শাস্তির উদ্দেশ্য (Objectives of Punishment)
শাস্তির বৈশিষ্ট্য(Characteristics of Punishment)
দন্ড বা শাস্তির প্রকারভেদ (Types of Punishment)
-বিনাশ্রম কারাদন্ড [সরল]
মৃত্যুদন্ড (Death)
যাবজ্জীবন কারাদন্ড[Imprisonment for life]
দন্ডবিধির ধারা |
অপরাধের নাম |
দন্ড বা শাস্তি |
১২১ ধারা |
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ [Waging or attempting to wage war, or abetting waging of war, against Bangladesh] |
যাবজ্জীবন কারাদন্ড |
১২১(ক) ধারা |
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ [Conspiracy to commit offenses punishable by
section 121] |
|
১২২ ধারা |
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ
করার জন্য অস্ত্র সংগ্রহ [Collecting arms, etc., with intention of
waging war against Bangladesh] |
|
১২৪(ক) ধারা |
বিদ্রোহ [Sedition] |
|
১২৫ ধারা |
কোন এশীয় শক্তির বিরুদ্ধে
যুদ্ধ [Waging war against any Asiatic Power in
alliance with Bangladesh] |
|
১২৮ ধারা |
রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নের জন্য সরকারি কর্মচারী সহায়তা [Public servant voluntarily allowing
prisoner of State or war to escape] |
|
১৩০ ধারা |
উক্ত প্রকার পলায়ন বন্দিকে
সহায়তা [Aiding escape of, rescuing or harboring
such prisoner] |
|
১৩১ ধারা |
বিদ্রোহে সহায়তা [Abetting mutiny, or attempting to seduce a
soldier, sailor or airman from his duty] |
|
১৩২ ধারা |
বিদ্রোহে সহায়তার সক্রিয়তা [Abetment of mutiny, if mutiny is committed
in consequence thereof] |
|
১৯৪ ধারা |
মৃত্যুদণ্ড দেবার জন্য মিথ্যা
সাক্ষ্য প্রদান সৃজন করা [Giving or fabricating false evidence with
intent to procure conviction of capital offence; if innocent person be
thereby convicted and executed] |
|
১৯৫ ধারা |
যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান বা সৃজন করা [Giving or fabricating false evidence with
intent to procure conviction of offence punishable with imprisonment for life
or imprisonment] |
|
২২২ ধারা |
দন্ডিত ব্যক্তিকে সরকার কর্তৃক
গ্রেপ্তার না করা [Intentional omission to apprehend on the
part of public servant bound to apprehend person under sentence or lawfully
committed] |
|
২২৫ ধারা |
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে
পাকড়াও করার বিরুদ্ধে বাধা প্রদান [Resistance or obstruction to lawful
apprehension of another person] |
|
২২৬ ধারা |
দ্বীপান্তরিত ব্যক্তির
মেয়েদের পূর্বে প্রত্যাবর্তন [Omitted] |
|
২৩২ ধারা |
মুদ্রার নকল জাল করা [Counterfeiting Bangladesh coin] |
|
২৩৮ ধারা |
ঐরূপ আমদানি ও রপ্তানি করা [Import or export of counterfeits of
Bangladesh coin] |
|
২৫৫ধারা |
স্টাম্প নকল-ভেজাল করা [Counterfeiting Government stamp] |
|
৩০২ ধারা |
খুন করা [Punishment for murder] |
|
৩০৪ ধারা |
নিম খুন(প্রায় খুন হয়েছে এমন) [Punishment for culpable homicide not
