সর্বশেষ

6/recent/ticker-posts

রেস জুডিকাটা ও এস্টোপেলের মধ্যে পার্থক্য DIFFERENCE BETWEEN RES JUDICATA AND ESTOPPEL

রেস জুডিকাটা ও এস্টোপেলের মধ্যে পার্থক্য

 রেস জুডিকাটা ও এস্টোপেলের মধ্যে পার্থক্য


১. পারিভাষিক শব্দ রেস জুডিকাটা(Res judicata)ল্যাটিন ভাষা থেকে উদ্ভব হয়েছে। অন্যদিকে Estoppel শব্দটি  French শব্দ ‘Estouppail’ থেকে  নেওয়া হয়েছে।


২. রেস জুডিকাটা  দেওয়ানী কার্যবিধিতে আলোচনা করা হয়েছে। পক্ষান্তরে এস্টোপেল সাক্ষ্য আইনের  আলোচ্য বিষয়।


৩. রেস জুডিকাটার মাধ্যমে এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক নিষ্পন্নকৃত বিষয়কে পুনরায় বিচারের জন্য আদালতকে অন্যকোন এখতিয়ারের বাইরে রাখে। অন্যদিকে  এস্টোপেল  কোন অথবা কার্য কার্যবিধির কিছুপ্রমাণ করতে নিষেধ করে।


৪. রেস জুডিকাটা জনস্বার্থ নীতির উপর প্রতিষ্ঠিত কিন্তু এস্টপেল ব্যক্তিস্বার্থ সম্বন্ধীয় নীতির উপর প্রতিষ্ঠিত ।

৫. আদালতের পূর্বের কোন মোকদ্দমার রায়ের ফলে রেস জুডিকাটা উদ্ভব হয়। অন্যদিকে এস্টোপেল বিবদমান পক্ষসমূহের স্বীয় কার্যফল হিসেবে উদ্ভূত হয়।


৬. রেস জুডিকাটা একই বিষয়ে দুইবার মোকদ্দমা করা হতে বিরত রাখে।  পক্ষান্তরে এস্টোপেল পরস্পরবিরোধী বক্তব্য প্রদান হতে বিরত রাখে।


৭. রেস জুডিকাটা নীতি বলবৎ থাকার ফলে মামলা বিষয়ে মানুষের ভোগান্তির অবসান হয়েছে।অন্যদিকে  এস্টোপেল নীতি বলবো থাকার ফলে কেউ তার কৃত অন্যায়ের সুযোগ নিতে পারে না।


৮. রেস জুডিকাটা নীতি দেওয়ানী কার্যবিধির ১১ ধারায়  বিশেষ ভাবে আলোচিত হয়েছে। অন্যদিকে  এস্টোপেল  সাক্ষ্য আইনের ১১৫ ধারায় আলোচনা করা হয়েছে।

0000000

......


Post a Comment

0 Comments