জামিন কিভাবে নিতে হয়; জামিন কি কত প্রকার; জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে; জামিন কাকে বলে; ৩২৬ ধারা মামলার জামিন; আগাম জামিনের শর্ত; সাজাপ্রাপ্ত আসামীর জামিন; জামিনের একটি শর্ত উল্লেখ করো; ৩২৬ ধারা কি জামিন যোগ্য?; নন জি আর মামলা কি?; জামিন অযোগ্য ধারা সমূহ pdf; ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারা সমূহ; ১৪৩ ধারার শাস্তি কি; দন্ডবিধির ধারা সমূহ; 307 ধারা কি; 447 ধারা কি; ১৪৭ ধারা কি; ৫০৬ ধারা কি জামিন যোগ্য; What is bailable and non bailable Offences?; What is bailable Offence in Bangladesh?; How many types of bailable are there?; What is the meaning of bailable?; Concealing a design to commit an offence punishable with death or transportation for life, if the offence be not committed; A public servant concealing a design to commit an offence which it is his duty to prevent, if the offence be not committed; Concealing a design to commit an offence punishable with imprisonment, if the offence be not committed; Criminal conspiracy other than which is punishable with death, transportation or rigorous imprisonment for a term of two years or upwards; Public servant negligently suffering prisoner in his custody to escape; Abetment of the desertion of an officer, soldier; Harbouring an officer, soldier who has deserted; Deserter concealed on board merchant-vessel, through negligence of master; Abetment of act of insuborrdination by an officer, soldier; Wearing the dress or carrying any token used by a soldier; Being member of an unlawful assembly; Joining an unlawful assembly armed with any deadly weapon; Joining in an unlawful assembly which has been commanded to disperse; Rioting; Rioting armed with deadly weapon; Joining of an assembly of five or more persons after it has commanded to disperse; Assaulting or obstrcting public servant when supressing riot, etc.; Wantonly giving provocation with intent to cause riot; Promoting enmity between classes; Inducing students to take part in political activity; Owner of land not giving information of riot; A public servant concealing a design to commit an offence which it is his duty to prevent, if the offence be not committed; Concealing a design to commit an offence punishable with imprisonment, if the offence be not committed; Criminal conspiracy other than which is punishable with death, transportation or rigorous imprisonment for a term of two years or upwards; Public servant negligently suffering prisoner in his custody to escape; Abetment of the desertion of an officer, soldier; Harbouring an officer, soldier who has deserted; Deserter concealed on board merchant-vessel, through negligence of master; Abetment of act of insuborrdination by an officer, soldier; Wearing the dress or carrying any token used by a soldier; Being member of an unlawful assembly; Joining an unlawful assembly armed with any deadly weapon; Joining in an unlawful assembly which has been commanded to disperse; Rioting; Rioting armed with deadly weapon; Joining of an assembly of five or more persons after it has commanded to disperse; Assaulting or obstrcting public servant when supressing riot, etc.; Wantonly giving provocation with intent to cause riot; Promoting enmity between classes; Inducing students to take part in political activity; Owner of land not giving information of riot; Person for whose benefit riot takes place; Agent of owner for whose benefit riot takes place; Harbouring persons hired for an unlawful assembly; Being hired to take part in an unlawful assembly or riot; Committing affray; Being a public servant and taking illegal gratification in respect of an official Act; Taking gratification by illegal means to influence a public servant; Taking gratification for the exercise of personal influence with a public servant; Abetment by public servant of the offences defined in section 162 and 163 with refernce to himself; Public servants obtaining any valuable thing from a person concerned in any business trnsacted by such