amounting to murder] |
|
৩০৫ ধারা |
নাবালক উন্মত্তের আত্মহত্যায়
সহায়তা করা [Abetment of suicide of child or insane
person] |
|
৩০৭ ধারা |
আঘাতের সাথে হত্যার
প্রয়াস [ Attempt to murder Attempts by
life-convicts] |
|
৩১১ ধারা |
ঠগ হওয়া [Thug] |
|
৩১৩ ধারা |
বিনা অনুমতিতে গর্ভপাত [Causing miscarriage
without women's consent] |
|
৩১৪ ধারা |
ঐরূপ গর্ভপাতের দরুন গর্ভবতীর
মৃত্যু হলে [Death caused by act done
with intent to cause miscarriage] |
|
৩২৬ ধারা |
মারাত্মক অস্ত্র গুরুতর আঘাত [Voluntarily causing
grievous hurt by dangerous weapons or means] |
|
৩২৯ ধারা |
জোর করে কোন কিছু আদায় করার
জন্য গুরুতর আঘাত [Voluntarily causing
grievous hurt to extort property, or to constrain to an illegal act] |
|
৩৬৪ ধারা |
হত্যার জন্য ছিনতাই [Kidnapping or abducting
in order to murder] |
|
৩৬৪(ক) ধারা |
১০ বছরের কম বয়স্ক কোন
ব্যক্তিকে অপহরণ বা হরণ করা [Kidnapping or abducting
a person under the age of ten] |
|
৩৭১ ধারা |
দাস ব্যবসা [Habitual dealing in
slaves] |
|
৩৭৬ ধারা |
বলাৎকার [Punishment for rape] |
|
৩৭৭ ধারা |
অস্বাভাবিক যৌন অপরাধ [Unnatural offences] |
|
৩৮৮ ধারা |
অবরোধের নামে জবরদস্তিমূলক
আদায় [Extortion by threat of
accusation of an offence punishable with death or imprisonment, etc.] |
|
৩৮৯ ধারা |
জবরদস্তিমূলক আদায় করার জন্য ভয়-ভীতি প্রদর্শন [Putting person in fear
of accusation of offence in order to commit extortion] |
|
৩৯৪ ধারা |
আঘাতের সাথে দস্যুতা [Voluntarily causing hurt
in committing robbery] |
|
৩৯৫ ধারা |
ডাকাতির দন্ড [Punishment for dacoity] |
|
৩৯৬ ধারা |
ডাকাতির সাথে হত্যা [Dacoity with murder] |
|
৪০০ ধারা |
ডাকাতির দলে থাকা [Punishment for belonging
to gang of dacoits] |
|
৪০৯ ধারা |
সরকারি কর্মচারী প্রভৃতি
দ্বারা বিশ্বাস ভঙ্গ [Criminal breach of trust
by public servant, or by banker, merchant or agent] |
|
৪১২ ধারা |
চোরাইমাল রাখা [Dishonestly receiving property stolen in
the commission of a dacoity] |
|
৪১৩ ধারা |
চোরাইমালের ব্যবসা [Habitually dealing in
stolen property] |
|
৪৩৬ ধারা |
গৃহে অগ্নিসংযোগ [Mischief by fire or
explosive substance with intent to destroy house, etc.] |
|
৪৩৭ ধারা |
জাহাজ প্রভৃতিতে অগ্নিসংযোগ [Mischief with intent to
destroy or make unsafe a decked vessel or one of twenty tons burden] |
|
৪৪৯ ধারা |
মৃত্যুদণ্ডযোগ্য করার জন্য
অনধিকার প্রবেশ [House-trespass in order
to commit offence punishable with death] |
|
৪৫৯ ধারা |
অনধিকার প্রবেশপূর্বক গুরুতর
আঘাত [Grievous hurt caused
whilst committing lurking house-trespass or house-breaking] |
|
৪৬০ ধারা |
উক্ত অপরাধের সঙ্গী হওয়া [All persons jointly
concerned in lurking house-trespass or house breaking by night punishable
where death or grievous hurt caused by one of them] |
|
৪৬৭ ধারা |
