সর্বশেষ

6/recent/ticker-posts

আদালতে আচরণবিধি

  আদালতে আচরণবিধি 

(Code of Conduct in The Court)

আদালতে আচরণবিধি

ক্রমিক নং

আচরণবিধি

১.

আদালত যেহেতু রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে উক্ত সম্পত্তি নষ্ট করা হতে বিরত থাকতে হবে। এটা আমাদের কর্তব্য।

২.

আদালতে তথা আদালত প্রাঙ্গণে সকলের প্রতি সকালের সম্মানজনক আচরণ প্রদর্শন করতে হবে। বিজ্ঞ বিচারক, আদলতের সহায়ক কর্মচারী এবং আইনজীবিগণের প্রতি  যথাযথ সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে।

৩.

বিজ্ঞ বিচারকের সাথে কথা বলার সময় তাঁকে ‘মাননীয় আদালত’ হিসেবে সম্বোধন করার জন্য বলা হয়েছে।

৪.

আদালত তথা আদালত প্রাঙ্গণে ময়লা খেলা থেকে বিরত থাকতে হবে।

৫.

আদালত চলাকালীন অন্য কারো সাথে গল্প গুজব বা ঠাট্টা-মশকরা থেকে বিরত থাকতে হবে।

৬.

আদালতে যেকোন খাবার বা পানীয়সহ প্রবেশ করা যাবে না এবং আদালত চলাকালীন কোন খাদ্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। 

৭.

আদালত চলাকালীন চুইংগাম বা চুইংগাম জাতীয়  খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

৮.

আদালতে যথাসম্ভব পরিষ্কার পোশাক পরিধান করে উপস্থিত খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

৯.

সম্মানিত বিচারক , আইনজীবি  ও বিপক্ষ দল কথা বলার সময়ে কোন প্রকার হস্তক্ষেপ না করার জন্য বলা হয়েছে।

১০.

আদালতে অস্ত্রসহ প্রবেশ করা যাবে না। 

১১.

আদালতে জোরে অর্থাৎ উচ্চস্বরে কথা বলা যাবে না।

১২.

আদালতে মাথায় ক্যাপ পরে প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

১৩.

আদালত চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।আদালতের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা থেকেও বিরত থাকতে হবে।

উৎসঃ বিচার বিভাগীয় বাতায়ন

Post a Comment

0 Comments