public servant; Abetment of offences under sections 161 and 165; Public servant disobeying a direction of law to cause injury to any person; Public servant framing an incorrect document with the intent to cause injury; Public servant unlawfully engaging in trade.; Public servant unlawfully buying or bidding for property.; Personating a public servant; Wearing grab or carrying token used by public servant with fradulent intent; Bribery; Undue influence and personation at an election; False statement in connection with an election; Illegal payments with an election; Failure to keep election accounts; Absconding to avoid service of summons or other proceeding; Preventing the service or the affixing of any summons or notice or the removal of it when it has been affixed or preventing a proclamation; Disobeying a legal order to attend at a certain place; Intentionally ommiting to produce a document to a public servant by a person legally bound to produce or deliver such document; Intentionally ommiting to give notice or information to a public servant by a person legally bound to give such notice or information; Knowingly furnising false information to a public servant; Refusing oath when duly required to take oath by a public servant; Being legally bound to state truth and refusing to answer questions; Refusing to sign a statement made to a public servant when legally required to do so; Knowingly stating to a public servant on oath as true that which is false; Giving false information to a public servant; Resistance to the taking of property by the lawful authority of a public servant; Obstructing sale of property by authority of a public servant; Bidding by a person under a legal incapacity to purchase it, or bidding without intending to perform the obligations incurred thereby; Obstructing public servant in discharging of his public functions; Omission to assist public servant; Disobedience to an order lawfully promulgated by a public servant; Threatening a public servant with injury to him to induce him to do or for bear to do any official act; Threatening any person to induce him to refrain from making a legal application for protection from injury; Giving false evidence in a judicial proceeding; Knowingly issuing or signing a false certificate; Using as a true certificate one known to be false in a material point; False statement made in any declaration; Using as true any such declaration known to be false; Causing disappearance of evidence of an offence committed or giving false information touching it to screen the offender; Intentional omission to give information of an offence by a person; Giving false information respecting an offence committed; Destroying document to prevent its production as evidence; False personation for the purpose of any act or prosecution; Fradulent concealment of property to prevent its seizure as a forfeiture; Claiming property without right to prevent its being taken as forfeiture; Fraudulently suffering a decree to pass a sum not due; False claim in a Court of Justice; Fraudulently obtaining a decree to pass a sum not due; False charge of an offence; Harbouring an offender; Taking gift, etc to screen an offender from punishment; Offering gift in consideration of screening offender; Taking gift to help to recover moveable property; Harbouring an offender; Harbouring robbers or dacoits; Public servant disobeying a direction of law to save person from punishment or property from forfeiture; Public servant framing an incorrect record intentionally; Corruptly making or pronouncing order in a judicial proceeding; Commitment for trial or confinement by a person having authority who knows that he is acting contrary to law; Intentional omission to apprehend on the part of a public servant bound by law to apprehend and offender; Escape from confinement negligently suffered by a public servant; Resistance or obstruction by a person to his lawful apprehension; Resistance