সর্বশেষ

6/recent/ticker-posts

রেস জুডিকাটা প্রয়োগের শর্তাবলী, রেস জুডিকাটা, রেস সাবজুডিস ও এসটপেলের মধ্যে পার্থক্য all about of Res judicata in details

 

রেস জুডিকাটা প্রয়োগের  শর্তাবলী, রেস জুডিকাটা, রেস সাবজুডিস ও এসটপেলের মধ্যে পার্থক্য all about of Res judicata in details
  • রেস জুডিকাটা সম্পর্কে আলোকপাত করুন।
  • রেস জুডিকাটা বলতে কি বুঝেন। রেস জুডিকাটা প্রয়োগ করতে কি কি শর্ত পালন করতে হবে- তা আলোচনা করুন।
  • সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ এবং রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
  • রেস জুডিকাটা এবং এসটপেলের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটার বিধান কি প্রযোজ্য হবে?
  • সহ বাদী ও সহ বিবাদীদের মধ্যে কি রেস জুডিকাটা প্রযোজ্য হয়?

রেস জুডিকাটা বা দোবরা দোষ কি?

 [What is Res Judicata (claim preclusion)?] 


রেস জুডিকাটা (Res Judicata) বা দোবরা দোষ নীতি এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ Res এর অর্থ বিষয় এবং Judicata এর অর্থ আদালত কর্তৃক নিষ্পত্তি। সুতরাং রেস জুডিকাটা (Res Judicata) মানে আদালত কর্তৃক নিষ্পন্নকৃত কোন বিষয়। রেস জুডিকাটা হলো ইংলিশ কমন ল ব্যবস্থা থেকে উদ্ভূত এমন এক নীতি যা কোন এখতিয়াসম্পন্ন আদালতে কোন  মোকদ্দমায় একবার বিচার নিষ্পন্ন হয়েছে এমন বিষয় নিয়ে পুনরায় মোকদ্দমা করা থেকে বিরত রাখে। এক কথায় বলা যায়, রেস জুডিকাটা হলো আদালত কর্তৃক  নিষ্পত্তিকৃত একই বিষয়ে পুনরায় বিচারে বাধা সংক্রান্ত একপ্রকার নীতি। রেস জুডিকাটা নীতিকে অনেক আইনজ্ঞ এস্টোপেল বা প্রতিবন্ধ (Estoppel) এর সাদৃশ্য বলে গণ্য করে থাকে। 



রেস জুডিকাটা (Res Judicata) বা দোবরা দোষ নীতির আইনগত ব্যাখ্যা দেওয়ানী কার্যবিধিতে দেওয়া হয়েছে। দেওয়ানী কার্যবিধির ১১ ধারায় বলা আছে যে, একই পক্ষদ্বয়ের মধ্যে, একই বিষয়বস্ত নিয়ে কোন মোকদ্দমা এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক একবার চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়ে গেলে, সেই পক্ষ বা তাদের স্থলবর্তীগণের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে অন্য কোন এখতিয়ারসম্পন্ন আদালতেপুনরায় মোকদ্দমা দায়ের করলে উক্ত আদালত মোকদ্দমাটির বিচার করবে না। 


দেওয়ানী কার্যবিধির ১১ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে-


১. পূর্ববর্তী মামলা হলো সেই মামলা যার বিচার তর্কিত মামলার পূর্বেই শেষ হয়েছে, মামলাটি পূর্বে বা পরে যে সময়টা দায়ের করা হোক না কেন। 


২. এই ধারায় আদালতের বিচারের ক্ষমতা উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অধিকার ব্যতিরেকে বিবেচনা করতে হবে।


৩.পূর্ববর্তী মামলার মূল বিচার্য বিষয় এক পক্ষ কর্তৃক দাবীকৃত এবং অন্য পক্ষ কর্তৃক সরাসরি বা পরোক্ষভাবে (expressly or impliedly) স্বীকৃত  বা অস্বীকৃত হতে হবে।


৪. যেসব বিষয় পক্ষে বা বিপক্ষে যুক্তি হিসেবে  উপস্থাপিত হতে পারত, তাও মূল বিচার্য বিষয় বলে গণ্য হবে। 


৫. মামলার আর্জিতে(plaint) কোন প্রতিকার চাওয়া হয়ে থাকলে তা প্রকাশ্যভাবে ডিক্রিতে অন্তর্ভুক্ত না থাকলে (not expressly granted by the decree) তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে গণ্য হবে।


৬. যখন কতিপয় ব্যক্তি কোন সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তিগত অধিকার নিয়ে সরল বিশ্বাসে(bona fide) মামলা করেন তখন উক্ত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিই এই ধারার উদ্দেশ্যে মামলাকারীদের সূত্রে স্বত্ব দাবি করেছে বলে ধরে নেওয়া হবে।


যাহোক, রেস জুডিকাটা নীতির মূল কথা হলো- যথাযথ এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক পক্ষ বোনের মধ্যে যে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে, সেই পক্ষগণের মধ্যে ওই বিষয়ে পুনরায় কোন মোকদ্দমা চলবে না।



রেস জুডিকাটা যে নীতির ওপর প্রতিষ্ঠিত

[The maxims/Principles of res judicata] 


রেস জুডিকাটা নীতি ০৩টি ল্যাটিন নীতির ওপর প্রতিষ্ঠিত। যেমন-


  • একই কারণে কোনো ব্যক্তিকে দুইবার বিচারের সম্মুখীন করা উচিত নয়।

[Nemo Debet Bis Vexari Pro Una Et Eadem Causa- No one should be punished twice for the same offence.]

