সর্বশেষ

6/recent/ticker-posts

প্রশ্নঃ সমন(Summon) ও ওয়ারেন্ট (Warrant) এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।


প্রশ্নঃ   সমন ও ওয়ারেন্ট এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।


প্রশ্নঃ   সমন ও ওয়ারেন্ট এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।

 সমন(Summon)

ওয়ারেন্ট(Warrant)


সংজ্ঞাগত পার্থক্য

কোনো মামলার বাদী/সাক্ষী/আসামীকে নির্দিষ্ট দিনে আদালতে (Court) উপস্থিত হওয়ার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার বা হাইকোর্ট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত নির্দেশপত্রকে সমন(Summon) বলে। কোন ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে নাম ঠিকানা সম্বলিত মামলার নাম্বার ও অপরাধের ধারা এবং তামিলকারী অফিসারের নাম-পদবী উল্লেখপূর্বক নির্ধারিত ফরমের এক কপিতে বিচারক কর্তৃক স্বাক্ষরিত (সিলমোহর যুক্ত) আদেশপত্রকে ওয়ারেন্ট(Warrant) বা পরোয়ানা বলে।

ধারাগত পার্থক্য



 ফৌজদারী কার্যবিধির ৬৮ ধারা ,পিআরবি ৪৭১(ঘ) বিধিতে সমন(Summon) সম্পর্কে বলা হয়েছে।

 

ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা, পিআরবি ৩১৫ ও ৪৬৮ বিধিতে ওয়ারেন্ট(Warrant) নিয়ে আলোচনা করা হয়েছে।

পদ্ধতিগত পার্থক্য

কোন ব্যক্তিকে [বাদী/সাক্ষী/আসামী] আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। কোন ব্যক্তিকে [আসামী] গ্রেফতার করে আদালতে হাজিরের জন্য ওয়ারেন্ট বা পরোয়ানা জারি হয়।
  • সমনের ক্ষেত্রে ০২(দুই) কপি ইস্যু করা হয়।
  • সমন জারি কার্যক্রমে বাধা দিলে দণ্ডবিধির ১৭৩ ধারা অনুযায়ী অপরাধী হিসেবে দণ্ডিত হবে।

  • ওয়ারেন্ট এর ক্ষেত্রে ০১(এক)টি কপি ইস্যূ করা হয়ে থাকে।
  • ওয়ারেন্ট কার্যকরীকরণে বাধা দিলে দণ্ডবিধির ১৮৬ ধারা মোতাবেক অপরাধী হিসেবে দণ্ডিত হবেন।
কোন ব্যক্তির নামে সমন জারি করা হলে উক্ত ব্যক্তিকে পাওয়া না গেলে পরিবারের যেকোন সাবালক পুরুষের কাছে প্রদান করে অথবা ১(এক)কপি প্রকাশ্য স্থানে লটকাইয়া(ঝুলিয়ে) সমন জারি করার বিধান রয়েছে।[ফৌজদারী কার্যবিধির ৭০ ধারা]

যার নামে ওয়ারেন্ট তাকে পাওয়া না গেলে ওয়ারেন্ট জারি বা তামিল করা যায় না।

 

সমনে উল্লেখিত ধার্য তারিখ অতিবাহিত হয়ে গেলে সমনের(Summon) কার্যকারিতা আর থাকে না। আসামী গ্রেফতার অথবা আদালত কর্তৃক ওয়ারেন্ট বাতিল না হওয়া পর্যন্ত ওয়ারেন্ট থানায় মুলতবি থাকে।

জারিগত পার্থক্য 

ফৌজদারী কার্যবিধির ৬৯,৭০,৭১,৭২ ও ৭৩ ধারা মোতাবেক সমন জারি করা হয়। ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা এবং পিআরবি ৩১৫ বিধি অনুসারে ওয়ারেন্ট কার্যকর করা হয়ে থাকে ।

Post a Comment

0 Comments