সর্বশেষ

6/recent/ticker-posts

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০[The State Acquisition and Tenancy Act, 1950 pdf]

                  


sat act,খাস জমির তালিকা,sat act,
sat act 1950,sat act section 143,
sat act section 116,sat act 117,sat act section 96,
bengal tenancy act,tenancy act 1950,
state acquisition and tenancy act 1950,
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন- ১৯৫০ এর ইতিহাস ও উদ্দেশ্য,
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন- ১৯৫০ এর ইতিহাস,
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন- ১৯৫০ এর উদ্দেশ্য,
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন- ১৯৫০

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০

[The State Acquisition and Tenancy Act, 1950] 

(East Bengal Act)

( ACT NO. XXVIII OF 1951 )

 

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর মোট ০৫(পাঁচ)টি অংশ রয়েছে। এর মধ্যে ৫ম অংশ কার্যকরী হওয়ার পর বাকি চারটি অংশের দুই-একটি ধারা বাদে অন্যান্য ধারাগুলির কার্যকারিতা বর্তমানে নেই। যাহোক নিচে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ আলোচনা করা হলো-

প্রথম অংশ: অধ্যায়-১ 

ধারা ১-২: শিরোনাম ও সংজ্ঞা

[Short title and Definitions]

দ্বিতীয় অংশ: অধ্যায়-২ 

ধারা ৩-১০(ক): কিছু খাজনা গ্রহীতার  স্বার্থে অধিগ্রহণের নিমিত্ত বিশেষ বিধানাবলী এখানে বর্ণিত হয়েছে। 

[SPECIAL PROVISIONS FOR THE ACQUISITION OF THE INTERESTS OF CERTAIN RENT-RECEIVERS] 

 

তৃতীয় অংশ: অধ্যায়-৩ 

ধারা ১১-১৬:চাকরির বিনিময়ে দখলকৃত জমির সম্পাদিত বিশেষ শর্তাবলী

[SPECIAL PROVISIONS REGARDING LANDS HELD IN LIEU OF SERVICE]

 চতুর্থ অংশ

 অধ্যায়-৪ 

ধারা ১৭-৩১:স্বত্বলিপি প্রস্তুতকরণ

 [PREPARATION OF RECORD-OF-RIGHTS] 

(এই অধ্যায়ে  কি কি বিষয়ে রেকর্ডভুক্ত করতে হবে,খাজনার বৃদ্ধি ও নির্ধারণ,দখলীয় ভূমির খাজনা প্রদান,সেবামূলক  প্রজাস্বত্বের ক্ষেত্রে খাজনা কেমন হবে,দেওয়ানী আদালতের এখতিয়ারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ইত্যাদি আলোচনা করা হয়েছে।)

অধ্যায়-৫ এবং অধ্যায়-৫(ক) 

ধারা ৩২-৪৬:খাজনা প্রাপকদের স্বার্থ ও কতিপয় অন্যান্য স্বার্থ অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ নির্ধারণ

 [ASSESSMENT OF COMPENSATION AND ACQUISITION OF INTERESTS OF RENT-RECEIVERS AND OF CERTAIN OTHER INTERESTS] 

[SPECIAL PROVISIONS FOR PREPARATION OF COMPENSATION ASSESSMENT-ROLLS IN RESPECT OF PROPERTIES ACQUIRED UNDER CHAPTER II]

(এই অধ্যায়ে  ক্ষতিপূরণ নির্ধারণ বিবরণী প্রস্তুতের আদেশ, খাদ্য প্রাপকদের মোট আয়,প্রকৃত আয় গননা,শেইর (SAIR),খাজনা প্রাপকদের স্বার্থের জন্য ক্ষতিপূরণের হার,ঊর্ধ্বতন রেভিনিউ কর্তৃপক্ষের কাছে আপিলের বিধান,খতিয়ান মুদ্রণ ও বিতরণ ইত্যাদি আলোচনা করা হয়েছে। তাছাড়া দ্বিতীয় অধ্যায়ের অধীনে অর্জিত সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ মূল্যায়ন-রোল প্রস্তুত করার জন্য বিশেষ বিধান নিয়ে অধ্যায়-৫(ক) তে আলোচনা করা হয়েছে। )