মূল্যবান দলিল জালকরণ [Forgery of valuable
security, will, etc.] |
|
৪৭১ ধারা |
কোন জাল দলিলকে খাঁটি বলে
ব্যবহার করা [Using as genuine a
forged document] |
|
৪৭২ধারা |
জালের উদ্দেশ্যে সিল প্রস্তুতকরণ [Making or possessing
counterfeit seal, etc., with intent to commit forgery punishable under
section 467] |
|
৪৭৪ ধারা |
জাল বলে জেনে খাঁটি বলে
ব্যবহার করার ইচ্ছা করে দখল [Having possession of
document described in section 466 or 467, knowing it to be forged and
intending to use it as genuine] |
|
৪৭৫ ধারা |
জালিয়াতির জন্য চিহ্ন প্রভৃতি
নকল করা [Counterfeiting device or
mark used for authenticating documents described in section 467, or
possessing counterfeit marked material] |
|
৪৭৭ ধারা |
উইল ইত্যাদি জাল [Fraudulent cancellation,
destruction, etc., of will, authority to adopt, or valuable security] |
|
৪৮৯(ক) ধারা |
পত্র মুদ্রা সংগ্রহ বা
ব্যাংক নোট জাল করা [Counterfeiting
currency-notes or bank-notes] |
|
৪৮৯(খ) ধারা |
জাল কিংবা মেকি পত্র মুদ্রাবাদ
ব্যাংকনোট খাঁটি হিসেবে ব্যবহার করা [Using as genuine a
forged document] |
|
৪৮৯(গ)ধারা |
পত্র মুদ্রা বা জাল বা
মেকী ব্যাংক নোট অধিকারকরণ [Possession of forged or
counterfeit currency-notes or bank-notes] |
|
৫১১ ধারা |
যাবজ্জীবন কারাদন্ডে
দন্ডনীয় অপরাধ এ সহায়তা [Punishment for
attempting to commit offences punishable with imprisonment for life or
imprisonment] |
কারাদন্ড (Imprisonment)
যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত
অন্য সকল কারাদন্ড এইপ্রকার শাস্তির অন্তর্ভুক্ত হবে। দন্ডবিধির ৫৫ ধারা অনুযায়ী কারাদন্ড দুই প্রকারঃ
সশ্রম কারাদন্ড → শ্রম সহকারে কারাবাস।সশ্রম
কারাদন্ডের ক্ষেত্রে অপরাধীকে শারীরিক পরিশ্রম (গম ভাঙ্গানো, পানি তোলা, মাটি কাটা ও অন্যান্য কঠোর পরিশ্রমের
কাজ) করতে বাধ্য করা হয়। এছাড়া সশ্রম
কারাদন্ডের সাথে নির্জন কক্ষে অন্তরীণের দন্ডও যুক্ত হতে পারে।
বিনাশ্রম কারাদন্ড → বিনাশ্রম কারাদণ্ড শুধু কারাদন্ড। এক্ষেত্রে অপরাধীকে জেলের অভ্যন্তরে
কেবল আটক রাখা হয়। কিন্তু তাকে কোন শারীরিক পরিশ্রমের কাজ করতে হয় না। আবার নির্জন
কক্ষে অন্তরীণ কারাবাসের সাজা যুক্তও করা যায় না। দন্ডবিধির ১৯টি ক্ষেত্রে শুধু
বিনাশ্রম কারাদন্ডের বিধান রাখা হয়েছে।
দন্ডবিধির ধারা |
অপরাধের নাম |
দন্ড বা শাস্তি |
১৬৮ ধারা |
সরকারি কর্মচারীর
বেআইনিভাবে ব্যবসা করা [Public servant
unlawfully engaging in trade] |
বিনাশ্রম কারাদন্ড |
১৬৯ ধারা |
সরকারি কর্মচারীর বেআইনিভাবে
সম্পত্তি বিক্রয় অথবা নিলামে ডাকা [Public servant
unlawfully buying or bidding for property] |
|
১৭২ ধারা ১৭৩ ধারা |
সমন এড়ানো [Absconding to avoid
service of summons or other proceeding] [Preventing service of
summons or other proceeding or preventing publication thereof] |
|
১৭৪ ধারা |
সমন অথবা নির্দেশ পালনে
ব্যর্থতা [Non-attendance in
obedience to an order from public servant] |
|
১৭৫ ধারা |