  • রাষ্ট্রের স্বার্থে প্রতিটি মামলার একটি নিষ্পত্তি থাকা উচিত।

[Interest reipublicae ut sit finis litium-In the interest of a state as a whole, litigation must come to an end.]

  • আদালতের বিচারিক সিদ্ধান্তকে অবশ্যই সঠিক হিসাবে গণ্য করতে হবে।
        [Res judicata pro veritate accipitur-A judicial decision must be accepted as correct(truth).]

রেস জুডিকাটা নীতির শর্তাবলী/রেস জুডিকাটার উপাদানসমূহ

[Preconditions of Ras judicata]


দেওয়ানী কার্যবিধির ১১ ধারা অনুযায়ী  রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে-


১. দুইটি মামলা

রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে হলে অবশ্যই দুটি মামলা থাকতে হবে; পূর্বে দায়েরকৃত মামলা এবং পরবর্তীতে দায়েরকৃত মামলা।


২. একই বিচার্য বিষয়

পূর্ববর্তী ও পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার অর্থাৎ দুইটি মোকদ্দমার একই  বিচার্য বিষয়  থাকতে হবে। ১১ ধারায় বলা হয়েছে যে, কোন আদালতে এমন কোনো মোকদ্দমা বা প্রশ্নের বিচার করবে না যার মূল বিচার্য বিষয় পূর্ববর্তী কোন মোকদ্দমার মূল বিচার্য বিষয় ছিল। মোকদ্দমার বিষয়বস্তু  নয় বরং মোকদ্দমার বিচার্য বিষয় রেস জুডিকাটা নীতির  মূল ভিত্তি। কেদার বনাম রাম মামলায় বলা হয়েছে, দুইটি মোকদ্দমার বিষয়বস্তু, মোকদ্দমার কারণ এবং প্রতিকার ভিন্ন হতে পারে কিন্তু দুইটি মোকদ্দমা বিচার্য বিষয় যদি একই হয়, সেক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে হবে। পাওনাদারের অনুকূলে অর্থঋণ আদালতে কোনো সিদ্ধান্ত দেউলিয়াত্ব মোকদ্দমায় রেস জুডিকাটা হবে না কারণ দুইটি মোকদ্দমার কার্যধারায় বিচার্য বিষয় একই নয়।



৩. একই পক্ষদ্বয়


পূর্ববর্তী মোকদ্দমায় যেসকল পক্ষদ্বয় ছিল পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি সেই একই পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে অথবা এমন কোনো  পক্ষদ্বয়েরমধ্যে হতে হবে যারা বা যাদের মধ্যে কেউ তাদের স্বত্বের দাবি করে।


৪.  একই স্বত্ব

পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমায় দাবীকৃত প্রতিকার  বা স্বত্ব পূর্ববর্তী মোকদ্দমায় দাবীকৃত স্বত্ব একই ছিল। একই স্বত্ব বলতে একই অবস্থা বুঝায় এবং স্বত্ব  বলতে মোকদ্দমার কারণ বুঝায় না কিন্তু যে পক্ষ মোকদ্দমা করেছে বা যার বিরুদ্ধে করা হয়েছে তার স্বার্থকে বুঝায়। যদি প্রথম মোকদ্দমাটি সম্পত্তিতে কোন চার্জ প্রতিষ্ঠার জন্য করা হয় এবং দ্বিতীয়টি মালিকানার ওপর ভিত্তি করে করা হয়, সেই ক্ষেত্রে একই স্বত্ব নিয়ে মামলা দায়ের করেছে বলে বলা যাব না।


৫. এখতিয়ারসম্পন্ন আদালত


যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটির বিচার করেছে সে আদালত অবশ্যই পরবর্তী মোকদ্দমাটির বিচার করার এখতিয়ারসম্পন্ন হবে।


৬. চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে


পরবর্তী মোকদ্দমার মূল বিচার্য বিষয় পূর্ববর্তী মোকদ্দমায় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে। যখন মোকদ্দমা অবস্থায় থাকে তখন পূর্ববর্তী মোকদ্দমার সিদ্ধান্তটা দ্বারা বাহিত হবে না। কোন বিষয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে গণ্য করা হবে যখন আপিল করার বিধান থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কোনো আপিল দায়ের করা হয়নি বা যেখানে আপীলের কোন বিধান নেই।


অপেক্ষা করুন প্লিজ...।।

http:// www.legalserviceindia.com/articles/rju.htm http://www.utcle.org/eLibrary/preview.php?asset_file_id=12359 http://www.absoluteastronomy.com/topics/Res_judicata#encyclopedia

Post a Comment

0 Comments