or obstruction by a person to his lawful apprehension of another person or rescuing from lawful custody; Omission to apprehend or sufferance of escape, on part of public servant; Resistance or obstruction to lawful apprehension or escape or rescue; Violation of condition of remission of punishment; Intentional insult of interruotion to a public servant sitting in stage of a proceeding; Personation of a juror or assessor; Counterfeiting a Government stamp; Having possession of an instrument for counterfeiting a Government stamp; Making, buying or selling instrument for counterfeiting a Government stamp; Sale of counterfeit Government stamp; Having possession of counterfeit Government stamp; Using as genuine a Government stamp known to be counterfeit; Efficacing any written from a substance bearing a Government stamp, or removing from a document a stamp used for it; Using a Government stamp known to have been before used; Erasure of mark denoting that stamp has been used; Fictitious stamps ; Use of false instrument for weighing; Use of false weigh or measure; Being in possession of false weights or measures for fradulent use; Making or selling of false weights or measures for fradulent use; Negligently doing any act known to be likely to spread infection of any disease dangerous to life; Malignantly doing any act known to be likely to spread infection of any disease dangerous to life; knowingly disobeying any quarantine rule; Adultering food or drink intended for sale so as to make the same noxious; Selling any food or drink as food or drink knowing the same as to be noxious; Adultering any drug or medical preparation intended for sale; Offering for sale of any drug or medical preparaation known to have been adultered; Knowing selling of any drug or medical preparation as a different drug or medical preparation; Defiling the water of a public spring or reservoir; Making atmosphere noxious to health; Driving or riding on a public way so rashly or negligently as to endanger human life, etc; Navigating any vessel so rashly or negligently as to endanger human life, etc; Exhibition of a false light, mark or buoy; Conveying for hire any person by water, in a vessel in such a state, or so loaded as to endanger his life; Causing danger, obstruction or injury in any public way or line of navigation; Dealing with any poisonous substance so as to endanger human life, etc; Dealing with fire or any combustible matter so as endanger human life, etc; Negligently dealing with any explosive substance; Negligently dealing with any machinery; A person omitting to guard against probable danger to human life by the fall of any building ovhe which he has a right entitling him to pull it down or repair it; A person omitting to take order with any animal in his possession, so as to guard against danger to human life, or of grievous hurt, from such animal; Committing public nuisance; Continuance of nuisance after injunction to discontinue; Sale, etc. of obsence books, etc.; Sale, etc. of obsence objects to young persons.; Obsence songs; Keeping a lottery office; Offering of prize in connection with trade, etc; Destroying, damaging or defiling a place of worship or sacred object; Causing a disturbance to an assembly engaged in religious worship; Trespassing in place of worship; Uttering any word etc. to wound religious feeling of anyone; Causing death by rash or negligent act; Causing death by rash driving or riding on a public way; Attempt to commit culpable homicide; Attempt to commit homicide; Causing miscarriage; Abondoning a child under 12 years of age by parents; Concealment of birth by secret disposal of dead body; Voluntarily causing hurt; Voluntarily causing hurt by dangerous weapon; Voluntarily cauisng grevious hurt; Voluntarily causing hurt to extort confession or information or to compel restoration of property etc; Voluntarily causing hurt to deter public servant from his duty; Voluntarily causing hurt on