সর্বশেষ

6/recent/ticker-posts

এলএলবি (অনার্স) পরীক্ষার প্রশ্নপত্র [কোর্স- Law 402: International Human Rights Law] পিডিএফ সহ


  
এলএলবি (অনার্স) পরীক্ষার প্রশ্নপত্র [কোর্স- Law 402: International Human Rights Law] পিডিএফ সহ


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল
এলএলবি (অনার্স) পরীক্ষা, ২০২০ (জুন)
৭ম সিমেস্টার , ৪র্থ ব্যাচ

কোর্স- Law 402 : International Human Rights Law


সময়:
০৪ ঘন্টা                                                                                                নম্বর:১০০


ক বিভাগ


আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও । সকল প্রশ্নের মান সমান।       (৪x ২০=৮০ নম্বর)


১.মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যগুলো কি? মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নকে তুমি কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের পূর্বস্বত্ব বলে মনে কর? আলোচনা কর।

(What are the differences between human rights and fundamental rights? Do you consider that the protection and promotion of human rights are very preconditions of international peace and security? Discuss)

২. ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্সের মানবাধিকারের ক্রমবিকাশ কিভাবে হয়েছিল? “তিন স্তরবিশিষ্ট রকেটটি দুই স্তরবিশিষ্ট রকেটে পরিণত হলো” -আন্তর্জাতিক বিল অব রাইটস সম্পর্কে এই মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।

(How did Human Rights develop in England, America and France? “The three staged Rockets turned into a two staged rocket”- Evaluate this comment on the international bill of rights)

 ৩.সার্বজনীন মানবাধিকার ঘোষণায় কোন কোন অধিকার সন্নিবেশিত হয়েছে? এই ঘোষণার সমসাময়িক চিত্র মূল্যায়ন কর।

(What rights are laid down in the Universal Declaration of Human Rights? Give a contemporary evaluation of this declaration.)

৪.মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদের বিভিন্ন ধারাসমূহ বিশ্লেষণ কর। কেন মানবাধিকার সংক্রান্ত এতগুলো ধারা আমরা জাতিসংঘ সনদের দেখতে পাই?

(Analysis the various provisions of the UN charter on human rights. Why do we find so many references to human rights in the UN charter?)

৫. বেসামরিক ও রাজনৈতিক অধিকারের কোভেনেন্টে কোন কোন অধিকার দেখতে পাওয়া যায়?  ঐচ্ছিক প্রটোকল কি? ব্যাখ্যা কর।

( What rights do the covenant on civil and political rights specify? What is the optional protocol? Explain.)

৬.শিশু কে? শিশু অধিকার কনভেনশনে কি কি অধিকার সন্নিবেশিত করা হয়েছে? এই অধিকার বাস্তবায়ন করার পদ্ধতি কি? বর্ণনা কর।

(Who is a child? What rights are laid down in the convention on the rights of the child? What is the procedure for implementing these rights? Describe.)

৭.নারীর বিরুদ্ধে বৈষম্য বলতে কী বোঝায়? নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনে বর্ণিত অধিকারগুলো আলোচনা কর।

(What is meant by the discrimination of women?  Discuss the rights in enumerated in the convention on eliminations of all forms of discrimination against women)

৮. আইসিসিপিআর এবং আইসিইএসআর এর মধ্যে পার্থক্য কর? আইসিইএসআর এর দুর্বলতাসমূহ কি কি?

( Distinguish between ICCPR and ICESCR. What are the  weaknesses of ICESCR?) 



খ বিভাগ


আটটি প্রশ্নের মধ্যে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও। সকল প্রশ্নের মান সমান।          (৪x ৫=২০ নম্বর)


৯.মানবাধিকারের তিন যুগ বলতে কী বোঝ?

(What is meant by the three generations of human rights?)

১০.মানবাধিকার ভঙ্গ এবং একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ এখতিয়ারের মধ্যে সম্পর্ক কি?

(What is the relationship between violation of human rights and internal jurisdictions of a state?)

১১.’শুধুমাত্র একবার নিয়ম’ কি?

( What is the one time only rule?)

 ১২.কি কি অধিকার এবং কর্তব্য ‘মানুষের অধিকার এবং কর্তব্য সংক্রান্ত আমেরিকার ঘোষণায়’ বর্ণিত হয়েছে?

(What rights and duties are described in the American declaration of human rights and duties of a man?)

১৩.হযরত মুহাম্মদ (সা:) এর বিদায় হজ্বের ভাষণে কি কি মানবাধিকার বর্ণিত হয়েছে?

(What rights are described in the speech of last pilgrimage of Hazrat Muhammad (S.M)?)

১৪.পশ্চিমা বিশ্বের মানবাধিকার ধারণার সাথে ইসলামে মানবাধিকার ধারণার পার্থক্য কি?

(What is the difference between the conception of Human Rights in the west and that in Islam?)

 ১৫. মানবাধিকার  কি সার্বজনীন? কিভাবে?

(Are human rights Universal? how?)

১৬.মানবাধিকার সুরক্ষায় শান্তিরক্ষা অফ হস্তক্ষেপের ভূমিকা ব্যাখ্যা কর।

(Explain the roles of peacekeeping and intervention in protection of human rights.)


>>>>>>>


International Human Rights Law প্রশ্নপত্রের পিডিএফ ডাউনলোড করুন

Post a Comment

0 Comments