সর্বশেষ

6/recent/ticker-posts

বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।


Bar Council bd. Difference between bar Council and bar Association.

বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।

বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।


বাংলাদেশ বার কাউন্সিল হলো বাংলাদেশের সকল স্থানীয় বার এসোসিয়েশনের বিধিবদ্ধ কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এটি সরকারের আইন বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্ত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ বার কাউন্সিল(The Bangladesh Bar Council) হলো একটি লাইসেন্সিং ও নিয়ন্ত্রক সংস্থা যা The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 (President’s Order No. 46 of 1972) এর অধীনে গঠিত হয়েছে।

পার্থক্যসমূহ

বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার এসোসিয়েশন

১. বাংলাদেশ বার কাউন্সিল [Bangladesh Bar Council] সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

১. বাংলাদেশ বার এসোসিয়েশন হলো প্রতিটি জেলা বা এলাকা ভিত্তিক আইনজীবীদের স্থানীয় অ্যাসোসিয়েশন।

২. ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পদাধিকারবলে ০১ জন নির্ধারিত সদস্য এবং বাকি ১৪ জন নির্বাচিত সদস্য থাকেন।

২. অন্যদিকে বার এসোসিয়েশনের সকল সদস্যও নির্বাচিত এবং বার এসোসিয়েশনের সদস্য সংখ্যার ভিন্নতার রয়েছে। 

৩.  বাংলাদেশের এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়ে থাকেন।

৩. বার এসোসিয়েশনের সভাপতি সংশ্লিষ্ট আইনজীবী সমিতির আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

  বার কাউন্সিলের সহ-সভাপতি বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

৪. পক্ষান্তরে বার এসোসিয়েশনের সভাপতি সংশ্লিষ্ট আইনজীবী সমিতির আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

৫. বার কাউন্সিলের সেক্রেটারি বার কাউন্সিল কর্তৃক মাসিক বেতন ভুক্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়ে থাকেন।

৫. কিন্তু বার এসোসিয়েশনের সেক্রেটারি সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতি আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

৬.বাংলাদেশ বার কাউন্সিলের কার্যকাল ৩(তিন) বছর। 

৬.  প্রতিটি বার এসোসিয়েশনের কার্যকাল মাত্র ০১(এক) বছর।

৭. বাংলাদেশ বার কাউন্সিল দেশের আইনজীবীদের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখে।

৭. কিন্তু বার এসোসিয়েশন কেবলমাত্র সংশ্লিষ্ট সমিতির আইনজীবিদের সুবিধার প্রতি লক্ষ্য রাখে।

৮. বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

৮.  কিন্তু বার এসোসিয়েশন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

৯. বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ টাইপের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী নিবন্ধনভূক্ত করে থাকে। 

৯. অন্যদিকে বার এসোসিয়েশন এ ধরনের কোনো কার্য সম্পাদন করে না।

১০. বার কাউন্সিল আইনজীবিদের সনদ প্রদান ও সনদ বাতিল করার  ক্ষমতা রাখে। 

১০.বার এসোসিয়েশনের হাতে এ ধরনের কোনো ক্ষমতা থাকে না।  

১১.  বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন করার অধিকার রাখে।

১১.  এক্ষেত্রে বার এসোসিয়েশন কোন নীতিমালা প্রণয়ন করতে পারে না।

১২. বাংলাদেশ বার কাউন্সিল তাদের কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব সংবিধান রয়েছে।

১২. পক্ষান্তরে বার এসোসিয়েশনের সংবিধান   স্ব-স্ব বারের আইনজীবীগণ প্রণয়ন করে থাকেন।

১৩. বাংলাদেশ বার কাউন্সিল আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান।

১৩. অন্যদিকে  বার অ্যাসোসিয়েশন জাতীয়ভাবে স্বীকৃত হয়ে থাকে।


Post a Comment

0 Comments