grave and sudden provocation; Causing hurt on grave and sudden provocation; Doing any act which endangers human life or the personal safety of others; Causing hurt by act which endangers human life, etc. Causing grievous hurt by act which endangers human life, etc; Causing grievous hurt by rash driving or riding on a public way; Wrongfully restraining any person; Wrongfully confining any person; Wrongfully confining for three or more days; Wrongfully confining for ten or more days; Keeping any person in wrongful confinement, knowing that a writ has been issued for his liberation; Wrongfully confining in secret; Wrongful confinement for the purpose of extorting property; Wrongful confinement for the purpose of extorting confession or information property or of compelling restorationof property; Assault or use of criminal force otherwise than on grave provocation; Assault or use of criminal force to a woman to outrage her modesty; Assault or use of criminal force with intent to dishonour a person; Assault or use of criminal force in attempt wrongfully to confine a person; Assault or use of criminal force on grave or sudden provocation; Kidnapping; Buying or disposing of any person as a slave; Unlawful compulsory labour; Sexual intercourse by a man with his own wife; Extortion; Extortion by threat of accusation of an offence; Putting a person in fear of accusation of offence; Cheating; Cheating by a person whose interest the offender was bound; Cheating by personation; Cheating and thereby dishonestly inducing delivery of property; Fradulent removal or concealment of property etc. to prevent distribution among creditors; Fraudulent preventing from being made available for his creditors a debt or demand due to offender; Fraudulent execution of deed of transfer containing a false statement of consideration; Fradulent removal or concealment of property; Mischief; Causing damage to the amount of 50 taka or upwards by mischief; Mischief by killing, poisoning, maiming or rendering useless any animal of the value of ten taka or upwards; Mischief by killing, poisoning or rendering useless any animal; Mischief by causing diminution of supply of water for agricultural purpose; Mischief by injury to public road, bridge etc; Mischief by causing inundation or obstruction to public drainage, attended with damage; Mischief by destroying lighthouse or sea-make, or by exhibiting false lighthouse; Mischief by destroying or moving etc. landmark fixed by public authority; Mischief by fire or explosive substance with intent to cause damage; House trespass; House trespass to commit an offence punishable with imprisonment; Dishonestly breaking any closed receptacle which contains property; Being entrusted with any closed receptacle which contains property and fraudulently opening the same; Negligent conduct of bank officers and employees; Defrauding banking company; Forgery to harm the reputation of any person; Using as genuine a forged document which is known to be forged; Making or counterfeiting a seal, plate etc. to commit a forgery punishable under section 467 of the Penal Code; Making or counterfeiting a seal, plate etc. to commit a forgery punishable otherwise than under section 467 of the Penal Code; Having possession of a document, knowing it to be forged to use it as genuine; Counterfeiting a device or marked used for authenticating documents; Falsification of accounts; Using false trade or property mark to deceive or injure any person; Counterfeiting a trade or property mark used by another to cause damage or injury; Counterfeiting a trade or property mark used by a public servant or any mark used by him to denote the manufacture, quality etc., of any property; Making or having possession of any die, plate or other instrument for counterfeiting any property or trade mark; Selling goods marked with a counterfeit property or trademark; Making a false make upon any package or receptacle containing goods; Making use of any false mark; Removing, destroying or defacing any property mark to cause injury; Possession of forged or counterfeit currency-notes or bank-notes; Being bound to attend on or supply the wants of a person who is helpless from youth, unsoundness of mind or disease and voluntarily omitting to do so; Marrying again during the life-time of a husband or wife; Concealment of the former marriage from the person with whom subsequent marriage is contracted; Fraudulently going throug