দলিল উপস্থাপন করতে ব্যর্থ
হওয়া [Omission to produce
document to public servant by person legally bound to produce it] |
|
১৭৬ ধারা |
তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়া [Omission to give notice
or information to public servant by person legally bound to give it] |
|
১৭৮ ধারা |
হলফ নিতে অস্বীকার [Refusing oath or
affirmation when duly required by public servant to make it] |
|
১৭৯ ধারা |
প্রশ্নের উত্তর দিতে অস্বীকার Refusing to answer public
servant authorized to question] |
|
১৮০ ধারা |
বিবৃতিতে স্বাক্ষর দিতে
অস্বীকার [Refusing to sign
statement] |
|
১৮৭ ধারা |
সাহায্যের জন্য আইনত বাধ্য
হওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারী কে সাহায্য না করা [Omission to assist
public servant when bound by law to give assistance] |
|
১৮৮ ধারা |
আইনগত আদেশ অমান্য [Disobedience to order
duly promulgated by public servant] |
|
২২৩ ধারা |
সরকারি কর্মচারীর অবহেলায়
অবরোধ হতে পলায়ন [Escape from confinement
or custody negligently suffered by public servant] |
|
২২৫(ক) ধারা |
সরকারি কর্মচারী দ্বারা
অবহেলাভরে গ্রেপ্তার না করা বা অবরোধ হতে পালাতে সহায়তা করা [Omission to apprehend,
or sufferance of escape, on part of public servant, in cases not otherwise
provided for] |
|
২২৮ ধারা |
বিচারে বাধা প্রদান [Intentional insult or
interruption to public servant sitting in judicial proceeding] |
|
২৯১ ধারা |
নিষেধাজ্ঞার পরেও উপদ্রব বজায়
রাখা [Continuance of nuisance
after injunction to discontinue] |
|
৩৪১ ধারা |
অন্যায় অবরোধ [Punishment for wrongful
restraint] |
|
৩৮৫ ধারা |
বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোন
ব্যক্তিকে কোন ক্ষতির ভীতি প্রদর্শন [Putting person in fear
of injury in order to commit extortion] |
|
৫০৯ ধারা |
অশালীন আচরণ [Word, gesture or act
intended to insult the modesty of a woman] |
|
৫১০ ধারা |
মদ্যপায়ীর অসদাচরণ [Punishment for
attempting to commit offences punishable with imprisonment for life or
imprisonment] |
সম্পত্তি বাজেয়াপ্তকরণ [Forfeiture of property]
দন্ডবিধি অনুযায়ী অপরাধে দোষী সাব্যস্থ হলে আদালত অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। দন্ডবিধির ধারা-১২৫, ধারা-১২৬,ধারা-১২৭ ও ধারা-১৬৯ তে সম্পত্তি বাজেয়াপ্তকরণ (Forfeiture of property) সম্পর্কে বিধান বর্ণিত রয়েছে। লক্ষণীয় যে, Forfeiture ও Confiscation এর অর্থ এক নয়। Forfeiture এক ধরনের শাস্তি আর Confiscation হলো সম্পত্তির নিষ্পত্তির একটি উপায়।
বাংলাদেশ দন্ডবিধির ৬৪ ধারা, ১৫৪ ধারা,
১৭১ (ক) ধারা,২৮৩ ধারা অর্থদন্ড সম্পর্কে
বিধান বর্ণিত আছে।
উৎস ঃ
২। দণ্ডবিধির ভাষ্য(dandobidhi-vasso): গাজী শামছুর রহমান(Gazi Shamsur Rahman)
৩।দন্ডবিধি Penal Code,1860 : অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন
৪। http://bdlaws.minlaw.gov.bd/act-11.html
1 Comments