সর্বশেষ

6/recent/ticker-posts

পরিত্যক্ত সম্পত্তি [Abandoned property]



পরিত্যক্ত সম্পত্তি [Abandoned property]
পরিত্যক্ত সম্পত্তি
[Abandoned property]


The Bangladesh Abandoned Property (Control, Management and Disposal) Order, 1972 ( PRESIDENT'S ORDER NO. 16 OF 1972 ) অনুসারে পরিত্যক্ত সম্পত্তির বিধান জারী করা হয়। ১৯৭২ সালের ২৮ শে ফেরুয়ারী P. 0 ১৬/৭২ জারী করা হয়। কোন কোন সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসাবে গণ্য হবে তা উক্ত আদেশের ২ (1) (i) ধারায় বর্ণিত  হয়েছে যে-

(ক) পশ্চিম পাকিস্তান যা বর্তমানে পাকিস্তান হিসাবে পরিচিত দেশের নাগরিকগণের সম্পত্তি যা বাংলাদেশে রয়েছে এবং যা ১৯৭১ সালের ২৫শে মার্চের পর অর্জিত,

(খ) বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আদেশ নম্বর ১/১৯৭২ আদেশ অনুসারে ঘোষিত সম্পত্তি।

এক্ষেত্রে P. 0. ১৬/৭২ এর ৩ (২) ধারা অনুসারে পরিত্যক্ত সম্পত্তির দেখাশুনার জন্য প্রশাসক নিযুক্ত  হবেন যিনি বা যারা উক্ত সম্পত্তি তত্ত্বাবধান  করবেন। 

এ প্রসঙ্গে Nasiruddin Vs. Government of Bangladesh and others, 32 DLR (AD) (1980) মােকদ্দমার সিদ্ধান্তে বলা হয়েছে যে, ১৯৭২ সালের ২৮ শে ফেরুয়ারী প্রেসিডেন্ট অর্ডার ১৬/৭২ জারী হওয়ার পর পরিত্যক্ত সম্পত্তি সরকারের উপর অর্পিত হবে এবং উক্ত আদেশ অনুসারে পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনা, তত্তাবধান, হস্তান্তর  ইত্যাদি পরিচালিত হবে। 

আবার Government of Bangladesh Vs. Messres A. T. J. Industries Ltd. and others, 28 DLR (AD) (1976) মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে,পরিত্যক্ত সম্পত্তি ঘােষণার পূর্বে উক্ত সম্পত্তির প্রকৃত মালিককে নােটিশ প্রদান করা উচিত। নােটিশ দেওয়া সত্ত্বেও প্রকৃত মালিক উপস্থিত না হলে সরকারের উক্ত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি(Abandoned property) ঘােষণার অধিকার আছে।


Bangladesh Vs. Md. Suruzzamal and others, 15 BLD (AD) 146 মামলায় বলা আছে যে, যখন সম্পত্তির কথিত মালিক relevant period এ বাংলাদেশে ছিলেন না, তার অবস্থান জানা ছিল না এবং তিনি সম্পত্তি দখল, তত্ত্বাবধান বা পরিচালনা করা বন্ধ করে দিয়েছিলেন, এ ধরনের সম্পত্তিই পরিত্যক্ত সম্পত্তি। 


মোটকথা মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৬ নম্বর আদেশের ২(১) অনুচ্ছেদ অনুসারে কোন সম্পত্তির মালিক বাংলাদেশ অনুপস্থিত থাকলে কিংবা তার অবস্থান অজানা থাকলে অথবা ব্যক্তিগতভাবে  তিনি সম্পত্তি ভোগ দখল, তদারকি কিংবা ব্যবস্থাপনা করতে ব্যর্থ হলে ওই ধরনের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বলা হবে।


২৫ মার্চ ১৯৭১ সালের  পর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যুদ্ধে কিংবা সামরিক অভিযানে নিয়োজিত ছিল, এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা সম্পত্তি রেখে পালিয়েছে এবং তাদের নাম-পরিচয় ঠিকানা জানা নাই অথবা এমনও হয়েছে যে, যে সম্পত্তি বাংলাদেশে রয়েছে তার কোন দখল তত্ত্বাবধান তার বা তাদের অধীনে নেই এমন সব সম্পত্তিই মূলত পরিত্যক্ত সম্পত্তির আওতায় আনা হয়েছে।