h t
he ceremony of being married knowing that he is not thereby lawfully married; Adultery; Enticing or taking away a married women; Defamation; Printing or engaving matter knowing it to be defamatory; Sale of printed or engraved, substance containing defamatory matter; Insult to breach of peace; Criminal intimidation; Criminal intimidation by anonymous communication or having taken precaution to conceal whence the threat comes; Act caused by inducing a person to believe that he will be rendered an object of Divine displeasure; Uttering any word or making any gesture to insult the modesty of a women; Appearing in a public place in a sate of intoxication and causing annoyance to any person; bailable offence crpc; bail in non bailable offence; bailable and non bailable offence pdf; non bailable offence upsc; bailable offence section crpc; bailable and non bailable offence upsc; bailable offence in hindi; non bailable offence in india; What are bailable and non bailable Offences?; What is bailable offence in Bangladesh?; Which type of Offences are bailable?; Which Offences are non bailable?; list of bailable and non bailable offence pdf; list of non bailable offence in bangladesh; bail under crpc in bangladesh; Bailable and non bailable offence in Bangladesh; non bailable offence philippines; when bail can be taken in non-cognisable offences?; anticipatory bail in bangladesh; bail bond in bangladesh; Who can grant bail in Bangladesh?; What are the 4 types of bail?; Who can grant bail under CrPC in Bangladesh?; What is bail bond in law?; bail under crpc in bangladesh; crpc 1898; crpc full form; crpc bangladesh; non bailable offence in bangladesh; how to file a criminal case in bangladesh; bail petition draft
জামিন ও জামিননামা বলিতে কি বুঝেন? জামিনযােগ্য অপরাধ এবং জামিন অযােগ্য অপরাধ বলিতে কি বুঝেন? কোন অপরাধ জামিনযােগ্য এবং কোন অপরাধ জামিন অযােগ্য তা কিভাবে নির্ধারণ করিবেন- আলোচনা করুন।
অথবা,
জামিনের দরখাস্ত দাখিল সংক্রান্ত আইনের বিধানবলী উল্লেখ করুন।
অথবা,
ফৌজদারী কার্যবিধির ৪৯৬, ৪৯৭ ও ৪৯৮ ধারাগুলি জামিন সংক্রান্ত বিষয়ে ফৌজদারী কার্যবিধির বিধানমতে কোন কোন অবস্থায় জামিন লাভ করা যায় বিস্তারিত আলোচনা করুন।
ফৌজদারী অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে জামিন(bail) একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনা বিচারে কোন ব্যক্তিকে আটক রাখা যাবে না এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জামিন অপরাধীর ক্ষেত্রে একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে। ফৌজদারী কার্যবিধিতে জামিন সংক্রান্ত বিধান আলােচনা করা হয়েছে।
জামিন (bail)
ফৌজদারী কার্যবিধিতে জামিনের কোন সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে। জামিন (bail) অভিব্যক্তিটির মৌলিক ধারণা হলো যেকোন ব্যক্তিকে পুলিশ হেফাজত হতে প্রতিশ্রুতিদাতা বা জামিনদারের হাতে অর্পণ এবং উক্ত প্রতিশ্রুতিদাতা এমন ব্যক্তি যিনি আদালত যখনই প্রয়ােজন মনে করেন তখনই অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করার প্রতিশ্রুতি দেয়।
জামিন সংক্রান্ত সাধারণ কিছু ধারণা:
জামিনের ২ (দুটি) শর্ত।
১। জামিননামা (bail bond)
২। জামিনদার (Surety)
জামিননামা (bail bond)
জামিননামা হলাে আদালতে রাখা একটি নির্ধারিত ফরম । ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর প্রথম তফসিলে ক্রমানুসারে ৪২ নম্বর নির্ধারিত (মুচলেকা) ফরমটি সম্পাদন করতে হয়। এই ফরমটি জামিননামা(bail bond) নামে পরিচিত। যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে। জামিননামাটি নির্ধারিত ফরম অনুযায়ী সম্পাদন করা না হলে, যে ব্যক্তি এটা সম্পাদন করছে তার কোন দায় তৈরী হবে না। ফৌজদারী কার্যবিধির ৪৯৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে জামিনে বা তার নিজের বজে মুক্তি দেওয়ার পূর্বে উক্ত ব্যক্তি পুলিশ কর্মকর্তা বা আদালত যেরুপ। আশখাব মনে করেন সেইরুপ পরিমাণ অর্থের জন্য একটি মুচলেকা সম্পাদন করবে। ফৌজদারী কার্যবিধির ৪৯৯ ধারায় আদালত বা পুলিশ জামিনের জন্য অর্থ নির্ধারণ করে তা জামিননামায় উল্লেখ করতে হবে।
