What is an arrest? Discuss the rules or procedures for arrest.
কোন সুনির্দিষ্ট ও যুক্তিযুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ করে আইন অমান্যের কারণে আইনি ক্ষমতাবলে আইনসঙ্গতভাবে কথা কিংবা কাজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে পরোয়ানাসহ বা পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি কর্তৃক আত্মসমর্পণে বাধ্য করে তাঁর হেফাজতে কিংবা সরকারি হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলা হয়। উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারকালে তার ‘ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকার’ কার্যকর থাকে না। [ফৌজদারী কার্যবিধি- ৪৬ ধারা ও Police Regulations Bengal (পিআরবি)-৩১৬ বিধি]
গ্রেফতারের পদ্ধতি [Arrest how made]:
গ্রেফতারের পদ্ধতি বা নিয়মাবলী আলোচনা নিম্নে বর্ণিত হলোঃ
১. কথা বা কার্য দ্বারা পুলিশ অফিসার বা গ্রেফতারকারী অন্য কোন ব্যক্তি কর্তৃক অভিযুক্ত ব্যক্তিকে আত্মসমর্পণে বাধ্য না গেলে তার দেহ স্পর্শ করে গ্রেফতার কার্যকর করা যাবে। [ফৌজদারী কার্যবিধি- ৪৬(১) ধারা]
২. অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারকালে সেই ব্যক্তি যদি তাকে গ্রেফতার কাজে বলপূর্বক বাধা দেয় কিংবা গ্রেফতার এড়ানোর চেষ্টা করে তবে পুলিশ অফিসার বা গ্রেফতারকারী অন্য কোন ব্যক্তি কর্তৃক গ্রেফতারের জন্য প্রয়োজনীয় সকল কৌশল/ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। [ফৌজদারী কার্যবিধি-৪৬ (২) ধারা]
৩. যে আসামিকে গ্রেফতার করা হবে তিনি যদি মূত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়ে থাকেন, তবে আসামিকে গ্রেপ্তারকালে মৃত্যু ঘটে গেলে আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না। তবে শক্তি প্রয়োগের নামে অত্যাচার করলে আইন তা মেনে নেবে না। মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীর ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তারের সময় মৃত্যু ঘটতে পারে এমন কার্য করা যাবে না। [ফৌজদারী কার্যবিধি-৪৬ (৩) উপধারা ]
৪. আসামী যদি অন্য কোন স্থানে বা গৃহে পালিয়ে থাকেন, তবে গ্রেফতারী ওয়ারেন্ট অনুযায়ী পুলিশ অফিসার মালিকের কাছে দাবিক্রমে অবাধে উক্ত স্থান বা গৃহে প্রবেশসহ তল্লাশির সকল সুযোগ দিয়ে গৃহের গ্রেপ্তারে সহায়তা করবেন। [ফৌজদারী কার্যবিধি-৪৭ ধারা,১০২(২) ধারা ]
৫. উক্ত গৃহের মালিককে সহযোগিতার অনুরোধ করা সত্ত্বেও যদি গৃহের দরজা না খুলে দেন,তবে পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকরের উদ্দেশ্যে উক্ত ঘরের দরজা জানালা ভেংগে গৃহে প্রবেশ করতে পারবেন। [ফৌজদারী কার্যবিধি- ৪৮ ধারা]
৬. পুলিশ অফিসার কিংবা গ্রেপ্তারকারী অন্য কোন ব্যক্তি কোন আসামিকে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে কোন গৃহে বা স্থানে আটকা/অবরুদ্ধ হয়ে পড়েন তবে মুক্তিলাভের জন্য উক্ত ঘরের ভিতরের বা বাইরের দরজা ও জানালা ভেঙে বের হতে পারবেন।
[ফৌজদারী কার্যবিধি- ৪৯ ধারা]
৭. কোনো আসামির পলায়ন প্রতিরোধে যতটুকু ক্ষমতা প্রয়োগ না করলেই নয়, ততটুকু ক্ষমতা/বল প্রয়োগ পুলিশ অফিসার করতে পারবেন। প্রয়োজনের অতিরিক্ত নিয়ন্ত্রণ বা ক্ষমতার অপব্যয় দন্ডবিধির ২২০ ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। [ফৌজদারী কার্যবিধি-৫০ ধারা ও পিআরবি-৩৩০]
৮. গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কর্তৃক দেহ তল্লাশি পাওয়া যাবে এবং উক্ত ব্যক্তির শরীরে বস্ত্র ও পোশাক ছাড়া তার কাছে অন্য যেকোনো জিনিস পাওয়া গেলে তা পুলিশ অফিসার তালিকা প্রস্তুত করে নিরাপদ হেফাজতে রাখবেন। [ফৌজদারী কার্যবিধি-৫১ ধারা ও পিআরবি-৩২২ বিধি]
৯. গ্রেফতারকৃত মহিলা আসামীর ক্ষেত্রে তল্লাশির সময় শালীনতা বজায় রেখে স্ত্রীলোক দ্বারা তল্লাশি কার্য সমাধান করার বিধান রয়েছে। এসময় উক্ত আসামির কাছে থেকে প্রাপ্ত শঙ্খ, আয়না ও চিরুনি হেফাজতে নেওয়ার বিধান নেই। তাছাড়া পুরুষ ব্যক্তির সামনে কোন মহিলা স্বামীকে তল্লাশি করা যাবে না। [ফৌজদারী কার্যবিধি-৫২ধারা ও পিআরবি-২৮০ বিধি ]
“পুরুষ লোকের সামনে নারীর দেহ তল্লাশি করা চলে না।”
[নজির: এআইআর ১৯৬২ এসসি ১১৮৯]
১০. পুলিশ অফিসার কিংবা গ্রেফতারকারী অন্য কোন ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিকে তল্লাশিকালে যদি কোন আপত্তিকর ও মারাত্মক অস্ত্র পাওয়া যায় তবে তার একটা তালিকা প্রস্তুত করে আসামির সাথে আদালতে প্রেরণ করতে হবে । [ফৌজদারী কার্যবিধি-৫৩ ধারা ]
১১। পুলিশ অফিসার কিংবা গ্রেফতারকারী অন্য কোন ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে আসামিকে গ্রেফতার কার্য সম্পাদনের জন্য জনসাধারনের সাহায্য নিতে পারেন। [ফৌজদারী কার্যবিধি-৪২ধারা ]
তাছাড়া,ওয়ারেন্ট বা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে যুক্তিসঙ্গত সন্দেহে বা অন্য কোন কারনে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম জানাতে হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা অভিযুক্ত ব্যক্তিকে দেখাতে হবে। [ফৌজদারী কার্যবিধি-৮০ ধারা ]
- গ্রেপ্তারকৃত আসামিকে অনাবশ্যক বিলম্ব না করে আদালতে প্রেরণের জন্য আইনগত একটি বাধ্যবাধকতা রয়েছে।[ফৌজদারী কার্যবিধি-৮০ ধারা ]
- গ্রেফতারের ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের বিধান
লেখার ক্ষেত্রে সাহায্য নিয়েছি:
- http://bdlaws.minlaw.gov.bd/act-75.html
- ফৌজদারী কার্যবিধির ভাষ্য -গাজী শামছুর রহমান;
- ফৌজদারী কার্যবিধি : তত্ত্ব ও বিশ্লেষণ- ব্যারিস্টার মো: আব্দুল হালিম;
- ফৌজদারী কার্যবিধি-বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া;
- ফৌজদারী কার্যবিধি, ১০ম সংস্করণ-২০১৪-জহিরুল হক।
..........
0 Comments