এখানে একটি কথা উল্লেখ করা ভালো যে, ১৯৭২ সালের বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি)  আদেশের ২৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ১৯৭২ সালের ৮ মে বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (জমি, ভবন ও অন্যান্য সম্পত্তি) বিধিও জারি করেন। অবশ্য পরবর্তীতে অর্থাৎ ১৯৮৫ সালে ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) অর্ডিন্যান্স’ নামে একটি সম্পূরক অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করা হয়।


 যাহোক, নিচে  পরিত্যক্ত সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মামলা তুলে ধরা হলো-


  1. Feroz Ahmed Vs. Bangladesh, 13 BLD (HCD) 160

  2. Mrs. Akhtar Jahan Begum Vs. The Court of Settlement Bangladesh abandoned Buildings and others, 13 BLD (HCD) 177

  3. Mrs. Akhtar Jahan Begum Vs. The Court of Settlement, Bangladesh Abandoned Buildings and others, 13 BLD (HCD) 177.

  4. Amela Khatun and others Vs. Chairman, Court of Settlement and others, 13 BLD (HCD) 517.

  5. Bangladesh Vs. Md. Suruzzamal and others, 15 BLD (AD) 146.

  6. Govt. of Bangladesh Vs. Md. Jalil and others, 16BLD (AD) 21

  7. Mohammad Moniruddin Vs. Bangladesh and another, 16 BLD (AD) 165.

  8. Rahima Begum and others Vs. The Court of Settlement and others, 1 7BLD (AD) 118.

  9. Masuda Anowar Vs. Bangladesh and another, 17 BLD (HCD) 427.

  10. Mst. Saleha Begum Vs. The Chairman, First Court of Settlement, Dhaka and another, I 7BLD (HCD) 241

  11. Mrs. Lalima Begum and another Vs. The Chairman, Court of Settlement, J7BLD (HCD) 270

  12. The Chairman Sena Kalyan Sangstha Vs. Haji Sufi Fazal Ahmed and others, J7BLD (HCD)584

  13. Mrs. Jebon Nahar and ors. Vs. Bangladesh and others, 18 BLD(HCD)141

  14. Govt. of Bangladesh Vs. Saber Ahmed, 18 BLD (HCD) 498.

  15. The Secretary, Ministry of Public Works, Government of Bangladesh Vs. Md. Sharifullah and others, 18 BLD (HCD) 93.

  16. Syed Afzal Nowab vs. G.M. Yousuf and ors, 18 BLD (AD) 240

  17. Government of Bangladesh Vs. Syed Chand Sultana and others, 18 BLD(AD) 274

  18. Musammat Salma Begum & anr. Vs. Govt. of Bangladesh & ors, 19 BLD(HCD) 368.

  19. Bangladesh Vs. Md. Shajahan, 20 BLD (AD) 37.

  20. Chowdhury Nasimul Baqui Vs Bangladesh Steel and Engineering Corporation & others, 20 BLD (AD) 181.

  21. Bangladesh Vs Md. Shajahan, 20 BLD (AD) 166.

  22. Bangladesh Italian Marble Works Ltd. and another Vs Government of Bangladesh and another, 20 BLD (AD) 154.

  23. Govt. of Bangladesh & ors Vs. Bibi Marium and others, 21 BLD(AD) 89

  24. Asma Begum Vs Bangladesh and others, 21 BLD(AD) 134

  25. Bangladesh and another Vs. Habib Zamil, 21 BLD (AD) 36.

  26. Mojibur Rahman Vs. Bangladesh and others, 15 BLD (HCD) 619.

  27. M/s. Eastern Industries Vs. Bangladesh and another, 20 BLD(HCD) (HCD) 520

  28. Bibi Zarina and others Vs. Government of Bangladesh and others, 20 BLD(HCD) (HCD) 164


বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি)  আদেশের Pdf কপি ডাউনলোড করুন

>>>>>>>>>>>>>>>>


Post a Comment

0 Comments