জামিনদার (Surety):
জামিনদার হলাে এমন ব্যক্তি যে জামিননামায় স্বাক্ষর করে এই শর্তে যে, যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে যদি জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয় বা হাজির না হয় তাহলে জামিনদার জামিননামায় উল্লেখিত অর্থ পরিশােধ করবে ।
জামিন সংক্রান্ত অন্যান্য বিধানসমূহ
ফৌজদারী কার্যবিধির ৪৯৬ থেকে ৫০২ ধারায় জামিন সংক্রান্ত বিধান আলােচনা করা হয়েছে। এর মধ্যে ৪৯৬, ৪৯৭ এবং ৪৯৮ ধারায় বিভিন্ন অপরাধে কখন জামিন দেওয়া যায় এবং কখন জামিন দেওয়া যাবে না তা আলােকপাত করা হয়েছে। এই দিক হতে জামিনকে নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করা যায়।
১। জামিনযােগ্য অপরাধে জামিন।
২। জামিনঅযােগ্য অপরাধে জামিন
৩। আগাম জামিন।
নিচে বিস্তারিত আলােচনা করা হলাে।
জামিনযােগ্য অপরাধের ক্ষেত্রে জামিন
ফৌজদারী কার্যবিধির ৪(খ) জামিনযােগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। জামিনযােগ্য অপরাধ বলতে ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফসিলে জামিনযােগ্য অপরাধ বলে উলেখিত অপরাধসমূহ এবং বর্তমানে কার্যকর কোন আইন কর্তৃক জামিনযােগ্য করা হয়েছে এমন কোন অপরাধ। জামিনযােগ্য অপরাধের ক্ষেত্রে আদালত বা পুলিশ কখন জামিন দিতে পারে তা ৪৯৬ ধারায় বর্ণনা করা হয়েছে। ৪৯৬ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি জামিনযােগ্য অপরাধে আটক হলে অথবা তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ওয়ারেন্ট ছাড়া আটক করা হলে বা সে আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, সে যদি উক্ত কর্মকর্তার হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যধারার কোন পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে, তাহলে আটককৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে।
৪৯৬ ধারায় শুধুমাত্র জামিনযােগ্য অপরাধের ক্ষেত্রে এবং যদি অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকে বা আটক থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে পারে। যে ব্যক্তি স্বাধীন অর্থাৎ যাকে আটক করা হয়নি তাকে ৪৯৬ ধারায় জামিনে মুক্তি দেওয়া যায় না। কারণ জামিনে মুক্তি অর্থ হলাে পুলিশ হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্তকে জামিনদারের নিকট অর্পণ করা। ৪৯৬ ধারায় জামিনযােগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার এবং জামিনযােগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশসূচক। অর্থাৎ ৪৯৬ ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আদালত উভয় আটককৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। এই ক্ষেত্রে জামানত গ্রহণ করে বা জামানত গ্রহণের পরিবর্তে হাজির হওয়ার নিমিত্তে জামিনদার ব্যতীত আটকৃত ব্যক্তি মুচলেকা সম্পাদন করলে, তাকে জামিনে মুক্তি দিতে পারে। শর্তের দিক হতে এই ধারা আদেশমূলক এবং আদালত এর বিধিবিধান পালনে বাধ্য। জামিনযােগ্য প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে জামিন একটি অধিকার, অনুগ্রহ নহে। ৪৯৬ ধারায় সন্তোষজনক জামানতের শর্তে জামিনযােগ্য অপরাধগুলােতে অভিযুক্ত ব্যক্তির জামিন পাবার অপরাজেয় অধিকার আছে।
২। জামিনঅযােগ্য অপরাধের ক্ষেত্রে জামিন
(Bail in non bailable offence)
ফৌজদারী কার্যবিধির ৪(খ) ধারা অনুযায়ী দ্বিতীয় তফসিলে উল্লেখিত জামিনযােগ্য অপরাধ ছাড়া অন্যান্য অপরাধ জামিনঅযােগ্য। ৪৯৭ ধারায় কখন জামিনঅযােগ্য অপরাধে জামিন মঞ্জুর করা যায় তা আলােচনা করা হয়েছে। ৪৯৭ ধারায়। জামিনঅযােগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার না বরং জামিন অযােগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা (Discretionary Power) | আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে আবার। নাও দিতে পারে ।
Captain (Retd) Nurul Huda vs State;55 DLR (AD) 33 মামলায় বলা হয়েছে, জামিন মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারে যদি মামলার বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আদালত সন্তুষ্ট হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ করা সম্ভব হবে না। ৪৯৭ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি জামিনঅযােগ্য অপরাধে আটক হলে অথবা তাকে থানার ভারপ্রাপ্ত কর্তৃক ওয়ারেন্ট ছাড়া আটক করা হলে বা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, তাকে জামিনে মুক্তি প্রদান করা যেতে পারে (may be released on bail).
