দণ্ডবিধি-৯৪ ধারা]
খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতিরেকে এইরূপ কোন কিছুই অপরাধ নয় যা এমন কোন ব্যক্তি কর্তৃক করা হয় যে ব্যক্তিকে এইরূপ ভীতি প্রদর্শন করে উক্ত কার্য করতে বাধ্য করা হয় যে, উক্ত কার্য সংঘটনের সময় অনুরূপ ভীতি প্রদর্শন এই মর্মে যৌক্তিকভাবে আশঙ্কা সৃষ্টি করে যে প্রকারান্তরে তাৎক্ষণিক মৃত্যুই হবে উক্ত ব্যক্তির পরিণতি। এক্ষেত্রে সেই principle “Actus me invito factus non est mens actus” (An act done by me against my will is not my act.) অনুসরণ করা হয়।

তবে শর্ত থাকে যে, উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে, বা তার তাৎক্ষণিক মৃত্যু হতে স্বল্পতর ক্ষতির যৌক্তিক আশঙ্কার কারণে নিজেকে এইরূপ পরিস্থিতিতে আপতিত করে নাই যে, কারণে সে অনুরূপ জবরদস্তির অধীন হয়েছিল।


ঙ। অনুমতি মতে কাজ(Consent) — [৮৭, ৮৮, ৮৯ ও ৯০ ধারা]

  • মৃত্যু বা গুরুতর আঘাত দেওয়ার জন্য অভিপ্রেত নয় এবং অনুরূপ সম্ভাবনা্পূর্ণ বলে অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা(Act not intended and not known to be likely to cause death or grievous hurt, done by consent)[দণ্ডবিধি-৮৭ ধারা]
  • মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন কার্য ব্যক্তি বিশেষের উপকারার্থে সদবিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন(Act not intended to cause death, done by consent in good faith for person’s benefit) [দণ্ডবিধি-৮৮ ধারা]
  • অভিভাবক কর্তৃক বা তার সম্মতিক্রমে শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে সদবিশ্বাসে কৃত কার্য(Act done in good faith for benefit of child or insane person, by or by consent of guardian) [দণ্ডবিধি-৮৯ ধারা]
  • ভীতি অথবা ভ্রান্ত ধারণার অধীনে প্রদত্তবলে বিদিত সম্মতি (Consent known to be given under fear or misconception)[দণ্ডবিধি-৯০ ধারা]

চ। কাজের তুচ্ছতা বা সামান্য ক্ষতিকারক কার্য (Act causing slight/Trifling harm) — [৯৫ ধারা]

কোন কাজের জন্য যদি এরূপ সামান্য ক্ষতি হয় যে সাধারণত কোন বুদ্ধিসম্পন্ন মানুষ এরূপ ক্ষতির জন্য কোন অভিযোগ করে না তবে এরূপ ক্ষতিকর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না— মর্মে দণ্ডবিধির-৯৫ ধারায় বলা হয়েছে।


ছ।আত্মরক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ(Acts done in Private Defence) — [৯৬—১০৬ ধারা]

বাংলাদেশে দণ্ডবিধির ৯৬ ধারা হতে ১০৬ ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে কোন কাজকে অপরাধ হিসেবে মনে হলেও তা ফৌজদারী দায় বহির্ভূত হবে।


ধন্যবাদ...।।

Post a Comment

0 Comments