সর্বশেষ

6/recent/ticker-posts

উইল বা অসিয়ত

উইল বা অসিয়ত

উইল বা অসিয়ত


উইল(Will)বা অসিয়ত(আরবি শব্দ) অর্থ কোন ব্যক্তি তাঁর মৃত্যুর আগে তাঁর সম্পত্তি বিলি ব্যবস্থা করে যাওয়ার ব্যক্ত ইচ্ছা যা মৃত্যুর পর কার্যকর হয়। এক্ষেত্রে জানা থাকা ভালো যে, কোন ব্যক্তি উইল করে মারা যাওয়ার পর যদি সেই ব্যক্তি মুসলমান হয় তবে তাঁর দাফন-কাফনের ব্যয় ও দেন-মোহর, ব্যয়, দেনা (যদি থাকে) পরিশোধের পর নিট সম্পত্তির এক-তৃতীয়াংশের(১/৩ ভাগ) বেশি উইল করতে পারবেন না। তবে সম্পত্তির ওয়ারিশদের অনুমতি থাকলে এর ব্যত্যয় হতে পারে হিন্দু আইন-১৮৭০ মোতাবেক কোন হিন্দু ব্যক্তি তাঁর সম্পত্তি যে কোনো ব্যক্তিকে উইল করতে পারেন। যদিও এ সংক্রান্ত কোন নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু যদি ভরণপোষনের জন্য উইলকারী আইনতভাবে বাধ্য থাকেন তবে তাঁদের জন্য উপযুক্ত ব্যবস্থা রেখে বাকি সম্পত্তি উইল করতে পারবেন। উইলের ক্ষেত্রে রেজিষ্ট্রি করার প্রয়োজন হয় না। রেজিস্ট্রেশন আইনের ধারা-১৮ তে তা অব্যাহতি দেয়া হয়েছে। তবে কেউ যদি রেজিষ্ট্রি করতে চায় তাহলে উইল সম্পর্কিত রেজিষ্ট্রারে অন্তর্ভূক্ত করতে পারেন। কিন্তু উইলকারীর মৃত্যুর পর কোন উইল সরকারীভাবে স্বীকৃতি নিতে সংশ্লিষ্ট জেলা জজ আদালতে মাধ্যমে প্রবেট করাতে হবে ৷পবিত্র আল কুরআনের সূরা আল মায়দা (আয়াত ১০৬) এবং সূরা আল বাকারা (আয়াত ১৮০, ১৮১ ও ১৮২) এ উইল বা অসিয়ত সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, উইলকারী তাঁর মৃত্যুর পূর্বে যেকোন সময় উইল বাতিল করার ক্ষমতা তিনি রাখেন।দন্ডবিধির ৩১ ধারায় উইলকে অসীয়তমূলক দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

0 Comments