কিন্তু জামিন অযােগ্য অপরাধে আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিবে না। (shall not be released on bail) যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডণীয় কোন অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে। অর্থাৎ মত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডণীয় কোন অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য আদেশসূচক (imperative).
রাষ্ট্র বনাম ফয়সাল আলম আনসারী মামলায় হাইকোর্ট বিভাগে জামিন আবেদনে। আদালত দেখে যে প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্ত ব্যক্তির খুন করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল পুলিশ তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযােগপত্র দাখিল করেছে এবং মামলার প্রতিবেদন ইতােমধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠানাে হয়েছে এবং পরবর্তী শুনানীর দিন নির্ধারিত হয়েছে ১৯-১১-২০০০। এই প্রেক্ষাপটে মহামান্য হাইকোর্ট সিদ্ধান্ত প্রদান করে যে, উপরে উল্লেখিত বিষয় এবং প্রেক্ষাপটে আদালত জামিন মঞ্জুর করার ক্ষেত্রে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারে না।
ক্যাপটেন (অব:) নুরুল হুদা বনাম রাষ্ট্র, মামলায় বলা হয়েছে জামিন মঞ্জুর করা বা প্রত্যাখ্যান করা প্রত্যেকটি মামলার বিশেষ প্রেক্ষাপটের উপর নির্ভর করে এবং অপরাধী মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য শুধুমাত্র এই কারণে জামিন প্রত্যাখ্যান করা পর্যাপ্ত কারণ না। অর্থাৎ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডণীয় শাস্তিযােগ্য অপরাধের ক্ষেত্রে মামলার প্রেক্ষাপট বিবেচনা করে আদালত জামিন দিতে পারে। যেমন, ৪৯৭ ধারায় বলা হয়েছে জামিন অযােগ্য অপরাধের (যেকোন শাস্তিযােগ্য অপরাধের ক্ষেত্রে) আদালত নিম্ন লিখিত অভিযুক্তদের জামিন দিতে পারবে, যদি
১) তার বয়স ১৬ বছরের নিচে হয়।
২) স্ত্রী লােক হয়।
৩) পীড়িত বা অক্ষম লােক হয় ।
একজন অভিযুক্ত ব্যক্তি যার বয়স ১৬ বছরের নিচে না বা কোন মহিলা বা কোন অসুস্থ ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যায় না যদি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডণীয় অপরাধ করেছে।
৫টি ক্ষেত্রে একজন অভিযুক্ত ব্যক্তি যাকে জামিনে মুক্তি দেওয়া হযেছে তার জামিন বাতিল করে জেলে পাঠানাে যায়।
১) জামিনের সময় অভিযুক্ত ব্যক্তি তাকে যে অপরাধে বিচার করা হচ্ছে সে একই অপরাধ করেছে;
২) যদি সে তদন্ত বাধাগ্রস্থ করে;
৩) যদি সে সাক্ষ্য প্রমাণ নষ্ট করে;
৪) যদি সে বিদেশে চলে যায় বা জামিনদারের এখতিয়ারের বাইরে চলে যায়;
৫) যদি সে প্রতিশােধের জন্য সংঘাত করে।
৩। আগাম জামিন (Anticipatory bail)
ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এ আগাম জামিন সম্পর্কে কোন সুনির্দিষ্ট বিধান করা হয় নি। ৪৯৮ ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে জামিন মঞ্জুরের অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সে ক্ষমতা বিচার বিবেচনার সাথে প্রয়ােগ করতে হবে। শুধুমাত্র ফৌজদারী কার্যবিধির ৪৯৮ ধারায় আগাম জামিনের আবেদন করা যায়, অন্যকোন ধারায় জামিনের আবেদন করা না। আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের একই ক্ষমতা আছে। গুরুবিকাশ সিং সিভা বনাম স্টেট অব পাঞ্জাব, মামলায় বলা হয়েছে, ৪৯৮ ধারায় জামিনের যে সুযােগ দেওয়া হয়েছে তা সাধারণত আগাম জামিন নামে পরিচিত যে অভিব্যক্তিটি সর্ব প্রথম ভারতীয় আইন কমিশন তার ৪১তম প্রতিবেদনে ব্যবহার করেছিল।
জামিনের আদেশ এবং আগাম জামিনের আদেশের মধ্যে পার্থক্য হলাে জামিনের। আদেশ অভিযুক্তকে আটকের পরে মঞ্জুর করা হয় এবং জামিনের আদেশ বলতে বােঝায় পুলিশ হেফাজত হতে আটককৃত অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া। অন্যদিকে আগাম জামিন আটকের আগে মঞ্জুর করা হয়। অন্য কথায় বলা যায় এটা হলাে আটক পূর্ব আইনগত কার্যপদ্ধতি যা নির্দেশ প্রদান করে যে, যে ব্যক্তির অনুকূলে এই আদেশ মঞ্জুর করা হয়েছে, সেই ব্যক্তিকে যে ক্ষেত্রে বা অভিযােগের জন্য এই আদেশ প্রদান করা হয়েছে সেই অভিযােগে আটক করা হলে, তাকে জামিনে মুক্তি দিতে হবে। অর্থাৎ আগাম জামিনের আদেশ আটক হওয়ার সাথে সাথে কার্যকর হয়। পুলিশ রিপাের্ট জমা দেওয়ার পর , আগাম জামিন মঞ্জুর করার কোন সুযােগ নেই। অগ্রিম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয়। আটকের আশংকা আছে এমন কোন ব্যক্তিকে আটকের আগে যখন জামিন দেওয়া হয় তখন তাকে আগাম জামিন (Anticipatory bail) বলে । জামিন অযােগ্য অপরাধে আটকের আশংকা আছে মনে করলে, কোন ব্যক্তি হাইকোর্টে বা দায়রা আদালতে জামিনের আবেদন করতে পারবে।
Draft...
0 Comments