পারিবারিক আদালত আইন, ২০২১
বাংলাদেশে পারিবারিক আদালত অর্ডিন্যান্স, ১৯৮৫[The Family Court Ordinance, 1985] পারিবারিক সমস্যার আইনগত বিচার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ। দেশের মুসলিম আইন, হিন্দু আইন [Hindu law], সাক্ষ্য আইন,মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, দেওয়ানি কার্যবিধি, অভিভাবক ও প্রতিপাল্য আইন, পারিবারিক আইন অধ্যাদেশ প্রভৃতি নিয়ে পারিবারিক আদালতের বিচার্য[family court cases] বিষয়ের আইন সংকলিত হয়েছে। এই আইনের আওতায় বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানের অভিভাবকত্ব- এই ০৫[পাঁচ] ধরনের পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্যই দেশে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীতে The Family Court Ordinance, 1985 সময়ােপযােগী করে ‘পারিবারিক আদালত আইন, ২০২১’ প্রণয়ন করে The Family Court Ordinance, 1985 রহিত করা হয়। নিচে 'পারিবারিক আদালত আইন, ২০২১' সংক্ষিপ্তসার তুলে ধরা হলো-
১. সংক্ষিপ্ত শিরোনাম আওতা এবং প্রারম্ভ
(Short title, extent and commencement)
২.সংজ্ঞাসমূহ
(Definitions)
৩. অন্যান্য আইনের ওপর এ আইনের প্রাধান্য
(Ordinance to override other laws)
৪. পারিবারিক আদালত স্থাপন
(Establishment of Family Courts)
৫. পারিবারিক আদালতের এখতিয়ার
(Jurisdiction of Family Courts)
৬. মামলা দায়ের
(Institution of suit)
৭. সমন ও নোটিশ জারিকরণ
(Issue of summons and notice)
৮. লিখিত জবাব
(Written statement)
৯. আরজি ও লিখিত জবাব সংশোধন
(Amendments of Pleadings and written statement)
১০.পক্ষগণের অনুপস্থিত ফলাফল
(Consequence of non-appearance of the parties)
১১.বিচার পূর্ব কার্যক্রম
( Pre-trial proceeding)
১২. রুদ্ধদ্বার কক্ষে বিচার
(Trial in camera)
১৩. সাক্ষ্য লিপিবদ্ধকরণ
(Recording of evidence)
১৪. বিচারের সমাপ্তি
(Conclusion of trial)
১৫. আপস ডিক্রি
(Compromise decree)
১৬. রায় লিখন
(Writing of judgment)
১৭. ডিক্রি বলবৎকরণ
(Enforcement of decrees)
১৮. পারিবারিক আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন আদেশ
(Interim order by Family Courts)
১৯. আপিল
(Appeal)
২০. পারিবারিক আদালতের সাক্ষীদের সমন জারির ক্ষমতা
(Power of Family Court to summon witnesses)
২১.পারিবারিক আদালত অবমাননা
(Contempt of Family Courts)
২২. কতিপয় আইনের প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা
(Application and non-application of certain laws)
২৩. প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতি
(Appearance through agents)
২৪. কোর্ট ফি
(Court-fee)
২৫.১৯৬১সালের ৮নং অধ্যাদেশ প্রভাবিত না হওয়া
(Ordinance VIII of 1961 not affected)
২৬. ১৮৯০ সালের ৮ নং আইনের উদ্দেশ্য পূরণকল্পে পারিবারিক আদালত জেলা আদালত রূপে গণ্য হওয়া(Family Court deemed to be a District Court for purposes of Act VIII of 1890)
২৭. মোকদ্দমা ও আপিল স্থানান্তর ও স্থগিতকরণ
(Transfer and stay of suits and appeals)
২৮. বিধি প্রণয়নের ক্ষমতা
(Power to make rules)
২৯. রহিতকরণ ও হেফাজতকরণ
(Repeal and custody)
৩০. ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
(Publish translated text into English)
হ্যান্ডনোটগুলো পেতে সাথেই থাকুন। ধন্যবাদ...।
পারিবারিক আদালত আইন-২০২১ এর pdf : ডাউনলোড
0 Comments