অধ্যায়-৬ 

ধারা ৪৭-৪৮: ক্ষতিপূরণ মূল্যায়ন-রোল প্রস্তুতের জন্য কর্তৃপক্ষ।

 [AUTHORITIES FOR THE PREPARATION OF COMPENSATION ASSESSMENT-ROLL] 

 

(এই অধ্যায়ে রাজস্ব ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ,নিয়োগ ও ক্ষমতার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। )

অধ্যায়-৭

ধারা ৪৯-৫৬: ক্ষতিপূরণ নির্ধারণ বিবরণীর রিভিশন এবং ক্ষতিপূরণ সম্পর্কে  বিরোধসমূহের নিষ্পত্তি।

[REVISION OF THE COMPENSATION ASSESSMENT-ROLL AND THE DECISION OF DISPUTES WITH REGARD TO COMPENSATION


(এই অধ্যায়ে বিশেষ জজের কাছে আপিল, বিশেষ জজ কর্তৃক আপিলের আগে এবং অনুসন্ধানের জন্য দেওয়ানী কার্যবিধিরপ্রয়োগ এবংকি কিবিষয় উত্থাপনে বারণ রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। )


অধ্যায়-৮

ধারা ৫৭-৬০: ক্ষতিপূরণ প্রদান।

[PAYMENT OF COMPENSATION]

(এই অধ্যায়ে ক্ষতিপূরণ হিসেবে প্রদেয় সীমা এবং পরিমাণ, ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতি, এস্টেট, মেয়াদ, হোল্ডিং বা বিচ্ছিন্ন করতে অযোগ্য ব্যক্তিদের মালিকানাধীন জমির ক্ষেত্রে জমাকৃত অর্থ বা বন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। )


অধ্যায়-৯, ৯(ক),অধ্যায়-১০ এবং অধ্যায়-১১

ধারা ৬১-৭৮: বকেয়া রাজস্ব, খাজনা ও  সেসকর আদায় প্রদান। খাজনা প্রাপকদের ঋণ আদায়ের জন্য কতিপয় ডিক্রি এবং আদেশ কার্যকরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং বিবিধ বিষয়

[PROVISIONS RELATING TO ARREARS OF REVENUE, RENT AND CESSES]

[PROVISIONS RELATING TO INDEBTED RENT-RECEIVERS] 

[MISCELLANEOUS]

(এই অধ্যায়ে  বকেয়ার সংজ্ঞা,তা পরিশোধ ও আদায়,বিচারাধীন মোকদ্দমা ও কার্যক্রম সম্পর্কিত বিধান,বকেয়া খাজনা আদায়ের পদ্ধতি,বিশেষ করে তামাদি মেয়াদ গণনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া  রিনি খাজনা গ্রহীতা, সার্টিফিকেট মামলা দেওয়ানি আদালতে স্থানান্তর ইত্যাদি বিষয়ে অধ্যায়-৯(ক) এ আলোচনা করা হয়েছে এবং অধ্যায়-১০ দলিল দাখিলের নির্দেশ এবং অধ্যায়-১১ তে দেওয়ানী আদালতের উপর নিষেধাজ্ঞা উপ ইজারা  নিষিদ্ধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।)

 চতুর্থ অংশ: অধ্যায় ১২ 

ধারা ৭৯-৮২:এই অংশের প্রয়োগ ও কৃষি প্রজার শ্রেণীবিভাগ 

 [APPLICATION OF THIS PART AND CLASS OF AGRICULTURAL TENANTS] 

(এই অধ্যায়ে কৃষি  প্রজার শ্রেণী ও অধিকার, অকৃষি প্রজা অধিকার, ইজারা দলিল রেজিস্ট্রেশন এবং কিছু শব্দের ব্যাখ্যা প্রদান করা হয়েছে।)



অধ্যায় ১৩ 

ধারা ৮৩-৯৭:রায়তের জোতের পরিণতি, হস্তান্তর , ক্রয়  অর্জন ইত্যাদি 

 [INCIDENTS OF HOLDINGS OF RAIYATS, AND TRANSFER, PURCHASE AND ACQUISITION OF LANDS] 

(এই অধ্যায়ে জমি ব্যবহারের অধিকার,  রায়তের মৃত্যু হলে ওয়ারিশ,রায়াতকে উচ্ছেদ, জমির জলমগ্নতা, জমির পরিবৃদ্ধি, হস্তান্তর অধিকার হস্তান্তর পদ্ধতি, হস্তান্তর ও অর্জন সীমা, উত্তরাধিকারসূত্রে অতিরিক্ত জমি অর্জন ক্ষমতা, রায়তের স্বার্থের পরিসমাপ্তি, উপ ইজারা, কতিপয় ক্ষেত্রে দায় হস্তান্তর,  রায়তি  স্বত্বের ওপর সীমাবদ্ধতা, খায় খালাসি বন্ধক,  অগ্রক্রয় অধিকার এবং আদিবাসী সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়ে নানা বিধান বর্ণিত হয়েছে।)


অধ্যায়-১৪

ধারা ৯৮-১১৫:মূল্যায়ন, পরিবর্ধন এবং  খাজনা হ্রাসের ৪টি বিধান

 [4 PROVISIONS AS TO ASSESSMENT, ENHANCEMENT AND REDUCTION OF RENT] 

( এর কার্যকারিতা নেই। আদেশ নম্বর LXII/76 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। )

অধ্যায়-১৫,অধ্যায়-১৫, অধ্যায়-১৬, অধ্যায়-১৭,অধ্যায়-১৮

অধ্যায়-১৫:ধারা ১১৬-১৩৪:সংযুক্ত, উপবিভাগ ও একত্রীকরণ 

 [AMALGAMATION, SUBDIVISION AND CONSOLIDATION OF HOLDINGS] 

( একই গ্রামে প্রজার  জোতের সংযুক্তকরণ, জোতের সীমানা নির্ধারণ,কোন অর্থ  বকেয়া সরকারি দাবি হিসেবে আদায়, এমনকি দিনাজপুর জেলার জন্য বিশেষ বিধান সম্পর্কে এই অধ্যায় আলোচনা করা হয়েছে। )

অধ্যায়-১৬:ধারা ১৩৫-১৪২:খাজনা আদায় সংক্রান্ত শর্তাবলী 

 [PROVISIONS AS TO RENT AND REALISATION OF RENT] 

( মূলত এই অধ্যায়ে খাজনার কিস্তি, স্থান সময়, বকেয়া খাজনার PDR  Act প্রয়োগ করা যাবে তবে সিভিল জেলে দেওয়া যাবে না এমন বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া বকেয়া খাজনা নিলাম বাধা দেওয়ার জন্য আদালতে অর্থ জমা সুদ সহ সুদের হার ৬.২৫রাখার বিধান করা হয়েছে।) 

অধ্যায়-১৭:ধারা ১৪৩-১৪৫:খতিয়ান সংরক্ষণ ও পরিমার্জন 

 [MAINTENANCE AND REVISION OF THE RECORD-OF-RIGHTS] 

( এই অধ্যায়ে খতিয়ান সংরক্ষন, খতিয়ান পরিমার্জন, দেওয়ানী আদালতের এখতিয়ার খর্ব এবং খতিয়ান পরিমার্জন খরচ আদায়ের বিধান রাখা হয়েছে। ) 

অধ্যায়-১৮:ধারা ১৪৬-১৫১:এখতিয়ার, আপীল, রিভিশন এবং রিভিউ

 [JURISDICTION, APPEAL, REVISION AND REVIEW] 

( এ অধ্যায়ে রাজস্ব কর্মকর্তার উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, আপিল, আপিলের তামাদি সময়,রিভিশন রিভিউ আপিল রিভিশন ও রিভিউয়ের জন্য সময় গণনা ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়ছে।)

ধারা ১৫২:বিধি প্রণয়নের ক্ষমতা 

 [Power to make rules] 

( এ অধ্যায়ে সরকার  এই আইনের উদ্দেশ্য কার্যকরের জন্য বিধিমালা প্রণয়ন করার বিধান রাখা হয়েছে ।)


 ...............


Post a Comment

0 Comments